টাঙ্গাইলের গোপালপুরে একটি অটো রাইস মিলের হুপার ভেঙ্গে ৩ শ্রমিক নিহত হয়েছে এতে আহত হয়েছেন আরও ৩ শ্রমিক
টাঙ্গাইলের গোপালপুরে একটি অটো রাইস মিলের হুপার ভেঙ্গে ৩ শ্রমিক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।
গত রোববার রাত সাড়ে নয়টায় গোপালপুর পৌরসভার ডুবাইল নামক স্থানে একতা এগ্রোফুড প্রাডাক্টস্ লিমিটেডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ভবদার গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ আরিফ (২৮), একই জেলার গারাহারা গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে একতা এগ্রোফুড প্রাডাক্টস লিমিটেড নামের ওই অটো রাইস মিলে নতুন হুপার সংযোজন করা হয়। রাতের শিপ্টে ৬ শ্রমিক কাজ শুরু করেন। রাত নয়টার পরে বিকট শব্দে প্রায় এক হাজার মন চালসহ ওই নতুন হুপারটি ভেঙ্গে পড়ে। এতে কর্মরত শ্রমিকরা এর নিচে চাপা পড়ে । ঘটনাস্থলেই তাদের দুই জনের মৃত্যু হয়।গুরুতর আহত নুরুল ইসলামকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মী ও এলাকাবাসীদের নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। গুরুতর আহত নুরুল ইসলামকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আর অপর দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
No comments