TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

"স্বরসন্ধি" নবম দশম শ্রেণীর ছাত্র- ছাত্রীদের জন্য ।

"স্বরসন্ধি" নবম শ্রেণীর ছাত্র- ছাত্রীদের জন্য ।

জন্ম +অবধি =জন্মাবধি,মহা +অর্ঘ =মহার্ঘ,কাশী +ঈশ্বর =কাশীশ্বর,মরু +উদ্যান =মরূদ্যান,ভূ +ঊর্ধ্ব=ভূর্ধ্ব,অক্ষ+ঊহিনী=অক্ষৌহিণী ,শুদ্ধ+ওদন=শুদ্ধোদন,শ্রবণ+ইন্দ্রিয় =শ্রবণেন্দ্রিয়,

মত+অন্তর=মতান্তর,তথাস্তু=তথা+অস্তু, স্বেচ্ছা =স্ব+ইচ্ছা,প্রতীক্ষা =প্রতি +ঈক্ষা,স্বস্তি=সু +অস্তি,

নাবিক =নৌ +ইক,স্বাগত =সু+আগত,দেবর্ষি =দেব +ঋষি,মতৈক্য =মত+ঐক্য,পবন=পো+অন,ক্ষুধার্ত =ক্ষুধা+ঋত,যথেষ্ট =যথা +ইষ্ট,অশ্বারোহী =অশ্ব +আরোহী,আজ্ঞাধীন=আজ্ঞা +অধীন,আশাতীত =আশা +অতীত,গুরুপদেশ=গুরু +উপদেশ,যতীন্দ্র =যতী +ইন্দ্র,অভ্যুত্থান =অভি +উত্থান,হিতৈষী =হিত+এষী,পর্যালোচনা =পরি +আলোচনা, নদ্যম্বু 

=নদী +অম্বু,পিত্রনুমতি =পিতৃ +অনুমতি,গবালয় =গো +আলয়,গবাক্ষ =গো+অক্ষ,কুড়িক =কুড়ি +

এক,অদ্যাপি =অদ্য +অপি,বনৌষধি =বন+ওষধি,

সর্বৈব =সর্ব +এব,হিতোপদেশ =হিত+উপদেশ,

শীতার্ত =শীত +ঋত, গায়ক =গৈ +অক,জলোচ্ছ্বাস =জল+উচ্ছ্বাস,যথার্থ =যথা +অর্থ,কৃতার্থ =কৃত +অর্থ,তন্বী =তনু +ঈ,সতীন্দ্র =সতী +ইন্দ্র, অধীশ্বর =অধি +ঈশ্বর, পরোপকার =পর +উপকার,প্রাপ্তি =

প্র +আপ্তি,গিরীশ =গিরি +ঈশ,উত্তমর্ণ =উত্তম +ঋণ,তথৈবচ =তথা +এবচ,জলৌকা =জল+ওকা,

অন্বেষণ=অণু+এষণ,পশ্বাচার =পশু +আচার,

সীমন্ত =সীমন্ +অন্ত,রূপালী =রূপা +আলী,মাত্রাদেশ =মাতৃ +আদেশ,সারঙ্গ =সার +অঙ্গ,মস্যাধার =মসী +আধার,মন্বন্তর =মনু +অন্তর, শচীশ=শচী +ঈশ,হিতৈষণা =হিত+এষণা,

প্রত্যাহত =প্রতি +আহত,ব্যবহার =বি+অবহার,

শিলাদিত্য =শিলা +আদিত্য,প্রত্যাগমন =প্রতি +আগমন, মাতৃচ্ছা =মাতৃ +ইচ্ছা,কুলাঙ্গার =কুল+

অঙ্গার,উপার্জন =উপা +অর্জন, পর্যন্ত =পরি +

অন্ত, স্বচ্ছ =সু+অচ্ছ,স্বল্প =সু+অল্প, পরীক্ষা =পরি + ঈক্ষা, প্রত্যেক =প্রতি +এক,পাবক =পৌ+অক,

স্বাপেক্ষ =স্ব +অপেক্ষ,আদ্যপান্ত =আদি+উপান্ত,

ব্যর্থ =বি+অর্থ,অত্যন্ত =অতি +অন্ত, অর্ধেক =অর্ধ +এক, অত্যদ্ভুত =অতি+অদ্ভুত, গবেষণা =গো +এষণা , নয়ন =নে+অন, জিতেন্দ্র =জিত+ইন্দ্র,

দুর্গোৎসব =দুর্গা +উৎসব,চন্দ্রোদয় =চন্দ্র +উদয়,

অবনীন্দ্র=অবনী +ইন্দ্র,সিংহাসন =সিংহ +আসন,

বীরেন্দ্র =বীর +ইন্দ্র,তৃষাতুর=তৃষা +আতুর, জীমূতেন্দ্র=জীমূত +ইন্দ্র,শাকান্ন =শাক +অন্ন,

গৌরাঙ্গ =গৌর+অঙ্গ,অভ্যাস =অভি+আস,

মধ্যাহ্ন =মধ্য +অহ্ন,মাঘোৎসব =মাঘ +উৎসব,

চিরাভ্যস্ত =চির +অভ্যস্ত,কূর্মাচল=কূর্ম +অচল,

লবণাম্বু =লবণ +অম্বু,প্রহরাতীত =প্রহর+অতীত,

জন্মান্তর =জন্ম +অন্তর,ব্যাপ্ত =বি+আপ্ত, শয়ন=

শে+অন,যাতায়াত=যাত +আয়াত,অন্যান্য =অন্য +অন্য, ক্ষুধার্ত =ক্ষুধা +ঋত,যথোপযুক্ত =যথা +

উপযুক্ত,অপেক্ষা =অপ+ঈক্ষা,সাতিশয় =স +

অতিশয়, কৃতাঞ্জলি =কৃত +অঞ্জ্লি,একান্ত =এক

+অন্ত,দেবারতি =দেব +আরতি,অত্যাচার =অতি

+আচার,শয়ান =শে+আন,চরাচর=চর+অচর,

নীতীশ =নীতি +ঈশ,মহোদয় =মহা +উদয়, গবাদি

=গো+আদি,পবন =পো+অন,কমলেশ =কমল +

ঈশ(সূর্য অর্থে), কমলেশ =কমলা +ঈশ(নারায়ণ

অর্থে), জাত্যভিমান =জাতি +অভিমান, ঢাকেশ্বরী 

=ঢাকা +ঈশ্বরী, উপেক্ষা =উপ+ঈক্ষা, গঙ্গোর্মি =

গঙ্গা +ঊর্মি, মাত্রাধিক্য =মাত্রা +আধিক্য, স্বাগত =

সু+আগত,নবোঢ়া =নব +ঊঢ়া, পারাবার =পার+

অবার, পর্যবেক্ষণ =পরি+অবেক্ষণ,হতোদ্যম=

হত+উদ্যম, চিন্তান্বিতা =চিন্তা +অন্বিতা, প্রতীতি =

প্রতি +ইতি,প্রত্যক্ষ =প্রতি +অক্ষ,রাজৈশ্বর্য =রাজা + ঐশ্বর্য, ভূস্বামী =ভূ+স্বামী,মৃগেন্দ্র =মৃগ +ইন্দ্র,

প্রত্যুত্তর =প্রতি +উত্তর, প্রত্যহ =প্রতি +অহ, সমাগম

=সম+আগম,স্বর্গোদ্যান=স্বর্গ +উদ্যান, বোধোদয় =

বোধ+উদয়,অভীষ্ট =অভি +ইষ্ট, চিতানল =চিতা +অনল, কন্ঠাগত =কন্ঠ +আগত, সচরাচর= সচর+ 

অচর, ব্যস্ত =বি+অস্ত,নৌকারোহী =নৌকা + আরোহী , নাবিক =নৌ+ইক,তৃষ্ণার্ত =তৃষ্ণা+ঋত,

প্রার্থনা =প্র+অর্থনা,আহারাদি =আহার +আদি,

ব্যবস্থা =বি+অবস্থা,লোকালয় =লোক +আলয়,

মহাশয় =মহা +আশয়, হতাশ =হত+আশ, সতীশ=

সতী +ঈশ, অত্যুৎসাহ =অতি +উৎসাহ, ক্ষিতীশ =ক্ষিতি +ঈশ, স্বাধীনতা =স্ব +অধীনতা,ব্যঙ্গ =বি+অঙ্গ, পদ্মালয়া=পদ্ম +আলয়া,অভ্যন্তরস্ত =অভি

+অন্তরস্ত,পরাধীন =পর+অধীন, মর্মাহত =মর্ম +আহত, ব্যতীত=বি+অতীত, ভরতর্ষভ =ভরত+

ঋষভ, অধ্যশন =অধি+অশন, রক্তাক্ত =রক্ত +অক্ত, রাজ্যেশ্বর=রাজ্য +ঈশ্বর,তিলেক =

তিল+এক,রসনেন্দ্রিয় =রসনা +ইন্দ্রিয়, পর্যটক=

পরি+অটক, ঊমেশ=ঊমা +ঈশ,প্রৌঢ়=প্র +ঊঢ়,

দ্রাবক =দ্রৌ+অক, বিশ্বামিত্র =বিশ্ব +মিত্র, সতীশ=

সতী +ঈশ,ঋত্যূৎসব =ঋতু +উৎসব।


No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।