আজকের সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী
০১. করোনাভাইরাস সংক্রমণে দেশের করনীয় নির্দেশ করার জন্য সরকার গঠিত ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’ এর সদস্য সংখ্যা কত জন?
উত্তরঃ ১৭ জন।
## কমিটির আহ্বায়ক – মোহাম্মদ সহিদুল্লা।
০২. বাংলাদেশে বর্তমানে কতটি কারাগার রয়েছে?
উত্তরঃ ৬৮টি (কেন্দ্রীয় কারাগার – ১৩টি এবং জেলা কারাগার – ৫৫টি)।
## করোনাভাইরাসের ঝুঁকি কমাতে সম্প্রতি সরকার লঘুদণ্ডে দণ্ডিত ২ হাজার ৮৮৪ জন বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
০৩. দেশে প্রথম কবে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের বিচার কার্যক্রম চালু হয়?
উত্তরঃ ১১ মে, ২০২০.
## বর্তমান প্রধান বিচারপতি – সৈয়দ মাহমুদ হোসেন।
০৪. কুয়েতে নিযুক্ত বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূতের নাম কী?
উত্তরঃ এস এম আবুল কালাম।
## কুয়েতের চারটি বন্দী শিবিরে আটকে থাকা ৪ হাজার ৬০৭ জন বাংলাদেশিকে সম্প্রতি ফেরানোর প্রক্রিয়া শুরু হচ্ছে।
০৫. রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য সরকার কত টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন?
উত্তরঃ ৫ হাজার কোটি টাকা।
০৬. বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে খরা বেশি হয়?
উত্তরঃ উত্তর-পশ্চিমাঞ্চল (যেমন – দিনাজপুর, রাজশাহী, রংপুর, বগুড়া ইত্যাদি)।
০৭. বাংলাদেশের সংবিধানে কতটি প্রস্তাবনা রয়েছে?
উত্তরঃ একটি।
০৮. বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিউট (বারি) এর বর্তমান মহাপরিচালকের নাম কী?
উত্তরঃ কৃষিবিজ্ঞানি নাজিরুল ইসলাম।
## দায়িত্ব গ্রহন – ১০ মে, ২০২০.
## পূর্বসূরি – মো. আবদুল ওহাব।
বি.দ্র. গতকালের পোস্টে জনাব মো. আবদুল ওহাব এর নাম লিখা আছে, আপনারা সংশোধন করে নিয়েন।
আন্তর্জাতিক বিষয়াবলী
০১. ১৯৪৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়কে কোন দেশের ‘গৌরবময় ত্রিশ বছর’ বলা হয়?
উত্তরঃ ফ্রান্স।
০২. বিখ্যাত মার্কিন গায়ক ও গীতিকার লিটল রিচার্ড কবে মারা যান?
উত্তরঃ ৯ মে, ২০২০.
০৩. যুক্তরাজ্যের বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া সরকারি প্রতিষ্ঠান National Health Service (NHS) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ৫ জুলাই, ১৯৪৮.
০৪. আফগানিস্তানের ঘোর প্রদেশের রাজধানীর নাম কী?
উত্তরঃ ফিরোজকোহ।
## আফগানিস্তানের এই শহরে সম্প্রতি করোনাভাইরাস সংকটে ক্ষতিগ্রস্তরা ত্রাণ নিতে গিয়ে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।
০৫. ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কী?
উত্তরঃ জাকার্তা।
## বর্তমান প্রেসিডেন্ট – জোকো উইদোদো।
বিজ্ঞান ও প্রযুক্তি
০১. সালোকসংশ্লেষণের জন্য সুবিধাজনক তাপমাত্রা কত?
উত্তরঃ ২২-৩৫ ডিগ্রি সেলসিয়াস।
০২. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের সংজ্ঞা প্রদান করে?
উত্তরঃ ১৯৬৫ সালে।
করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
১০ মে, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ৪১, ৫২, ৮৭৮ জন (বাংলাদেশে আক্রান্ত – ১৪ হাজার ৬৫৭ জন)।
মোট সুস্থ – ১৪, ৬৫, ৪১৬ জন (বাংলাদেশে সুস্থ – ২ হাজার ৬৫০ জন)।
মোট মৃত্যু – ২ লাখ ৮২ হাজার ৬৬৩ জন (বাংলাদেশে মৃত্যু – ২২৮ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলে।
খেলাধুলা
খেলার কোলাহল থেমে গেছে যেন!
সেরা উক্তি
“অন্যদের কল্পনাশক্তি দুর্বল বলে তুমি নিজেকে নিয়ে ছোট স্বপ্ন দেখো না।”
– মায়ে জেমিসন (মহাকাশ ভ্রমণকারী প্রথম কৃষ্ণাঙ্গ নারী)।
No comments