TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

সাধারণ জ্ঞান


বাংলাদেশ বিষয়াবলী


০১. দেশের কোন প্রতিষ্ঠান প্রথমবারের মতো করোনাভাইরাসের জিন নকশা (জিনোম সিকোয়েন্সিং) উন্মোচন করেছেন?
উত্তরঃ চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন।
## নেতৃত্ব দিয়েছেন – অণুজীববিজ্ঞানি সেঁজুতি সাহা।
বি.দ্র. জিনোম সম্পর্কে জানতে পোস্টের ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ অংশে চলে যান।
০২. দেশের নারায়ণগঞ্জ জেলাকে কবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার কেন্দ্র (এপিসেন্টার) হিসেবে ঘোষণা করা হয়?
উত্তরঃ ১০ এপ্রিল, ২০২০.
০৩. বাংলাদেশের আধুনিক চিত্রকলার অন্যতম পথিকৃৎ বলা হয় কাকে?
উত্তরঃ শিল্পী মুর্তজা বশীর কে।
## তিনি ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ এর ছেলে।
০৪. দেশে বর্তমানে মোট কতটি পাবলিক (সরকারি) বিশ্ববিদ্যালয় রয়েছে?
উত্তরঃ ৪৬টি (এর মধ্যে ৪টি মেডিকেল বিশ্ববিদ্যালয়)।
০৫. লম্বাশিয়া রোহিঙ্গা শিবির কোথায় অবস্থিত?
উত্তরঃ উখিয়া, কক্সবাজার।
## সম্প্রতি এই রোহিঙ্গা শিবিরে অগ্নিকান্ডের ঘটনায় ৭০০ বসতি পুড়ে গেছে।
০৬. নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ হাতিয়া, নোয়াখালী।
## মোক্তারিয়া চ্যানেল এই দ্বীপে অবস্থিত।
০৭. বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?
উত্তরঃ চন্দ্রাবতী।
আন্তর্জাতিক বিষয়াবলী
০১. বিশ্বের প্রধান বানিজ্যিক শহর কোনটি?
উত্তরঃ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
০২. বিশ্বের নামকরা ‘কান চলচ্চিত্র উৎসব’ কোথায় আয়োজিত হয়?
উত্তরঃ ফ্রান্স।
## ভেনিস চলচ্চিত্র উৎসব – ইতালি।
০৩. শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী তাওয়াক্কল কারমান কোন দেশের নাগরিক?
উত্তরঃ ইয়েমেন।
০৪. ‘তেইকোকু ডাটা ব্যাংক’ কোন দেশের অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান?
উত্তরঃ জাপান। এন্ড্রয়েড অ্যাপ - জব সার্কুলার
০৫. ‘রবার্ট কচ ইন্সিটিউট’ কোন দেশের রোগনিয়ন্ত্রণ প্রতিষ্ঠান?
উত্তরঃ জার্মানি।
০৬. জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার নাম কী?
উত্তরঃ United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO).
## বর্তমান মহাপরিচালক - আদ্রে আজুলে, ফ্রান্স।
০৭. ব্রাজিলের রাজধানীর নাম কী?
উত্তরঃ ব্রাসিলিয়া।
বিজ্ঞান ও প্রযুক্তি
০১. জিনোম কী?
উত্তরঃ জীবের জিনগত বৈশিষ্ট্যের বিন্যাস বা নকশা।
## বংশগতির সব বৈশিষ্ট্যই এক বা একাধিক জিনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।
০২. অবাত শ্বসনে কতটি এটিপি (এডিনোসিন ট্রাই-ফসফেট) উৎপন্ন হয়?
উত্তরঃ ২টি (সবাত শ্বসনে – ৩৮টি)।
করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
১২ মে, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ৪৩, ১০, ৭৮৬ জন (বাংলাদেশে আক্রান্ত – ১৬ হাজার ৬৬০ জন)।
মোট সুস্থ – ১৫, ৬৬, ৬৮৬ জন (বাংলাদেশে সুস্থ – ৩ হাজার ১৪৭ জন)।
মোট মৃত্যু – ২ লাখ ৯০ হাজার ৪৫৫ জন (বাংলাদেশে মৃত্যু – ২৫০ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলে।
খেলাধুলা
০১. ২০২১ সালের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজক দেশ কোনটি?
উত্তরঃ নিউজিল্যান্ড।
০২. বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়কের নাম কী?
উত্তরঃ রুমানা আহমেদ।
সেরা উক্তি
“কিছু মানুষ স্বপ্নের জগতে বাস করে। কিছু মানুষ বাস্তবে বাস করে। আর কিছু মানুষ আছে, যারা স্বপ্নকে বাস্তবে পরিনত করে।” – ডগলাস এভ্রিট (বৃটিশ কেমিস্ট ও লেখক)।





No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।