সাধারণ জ্ঞান
০১. দেশে প্রথম কবে ২৪ ঘণ্টায় এক হাজারের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়?
উত্তরঃ ১১ মে, ২০২০.
## প্রথম শনাক্ত – ৮ মার্চ, ২০২০.
## প্রথম মৃত্যু – ১৮ মার্চ, ২০২০.
০২. বাংলাদেশে বর্তমানে মোট কতটি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে?
উত্তরঃ ৫৮টি।
০৩. করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ঢাকার কোন এলাকা প্রথম লকডাউন করা হয়?
উত্তরঃ টোলারবাগ, মিরপুর।
## লকডাউন করা হয় – ২৩ মার্চ, ২০২০.
০৪. দেশের কোন এলাকাকে করোনাভাইরাস সংক্রমণের প্রথম হটস্পট ঘোষণা করা হয়েছিল?
উত্তরঃ শিবচর, মাদারীপুর।
০৫. দেশের আদালতে ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে প্রথম রিট কবে করা হয়?
উত্তরঃ ১১ মে, ২০২০.
## রিটের বিষয় – পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা।
০৬. শাহপরীর দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ টেকনাফ, কক্সবাজার।
০৭. চলতি ২০১৯-২০ অর্থবছরে গম আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত হবে?
উত্তরঃ ষষ্ঠ।
## গত অর্থবছরে ছিল – সপ্তম।
## বাংলাদেশ সবচেয়ে বেশি গম আমদানি করে – রাশিয়া থেকে।
## দেশের দ্বিতীয় প্রধান খাদ্য শস্য – গম (প্রধান খাদ্য শস্য – ধান)।
০৮. দেশের কোন জায়গাকে ‘কাঁঠালের রাজধানী’ বলা হয়?
উত্তরঃ শ্রীপুর, গাজীপুর।
## দেশের সবচেয়ে বড় কাঁঠালের বাজার – জৈনাবাজার, শ্রীপুর, গাজীপুর।
০৯. দেশে বর্তমানে মোট কতটি সরকারি চিনিকল আছে?
উত্তরঃ ১৫টি।
## পরিচালক সংস্থা - বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি)।
## বিএসএফআইসি এর বর্তমান চেয়ারম্যান – সনৎ কুমার সাহা।
আন্তর্জাতিক বিষয়াবলী
০১. চীনের জিলিন প্রদেশের রাজধানীর নাম কী?
উত্তরঃ চাংচুন।
## সম্প্রতি চীনের এই শহরে নতুন করে তিন জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
০২. দক্ষিণ এশিয়ার কোন দেশ স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি ব্যয় করে?
উত্তরঃ মালদ্বীপ (মোট জিডিপির ১৩.৭ ভাগ)।
## সবচেয়ে কম ব্যয় করে – বাংলাদেশ (মোট জিডিপির ৩.৪ ভাগ)।
০৩. Federal Intelligence Service (BND) কোন দেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা?
উত্তরঃ জার্মানি। এন্ড্রয়েড অ্যাপ - জব সার্কুলার
## জার্মান উচ্চারণ – Bundesnachrichtendienst (BND)। (উচ্চারণ নিজ দায়িত্বে করবেন!)
০৪. ভারতের বর্তমান কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর নাম কী?
উত্তরঃ রাজনাথ সিং।
## বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী – অমিত শাহ।
০৫. কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ জাস্টিন ট্রুডো।
০৬. ‘আন্তর্জাতিক নার্স দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ১২ মে।
বিজ্ঞান ও প্রযুক্তি
০১. উদ্ভিদের কোথায় সালোকসংশ্লেষণ সংঘটিত হয়?
উত্তরঃ ক্লোরোপ্লাস্টে।
০২. শ্বসনের C4 চক্রে প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
উত্তরঃ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড।
করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
১১ মে, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ৪২, ৩০, ১০৪ জন (বাংলাদেশে আক্রান্ত – ১৫ হাজার ৬৯১ জন)।
মোট সুস্থ – ১৫, ১৬, ০৬০ জন (বাংলাদেশে সুস্থ – ২ হাজার ৯০২ জন)।
মোট মৃত্যু – ২ লাখ ৮৫ হাজার ৪৫৪ জন (বাংলাদেশে মৃত্যু – ২৩৯ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলে।
খেলাধুলা
০১. ওয়ানডে ক্রিকেটে পাঁচশতাধিক উইকেট পাওয়া একমাত্র পেস বোলার কে?
উত্তরঃ ওয়াসিম আকরাম, পাকিস্তান।
০২. এশিয়া মহাদেশের ফুটবল নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ সংস্থার নাম কী?
উত্তরঃ Asian Football Confederation (AFC).
## সদর দপ্তর – কুয়ালালামপুর, মালয়েশিয়া।
সেরা উক্তি
“পৃথিবীতে যারাই বিশাল অর্জন করেছে, তাদের সবারই একটি বিশাল লক্ষ্য ছিল। তাদের চোখ ছিল এমন লক্ষ্যের দিকে – যার অবস্থান অনেক উঁচুতে; এমন লক্ষ্য যাকে ছুঁতে পারা অসম্ভব বলে মনে হত।”
– অরিসন মার্ডেন (সাকসেস ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা, ও বিশ্বখ্যাত মোটিভেশনাল লেখক)।
No comments