TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

বাংলাদেশ বিষয়াবলী // সাধারণ জ্ঞান



বাংলাদেশ বিষয়াবলী

০১. দেশে বর্তমানে মোট কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে?
উত্তরঃ ৪ হাজার ৫৭৩টি।
## মোট উপজেলা – ৪৯৩টি (সর্বশেষ - ডাসার, মাদারীপুর)।
## মোট পৌরসভা – ৩২৯টি।
০২. বাংলাদেশে ভূমি উন্নয়ন কর কত দিনের মধ্যে পরিশোধ করতে হয়?
উত্তরঃ প্রতি বাংলা বছরের ৩০ চৈত্রের মধ্যে।
০৩. ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসটি কে লিখেছেন?
উত্তরঃ কথাশিল্পী শওকত ওসমান।
## মৃত্যু - ১৪ মে, ১৯৯৮। (জন্ম - ২ জানুয়ারি ১৯১৭)
## তাঁর প্রকৃত নাম – শেখ আজিজুর রহমান।
০৪. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘লিচুর রাজধানী’ বলা হয়?
উত্তরঃ ঈশ্বরদী, পাবনা।
০৫. International Union for Conservation of Nature (IUCN) কবে বাংলাদেশের বৈরালি মাছকে বিলুপ্তপ্রায় প্রানি হিসেবে ঘোষণা করে?
উত্তরঃ ২০১৫ সালে।
## সম্প্রতি বাংলাদেশ মৎস্য ইন্সিটিউট এই মাছটির কৃত্রিম প্রজননের মাধ্যমে পুকুরে চাষ করার ব্যবস্থা করেছে।
## বাংলাদেশ মৎস্য ইন্সিটিউট এর বর্তমান মহাপরিচালক – ইহাহিয়া মাহমুদ।
আন্তর্জাতিক বিষয়াবলী
০১. করোনাভাইরাস সংক্রমণে দক্ষিণ আমেরিকার কোন দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে?
উত্তরঃ ব্রাজিল।
০২. Food and Drug Administration (FDA) কোন দেশের ওষুধ ও খাদ্যের মান নিয়ন্ত্রণকারী সরকারি সংস্থা?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
০৩. ইউক্রেনের রাজধানীর নাম কী?
উত্তরঃ কিয়েভ।
০৪. করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মধ্যপ্রাচ্যের কোন দেশ ঈদের সময় পাঁচ দিনের জন্য কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে?
উত্তরঃ সৌদি আরব।
০৫. সম্প্রতি কোন দেশ ড্রোনের সাহায্যে হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধ পৌঁছে দিচ্ছে?
উত্তরঃ জার্মানি।
বিজ্ঞান ও প্রযুক্তি
০১. ‘MRNA-1273’ নামের করোনাভাইরাসের টিকা কোন প্রতিষ্ঠান তৈরি করেছে?
উত্তরঃ মডার্না, যুক্তরাষ্ট্র।
## পরীক্ষামূলক এই টিকার প্রথম ধাপ সফল হওয়ার পর এখন দ্বিতীয় ধাপের পরীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে।
০২. উত্তর গোলার্ধে কত তারিখে দীর্ঘতম দিন হয়?
উত্তরঃ ২১ জুন।
০৩. পৃথিবী ছাড়া আর কোন গ্রহে গিরিখাত ও আগ্নেয়গিরি দেখা যায়?
উত্তরঃ মঙ্গল গ্রহে।
#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
১৩ মে, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ৪৩, ৯৫, ৩৩২ জন (বাংলাদেশে আক্রান্ত – ১৭ হাজার ৮২২ জন)।
মোট সুস্থ – ১৬, ৩৫, ৪৬৭ জন (বাংলাদেশে সুস্থ – ৩ হাজার ৩৬১ জন)।
মোট মৃত্যু – ২ লাখ ৯৫ হাজার ৭২৮ জন (বাংলাদেশে মৃত্যু – ২৬৯ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলে।
খেলাধুলা
০১. পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক কে?
উত্তরঃ বাবর আজম।
## টি-টোয়েন্টি অধিনায়ক – বাবর আজম।
## টেস্ট অধিনায়ক – আজহার আলী।
০২. ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতির নাম কী?
উত্তরঃ রিকি স্কেরিট।
০৩. বাংলাদেশে মোট কতগুলো ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশন রয়েছে?
উত্তরঃ ৫৩টি।
সেরা উক্তি
“ যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ, যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছ, যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ অতীত চলে গেছে – ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না।”
– স্টিভ ম্যারাবোলি (বিজ্ঞানী ও মোটিভেটর)।





No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।