ব্রাহ্মণবাড়িয়ায় শহরের পৈরতলা এলাকায় বজ্রপাতে মো. শাহ আলম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
গাছের নিচে ছবি তোলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় শহরের পৈরতলা এলাকায় বজ্রপাতে মো. শাহ আলম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পৈরতলা দাড়িয়াপুরে এ ঘটনা ঘটে। শাহ আলম পৈরতলা এলাকার এলাকার মো. সাউয়াল মিয়ার ছেলে। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।
শাহ আলমের বাবা সাউয়াল মিয়া জানায়, সোমবার দুপুরে শাহ আলম তার তিনবন্ধুর সঙ্গে দাড়িয়াপুর এলাকার একটি বটগাছের নিচে মোবাইলে ছবি তুলতে যায়। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শাহ আলমের মৃত্যু হয়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে জানতে পেরেছি বজ্রপাতে একজন মারা গেছে, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments