TjT
"তৎপুরুষ " সমাসের উদাহরণ -----
ক)কর্ম তৎপুরুষ--
১।লোকদেখানো---লোককে দেখানো।
২।ঘরমোছা---ঘরকে মোছা ।
৩।গাড়িচালানো---গাড়িকে চালানো ।
৪।কলাবেচা---কলাকে বেচা।
৫।তরীবাওয়া--তরীকে বাওয়া ।
৬।লুচিভাজা--লুচিকে ভাজা ।
৭।বিপদাপন্ন--বিপদকে আপন্ন ।
৮।দেশোদ্ধার--দেশকে উদ্ধার ।
৯।মালাবদল---মালাকে বদল ।
১০।রথদেখা--রথকে দেখা ।
১১।বধূবরণ---বধূকে বরণ ।
১২।বাসনধোয়া---বাসনকে ধোয়া ।
১৪।ছেলেভুলানো---ছেলেকে ভুলানো ।
১৫।গাঁটকাটা---গাঁটকে কাটা।
১৬।ব্যক্তিগত--- ব্যক্তিকে গত।
১৭।মজ্জাগত--মজ্জাকে গত।
১৮।শরণাগত--শরণকে আগত ।
১৯।দিনগত--দিনকে গত।
২০।গৃহগত--গৃহে আগত /গৃহকে গত।
২১।স্বর্গগত--স্বর্গকে গত।/স্বর্গে গত।
২২।মর্মগত--মর্মকে গত।
২৩।যৌবনপ্রাপ্ত--যৌবনকে প্রাপ্ত ।
২৪।সাহায্যপ্রাপ্ত--সাহায্যকে প্রাপ্ত ।
২৫।স্বর্গপ্রাপ্ত--স্বর্গকে প্রাপ্ত ।
২৬।বৃদ্ধিপ্রাপ্ত---বৃদ্ধিকে প্রাপ্ত ।
২৭।দুঃখপ্রাপ্ত--দুঃখকে প্রাপ্ত ।
২৮।ভাতরাঁধা--ভাতকে রাঁধা ।
২৯।ধর্মপালন--ধর্মকে পালন।
৩০।জলতোলা --জলকে তোলা ।
৩১।জাতিগত--জাতিকে গত।
৩২।আলোকপ্রাপ্ত--আলোককে প্রাপ্ত ।
৩৩।বৃত্তিপ্রাপ্ত--বৃত্তিকে প্রাপ্ত ।
৩৪।স্বগত--স্ব(নিজেকে)-কে গত।
৩৫।স্বর্গত--স্বর্গকে গত।
৩৬।চরণাশ্রিত--চরণকে আশ্রিত।
৩৭।দেবাশ্রিত--দেবকে আশ্রিত
৩৮।কালাতীত--কালকে অতীত।
৩৯।সংখ্যাতীত--সংখ্যাকে অতীত।
৪০।লোকাতীত--লোককে অতীত।
৪১।স্মরণাতীত--স্মরণকে অতীত।
৪২।অশ্বারূঢ়--অশ্বে আরূঢ়/অশ্বকে আরূঢ়।
৪৩।মরণাপন্ন--মরণকে আপন্ন ।
৪৪।কাপড়কাচা--কাপড়কে কাচা।
৪৫।জলখাওয়া--জলকে খাওয়া ।
৪৬।ব্য়ঃপ্রাপ্ত--বয়ঃকে প্রাপ্ত ।
৪৭।রথারূঢ়--রথে আরৃঢ় /রথকে আরূঢ়।
৪৮।হস্তগত--হস্তকে গত।
৪৯।কাঠকাটা--কাঠকে কাটা ।
৫০।লুচিবেলা--লুচিকে বেলা ।
৫১।ফুলতোলা--ফুলকে তোলা।
৫২।কাপড়কাচা--কাপড়কে কাচা।
৫৩।নথনাড়া--নথকে নাড়া ।
৫৪।পাখিশিকার--পাখিকে শিকার ।
৫৫।পানসাজা--পানকে সাজা ।
৫৬।চুলচেরা--চুলকে চেরা ।
৫৭।হাঁড়িভাঙ্গা--হাঁড়িকে ভাঙ্গা ।
৫৮।মাছধরা--মাছকে ধরা।
৫৯।প্রাণমাতানো--প্রাণকে মাতানো ।
৬০।লোকহাসানো--লোককে হাসানো।
৬১।জামাইঠকানো--জামাইকে ঠকানো।
খ)ব্যাপ্তি তৎপুরুষ / অ-কারক তৎপুরুষ /উপকারক তৎপুরুষ-----'-
১।চিরসুখী--চির কাল ধরে সুখী।
২।নিত্যানন্দ--নিত্য কাল ধরে আনন্দ ।
৩।চিরসুন্দর--চির কাল ধরে সুন্দর ।
৪।বিশ্বযুদ্ধ--বিশ্ব জুড়ে যুদ্ধ ।
৫।পক্ষাশৌচ--পক্ষ কাল ব্যাপিয়া অশৌচ।
৬।ক্ষণস্থায়ী--ক্ষণকাল ধরে স্থায়ী।
৭।চিরস্থায়ী--চিরকাল ধরে স্থায়ী।
৮।চিরযুবা--চিরকাল ধরে যুবা ।
৯।চিরশত্রু--চিরকাল ধরে শত্রু ।
১০।মাসাশৌচ--মাস ব্যাপিয়া অশৌচ ।
১২।চিররুগণ--চিরকাল ধরে রুগ্ন ।
১৩।চিরসুন্দর--চিরকাল ধরে সুন্দর ।
১৪।ক্ষণভঙ্গুর---ক্ষণকাল জুড়ে ভঙ্গুর।
১৫।দীর্ঘস্থায়ী--দীর্ঘকাল জুড়ে স্থায়ী।
১৬।চিরদুঃখিনী--চিরকাল ধরে দুঃখিনী।
১৭।চিরবসন্ত--চিরকাল ধরে বসন্ত ।
১৮।চিরস্মরণীয়--চিরকাল ধরে স্মরণীয় ।
১৯।চিরকৃতজ্ঞ--চিরকাল ধরে কৃতজ্ঞ ।
২০।চিরহরিৎ--চিরকাল ব্যাপিয়া হরিৎ।
২১।জীবনানন্দ--জীবন ব্যাপিয়া আনন্দ ।
২২।চিরযৌবন--চিরকাল ব্যাপিয়া যৌবন।
২৩।চিরদুঃখী--চিরকাল ধরে দুঃখী।
গ)ক্রিয়াবিশেষণ তৎপুরুষ / অ-কারক তৎপুরুষ /উপকারক তৎপুরুষ-----
১।দৃঢ়বদ্ধ--দৃঢ় ভাবে বদ্ধ।
২।অর্ধোন্মীলিত--অর্ধ ভাবে উন্মীলিত ।
৩।নিমরাজী--নিম রূপে রাজী।
৪।অর্ধমৃত--অর্ধ ভাবে মৃত।
৫।অর্ধস্ফুট--অর্ধ ভাবে স্ফুট।
৬।ঘনসন্নিবিষ্ট--ঘন ভাবে সন্নিবিষ্ট ।
৭।আধপাকা--আধ ভাবে পাকা।
৮।নিমখুন--নিম ভাবে খুন।
ঘ)করণ তৎপুরুষ---
১।আশাহত--আশা দ্বারা হত/আহত ।
২।গোঁজামিল--গোঁজার দ্বারা মিল।
৩।জনশূন্য--জনের দ্বারা শূন্য ।
৪।গুণসম্পন্ন--গুণের দ্বারা সম্পন্ন ।
৫।শ্রীযুক্ত--শ্রীর দ্বারা যুক্ত ।
৬।মায়াযুক্ত--মায়ার দ্বারা যুক্ত ।
৭।মহিমান্বিত--মহিমার দ্বারা অন্বিত ।
৮।শোভান্বিত--শোভার দ্বারা অন্বিত ।
৯।জ্ঞানহীন--জ্ঞানের দ্বারা হীন ।
১০।রবিশশীহীন--রবি-শশীর দ্বারা হীন।
১১।পদদলিত--পদ দ্বারা দলিত।
১২।অসিযুদ্ধ--অসি দ্বারা যুদ্ধ ।
১৩।পাথরচাপা--পাথর দিয়ে চাপা ।
১৪।দুগ্ধপোষ্য--দুগ্ধ দ্বারা পোষ্য।
১৫।রোগগ্রস্ত--রোগের দ্বারা গ্রস্ত।
১৬।ধনাঢ্য--ধনের দ্বারা আঢ্য।
১৭।অস্ত্রাহত--অস্ত্রের দ্বারা আহত।
১৮।ঘটনাবহুল--ঘটনার দ্বারা বহুল ।
১৯।তৃষ্ণার্ত--তৃষ্ণার দ্বারা ঋত।
২০।ছায়াবৃতা --ছায়ার দ্বারা আবৃতা।
২১।নিপাতনসিদ্ধ---নিপাতনের দ্বারা সিদ্ধ।
২২।অগ্নিশুদ্ধা--অগ্নির দ্বারা শুদ্ধা।
২৩।মায়াবদ্ধ--মায়ার দ্বারা আবদ্ধ ।
২৪।শর্তকণ্টকিত--শর্ত দ্বারা কণ্টকিত ।
২৫।বায়ুপূর্ণ--বায়ুর দ্বারা পূর্ণ ।
২৬।ছায়াস্নিগ্ধ--ছায়ার দ্বারা স্নিগ্ধ ।
২৭।জবারাঙা--জবায় রাঙা।/জবা দ্বারা রাঙা।
২৮।কুসুমাকীর্ণ--কুসুমের দ্বারা আকীর্ণ ।
২৯।ঋণগ্রস্ত--ঋণের দ্বারা গ্রস্ত।
৩০।শস্যাঢ্য--শস্য দ্বারা আঢ্য।
৩১।পরান্নপ্রতিপালিত--পরান্নের দ্বারা প্রতিপালিত।
৩২।দারিদ্র্যক্লিষ্ট--দারিদ্র্যের দ্বারা ক্লিষ্ট ।
৩৩।শিশিরসিক্ত--শিশিরের দ্বারা সিক্ত ।
৩৪।শোকাকুল--শোকের দ্বারা আকুল ।
৩৫।বিধিবদ্ধ--বিধির দ্বারা বদ্ধ।
৩৬।মায়াচ্ছন্ন--মায়ার দ্বারা আচ্ছন্ন ।
৩৭।ঢেঁকিছাঁটা--ঢেঁকির দ্বারা ছাঁটা।
৩৮।মোহান্ধ--মোহের দ্বারা অন্ধ।
৩৯।রোগগ্রস্ত--রোগের দ্বারা গ্রস্ত ।
৪০।রক্তাক্ত--রক্তের দ্বারা অক্ত।
৪১।বজ্রাহত--বজ্রের দ্বারা আহত।
৪২।পদযাত্রা--পদ দ্বারা যাত্রা।
৪৩।ঘর্মাক্ত--ঘর্মের দ্বারা অক্ত।
৪৪।কীটদষ্ট--কীটের দ্বারা দষ্ট।
৪৫।চিনিপাতা--চিনি দিয়ে পাতা।
৪৬।শানবাঁধানো--শান দিয়ে বাঁধানো।
৪৭।কাঁচিছাঁটা--কাঁচি দ্বারা ছাঁটা।
৪৮।মনগড়া--মন দিয়ে গড়া।
৪৯।ছাতাপেটা--ছাতা দ্বারা পেটা।
৫০।মধুমাখা---মধু দ্বারা মাখা।
৫১।রোগজীর্ণ--রোগ দ্বারা জীর্ণ ।
৫২।বিদ্যাহীন--বিদ্যা দ্বারা হীন।
৫৩।তমসাবৃত--তমসার দ্বারা আবৃত।
৫৪।তৃণাচ্ছাদিত--তৃণের দ্বারা আচ্ছাদিত।
৫৫।শাপগ্রস্ত--শাপ দ্বারা গ্রস্ত ।
৫৬।ভস্মাচ্ছাদিত--ভস্মের দ্বারা আচ্ছাদিত।
৫৭।বিজ্ঞানসম্মত--বিজ্ঞান দ্বারা সম্মত।
৫৮।মাতৃহীন--মাতৃ/মাতার দ্বারা হীন ।
৫৯।কুমড়োবোঝাই--কুমড়ো দিয়ে বোঝাই।
৬০।স্নেহান্ধ--স্নেহের দ্বারা অন্ধ।
৬১।গুণমুগ্ধ--গুণের দ্বারা মুগ্ধ ।
৬২।বিরহকাতর--বিরহের দ্বারা কাতর।
৬৩।শ্বাপদসঙ্কুল--শ্বাপদের দ্বারা সঙ্কুল।
৬৪।রবাহূত--রব দ্বারা আহূত।
৬৫।শোকাহত--শোকের দ্বারা আহত ।
৬৬।রোদনভরা--রোদন দিয়ে ভরা।
৬৭।লেপমুড়ি--লেপ দ্বারা মুড়ি ।
৬৮।শরবিদ্ধ--শর দ্বারা বিদ্ধ।
৬৯।শিরোধার্য--শিরঃ দ্বারা ধার্য ।
৭০।ধামাচাপা--ধামা দিয়ে চাপা ।
৭১।পাথরচাপা--পাথর দিয়ে চাপা ।
৭২।ছাইচাপা--ছাই দিয়ে চাপা ।
৭৩।মধুমাখা--মধু দিয়ে মাখা।
৭৪।তেলমাখা--তেল দিয়ে মাখা।
৭৫।কালিমাখা--কালি দিয়ে মাখা।
৭৬।চামড়াবাঁধা--চামড়া দিয়ে বাঁধা।
৭৭।শোকার্ত--শোক দ্বারা ঋত।
৭৮।মেঘাচ্ছন্ন--মেঘ দ্বারা আচ্ছন্ন ।
৭৯।বাগদত্তা--বাক্য দ্বারা দত্তা।
৮০।হাতছানি--হাত দিয়ে ছানি।
৮১।বিনয়াবনত--বিনয়ের দ্বারা অবনত।
৮২।শস্যশ্যামল--শস্যের দ্বারা শ্যামল ।
৮৩।স্বনামধন্য--স্বনাম দ্বারা ধন্য।
৮৪।সর্পদষ্ট--সর্প দ্বারা দষ্ট।
৮৫।আলোকদীপ্ত--আলোক দ্বারা দীপ্ত ।
৮৬।ক্ষুধার্ত --ক্ষুধা দ্বারা ঋত।
৮৭।বন্যার্ত--বন্যা দ্বারা ঋত।
৮৮।শীতার্ত--শীত দ্বারা ঋত।
৮৯।যন্ত্রচালিত--যন্ত্র দ্বারা চালিত ।
৯০।বাষ্পচালিত--বাষ্প দ্বারা চালিত ।
৯১।মসীলিপ্ত--মসী দ্বারা লিপ্ত।
৯২।শ্রমসাধ্য--শ্রম দ্বারা সাধ্য ।
৯৩।শ্রমলব্ধ--শ্রম দ্বারা লব্ধ ।
৯৪।কলছাঁটা--কল দিয়ে ছাঁটা।
৯৫।নৌকাভ্রমণ--নৌকা দ্বারা ভ্রমণ ।
৯৬।কিস্তিবন্দী--কিস্তি দ্বারা বন্দী ।
৯৭।প্রথাবদ্ধ--প্রথার দ্বারা বদ্ধ।
৯৮।ভিক্ষালব্ধ--ভিক্ষার দ্বারা লব্ধ ।
৯৯।বন্যাবিধ্বস্ত--বন্যা দ্বারা বিধ্বস্ত ।
১০০।ট্রেনভ্রমণ--ট্রেনের দ্বারা ভ্রমণ ।
ঙ)নিমিত্ত তৎপুরুষ----
১।ডাকমাশুল--ডাকের জন্য মাশুল ।
২।শিশুসাহিত্য--শিশুদের জন্য সাহিত্য ।
৩।রান্নাঘর--রান্নার জন্য ঘর।
৪।বিয়েপাগল--বিয়ের জন্য পাগল ।
৫।লোকহিত--লোকের জন্য হিত।
৬।ঘরপাগল---ঘরের জন্য পাগল ।
৭।শিশুবিভাগ--শিশুদের জন্য বিভাগ।
৮।জীয়নকাঠি--জীয়নের জন্য কাঠি।
৯।রক্ষাকবচ--রক্ষার জন্য কবচ ।
১০।তপোবন--তপের জন্য বন।
১১।বিশ্রামকক্ষ--বিশ্রামের জন্য কক্ষ।
১২।সত্যাগ্রহ--সত্যের জন্য আগ্রহ ।
১৩।জপমালা--জপের জন্য মালা।
১৪।অনাথ-আশ্রম--অনাথদের জন্য আশ্রম।
১৫।মালগুদাম---মালের জন্য গুদাম।
১৬।ডাকমাসুল--ডাকের জন্য মাসুল।
১৭।স্বদেশপ্রেম--স্বদেশের জন্য প্রেম।
১৮।জপমালা--জপের জন্য মালা।
১৯।জলকর--জলের জন্য কর।
২০।ছাত্রাবাস--ছাত্রদের জন্য আবাস।
২১।শিক্ষায়তন--শিক্ষার জন্য আয়তন।
২২।মড়াকান্না--মড়ার জন্য কান্না ।
২৩।মরণকাঠি--মরণের জন্য কাঠি।
২৪।লবণ-আইন--লবণের জন্য আইন ।
২৫।চোষকাগজ--চোষার জন্য কাগজ।
২৬।জীবনকাঠি--জীবনের জন্য কাঠি।
২৭।রঙ্গমঞ্চ--রঙ্গের জন্য মঞ্চ ।
২৮।মেয়েস্কুল--মেয়েদের জন্য স্কুল ।
২৯।খাইখরচা--খাইয়ের জন্য খরচা।
৩০।ঘুমকাতুরে---ঘুমের জন্য কাতুরে।
৩১।রন্ধনপাত্র--রন্ধনের জন্য পাত্র ।
৩২।আরামকেদারা--আরামের জন্য কেদারা।
৩৩।শয়নকক্ষ--শয়নের জন্য কক্ষ।
৩৪।নাটমন্দির--নাটের জন্য মন্দির ।
৩৫।বরণমাল্য--বরণের জন্য মাল্য।
৩৬।বন্দনাগান--বন্দনার জন্য গান ।
৩৭।স্নানবাড়ি--স্নানের জন্য বাড়ি ।
৩৮।মালগাড়ি--মালের জন্য গাড়ি ।
৩৯।ঠাকুরঘর--ঠাকুরের জন্য ঘর।
৪০।ফুলবাগান--ফুলের জন্য বাগান ।
৪১।পাগলাগারদ--পাগলদের জন্য গারদ।
৪২।রক্ষাকবচ--রক্ষার জন্য কবচ।
৪৩।যূপকাষ্ঠ--যূপের জন্য কাষ্ঠ।
৪৪।তীর্থযাত্রা--তীর্থের জন্য যাত্রা ।
৪৫।দেবদত্ত--দেবকে দত্ত অথবা
দেবের বা দেবতার নিমিত্ত দত্ত ।
৪৬।দেবতানিবেদিত--দেবতাকে নিবেদিত
অথবা দেবতার নিমিত্ত নিবেদিত ।
৪৭।দেবোৎসৃষ্ট--দেবতাকে উৎসৃষ্ট।
অথবা দেবতার নিমিত্ত উৎসৃষ্ট।
৪৮।ধানজমি--ধানের জন্য জমি।
৪৯।বালিকাবিদ্যালয়--বালিকাদের জন্য বিদ্যালয়।
৫০।মাগগিভাতা--মাগগির জন্য ভাতা।
চ)অপাদান তৎপুরুষ----
১।লোকভয়--লোক থেকে ভয়।
২।বাড়িছাড়া--বাড়ি থেকে ছাড়া ।
৩।স্থানচ্যুত--স্থান থেকে চ্যুত ।
৪।বিলাতফেরত--বিলাত থেকে ফেরত।
৫।জেলখালাস--জেল থেকে খালাস ।
৬।বন্যাত্রাণ--বন্যা থেকে ত্রাণ ।
৭।গাছপাড়া-গাছ থেকে পাড়া।
৮।বিপন্মুক্তি ---বিপদ থেকে মুক্তি ।
৯।ঐশ্বর্যভ্রষ্ট--ঐশ্বর্য থেকে ভ্রষ্ট ।
১০।যূথভ্রষ্ট--যূথ থেকে ভ্রষ্ট ।
১১।আহারক্ষান্ত--আহার থেকে ক্ষান্ত ।
১২।বর্ষণক্ষান্ত--- বর্ষণ থেকে ক্ষান্ত ।
১৩।বীণানিঃসৃত--বীণা থেকে নিঃসৃত।
১৪।স্বাধিকার-বঞ্চিত--স্বাধিকার থেকে বঞ্চিত ।
১৫।মেঘমুক্তি--মেঘ থেকে মুক্তি।
১৬।ব্রাক্ষণেতর--ব্রাক্ষণ থেকে ইতর।
১৭।শ্রীভ্রষ্ট--শ্রী থেকে ভ্রষ্ট ।
১৮।লোকভয়--লোক থেকে ভয়।
১৯।মৃত্যুভয়--মৃত্যু থেকে ভয়।
২০।স্বর্গচ্যুত--স্বর্গ থেকে চ্যুত ।
২১।জন্মান্ধ--জন্ম থেকে অন্ধ।
২২।বিদেশাগত-- বিদেশ থেকে আগত ।
২৩।ঋণমুক্ত--ঋণ থেকে মুক্ত।
২৪।পদচ্যুত--পদ থেকে চ্যুত ।
২৫।পারিজাত--পারি থেকে জাত।
২৬।শতমুক্তাধিক--শতমুক্তা থেকে অধিক।
২৭।স্নাতকোত্তর--স্নাতক থেকে উত্তর ।
২৮।অশীতিপর--অশীতি থেকে পর।
২৯।আহারনীরত--আহার থেকে নীরত।
৩০।কর্মবিরতি--কর্ম থেকে বিরতি ।
৩১।ধর্মভ্রষ্ট--ধর্ম থেকে ভ্রষ্ট ।
৩২লোকলজ্জা--লোক থেকে লজ্জা ।
৩৩।মানবেতর--মানব থেকে ইতর।
৩৪।বিক্রয়লব্ধ--বিক্রয় থেকে লব্ধ ।
৩৫।রবীন্দ্রোত্তর--রবীন্দ্র থেকে উত্তর ।
৩৬।যুদ্ধোত্তর--যুদ্ধ থেকে উত্তর ।
৩৭।গাঁছাড়া--গাঁ থেকে ছাড়া ।
৩৮।দিকহারা--দিক হতে হারা।
৩৯।চৌরভয়--চোর থেকে ভয়।
৪০।কার্পাসজাত--কার্পাস থেকে জাত।
৪১।তদ্ভব--তৎ থেকে ভব/জাত।
৪২।আদ্যন্ত--আদি থেকে অন্ত ।
৪৩।মেঘমুক্ত--মেঘ থেকে মুক্ত।
৪৪।বৃন্তচ্যুত--বৃন্ত থেকে চ্যুত ।
৪৫।শ্বাসমুক্ত--শ্বাস থেকে মুক্ত ।
৪৬।বিপদাশঙ্কা--বিপদ থেকে আশঙ্কা ।
৪৭।আগাগোড়া--আগা থেকে গোড়া।
৪৮।এতদ্ভিন্ন--এতৎ থেকে ভিন্ন ।
৪৯।সৃষ্টিছাড়া--সৃষ্টি থেকে ছাড়া ।
৫০।লক্ষ্মীছাড়া--লক্ষ্মী থেকে ছাড়া ।
৫১।অগ্নিভয়--অগ্নি থেকে ভয়।
৫২।জেলফেরত--জেল থেকে ফেরত।
৫৩।দত্তজা--দত্ত (বংশ) থেকে জাত।
৫৪।বাস্তুহারা--বাস্তু থেকে হারা।
৫৫।ভদ্রেতর--ভদ্র থেকে ইতর।
৫৬।চাকভাঙা--চাক থেকে ভাঙা।
৫৭।বিশপঁচিশ--বিশ থেকে পঁচিশ।
৫৮।প্রাণপ্রিয়--প্রাণ থেকে প্রিয় ।
৫৯।দূরাগত--দূর থেকে আগত ।
৬০।আদ্যোপান্ত--আদ্য থেকে উপান্ত ।
৬১।শাপমুক্ত--শাপ থেকে মুক্ত।
৬২।মৃত্ত্যুত্তীর্ণ--মৃত্যু হতে উত্তীর্ণ ।
৬৩।রাজভয়--রাজা হতে ভয়।
৬৪।জন্মস্বাধীন--জন্ম হতে স্বাধীন।
৬৫।দেশছাড়া--দেশ হতে ছাড়া।
৬৬।
ছ)অধিকরণ তৎপুরুষ----
১।জলমগ্ন--জলে মগ্ন ।
২।রণদক্ষ--রণে দক্ষ ।
৩।গাছপাকা--গাছে পাকা ।
৪।গোলাভরা--গোলাতে ভরা।
৫।বাক্সবন্দি--বাক্সে বন্দী ।
৬।গৃহজাত--গৃহে জাত।
৭।ঝুড়িভর্তি--ঝুড়িতে ভর্তি ।
৮।ভূতপূর্ব--পূর্বে ভূত।
৯।সাহিত্যরসিক--সাহিত্যে রসিক ।
১০।রাতকানা--রাতে কানা ।
১১।বাটাভরা--বাটায় ভরা।
১২।কোণঠাসা--কোণে ঠাসা।
১৩।গলাধাক্কা--গলায় ধাক্কা ।
১৪।পূর্বশ্রুত --পূর্বে শ্রুত।
১৫।অকালবার্ধক্য--অকালে বার্ধক্য ।
১৬।মাথাব্যথা--মাথায় ব্যথা।
১৭।তালিকাভুক্ত--তালিকায় ভুক্ত।
১৮।বিশ্বভ্রমণ--বিশ্বে ভ্রমণ ।
১৯।অকালমূত্যু--অকালে মৃত্যু।
২০।কর্মবিরতি--কর্মে বিরতি।
২১।কর্মনিপুণ--কর্মে নিপুণ ।
২২।পাপাসক্ত--পাপে আসক্ত ।
২৩।বনজাত--বনে জাত।
২৪।লোকবিশ্রুত--লোকে বিশ্রুত ।
২৫।সত্যাগ্রহ--সত্যে আগ্রহ ।
২৬।সদ্যোজাত--সদ্যঃ জাত।
২৭।বনবাস--বনে বাস।
২৮।ভুবনবিখ্যাত--ভুবনে বিখ্যাত ।
২৯।দলবদ্ধ--দলে বদ্ধ।
৩০।বিদ্যানুরাগ--বিদ্যায় অনুরাগ ।
৩১।সাহিত্যপ্রীতি ---সাহিত্যে প্রীতি ।
৩২।স্বদেশানুরাগ--স্বদেশে অনুরাগ ।
৩৩।কণ্ঠলগ্ন--কন্ঠে লগ্ন ।
৩৪।সমরকুশল--সমরে কুশল।
৪৫।গৃহকর্মনিপুণা--গৃহকর্মে নিপুণা।
৪৬।শিল্পদক্ষ--শিল্পে দক্ষ ।
৪৭।কার্যদক্ষ--কার্যে দক্ষ ।
৪৮।জ্ঞানবৃদ্ধ--জ্ঞানে বৃদ্ধ ।
৪৯।বয়োবৃদ্ধ--বয়সে বৃদ্ধ ।
৫০।নরোত্তম--নরের মধ্যে উত্তম।
৫১।পুরুষোত্তম--পুরুষের মধ্যে উত্তম।
৫২।অকালপক্ক--অকালে পক্ক।
৫৩।তীর্থাগত--তীর্থে আগত ।
৫৪।অগ্রগণ্য--অগ্রে গণ্য।
৫৫।সভাসীন --সভায় আসীন ।
৫৬।ধূলিলুণ্ঠিতা ----ধূলিতে লুণ্ঠিতা।
৫৭।গঙ্গাস্নান--গঙ্গায় স্নান।
৫৮।রূপানুরাগ--রূপে অনুরাগ ।
৫৯।বচনবাগীশ---বচনে বাগীশ।
৬০।কর্মব্যস্ত--কর্মে ব্যস্ত ।
৬১।বক্ষলীন---বক্ষে লীন।
৬২।শীলবৃদ্ধ--শীলে বৃদ্ধ ।
৬৩।গৃহবাস--গৃহে বাস।
৬৪।সিংহাসনাসীন--সিংহাসনে আসীন ।
৬৫।প্রাতর্ভ্রমণ--প্রাতে ভ্রমণ ।
৬৬।শ্রমকুণ্ঠ--শ্রমে কুণ্ঠ।
৬৭।সংসারবিরাগী--সংসারে বিরাগী।
৬৮।স্বার্থপর--স্বার্থে পর।
৬৯।অন্তরস্থিত--অন্তরে স্থিত।
৭০।গ্রীষ্মকৃশ--গ্রীষ্মে কৃশ।
৭১।পদানত--পদে আনত।
৭২।বিদ্যোৎসাহী--বিদ্যায় উৎসাহী।
৭৩।ধ্যানলীন --ধ্যানে লীন।
৭৪।ছায়াসুপ্ত--ছায়ায় সুপ্ত।
৭৫।কবিশ্রেষ্ঠ--কবিদের মধ্যে শ্রেষ্ঠ ।
৭৬।কবীশ--কবিদের মধ্যে ঈশ।
৭৭।সরোবর--সরস্ এর মধ্যে বর।
অথবা সরের মধ্যে বর।
৭৮।বিশ্ববখাটে--বিশ্বের মধ্যে বখাটে ।
৭৯।কবিসম্রাট--কবিদের মধ্যে সম্রাট।
৮০।পুরুষশ্রেষ্ঠ--পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ ।
৮১।দৃষ্টপূর্ব--পূর্বে দৃষ্ট।
৮২।ক্রীড়াকুশল--ক্রীড়ায় কুশল।
৮৩।ওষ্ঠাগত--ওষ্ঠে আগত।
৮৪।জলমগ্ন --জলে মগ্ন ।
৮৫।তর্কপটু--তর্কে পটু।
৮৬।ক্ষমতাসীন--ক্ষমতায় আসীন।
৮৭।ক্ষমাসুন্দর ---- ক্ষমায় সুন্দর ।
৮৮।পাঠরত--পাঠে রত।
৮৯।ইংরেজিশিক্ষিত --ইংরেজিতে শিক্ষিত।
৯০।হাড়বজ্জাত-- হাড়ে বজ্জাত ।
৯১।ঘরপোড়া--ঘরে পোড়া।
৯২।কোলকুঁজো--কোলে কুঁজো ।
৯৩।বস্তাপচা--বস্তায় পচা।
৯৪।কাঁটাভরা--কাঁটায় ভরা।
৯৫।জ্ঞাতপূর্ব ---পূর্বে জ্ঞাত।
৯৬।দাঁতকপাটি---দাঁতে কপাটি।
৯৭।অরণ্যবাস--অরণ্যে বাস।
৯৮।সংখ্যালঘু--সংখ্যায় লঘু ।
৯৯।নরপ্রীতি---নরগণে প্রীতি।
১০০।লড়াইপটু---লড়াইয়ে পটু।
জ)সম্বন্ধ তৎপুরুষ---'
১।কালীপদ---কালীর পদ।
২।দেবীপদ--দেবীর পদ।
৩।পুকুরঘাট--পুকুরের ঘাট।
৪।কালীচরণ--কালীর চরণ।
৫।ষষ্ঠীচরণ---ষষ্ঠীর চরণ।
৬।ষষ্ঠীকান্ত--ষষ্ঠীর কান্ত ।
৭।দেশসেবক--দেশের সেবক।
৮।দুর্গতোরণ--দুর্গের তোরণ।
৯।সূর্যোদয়--সূর্যের উদয় ।
১০।ঠাকুরঝি--ঠাকুরের ঝি।
১১।ভাইঝি--ভাইয়ের ঝি।
১২।বোনঝি--বোনের ঝি।
১৩।ভাইপো--ভাইয়ের পো।
১৪।মামাবাড়ি---মামার বাড়ি ।
১৫।কুটুমবাড়ি--কুটুমের বাড়ি ।
১৬।জনসভা--জনতার সভা ।
১৭।ব্রাহ্মসমাজ--ব্রাহ্মদের সমাজ।
১৮।রাজসিংহাসন--রাজার সিংহাসন ।
১৯।পুষ্পগন্ধ--পুষ্পের গন্ধ ।
২০।কবিগুরু--কবিদের গুরু ।
২১।বাগদিপাড়া--বাগদিদের পাড়া ।
২২।মৌচাক--মৌ(মৌমাছি)এর চাক।
২৩।গঙ্গাতীর---গঙ্গার তীর।
২৪।গঙ্গামাটি--গঙ্গার মাটি।
২৫।দেশগৌরব--দেশের গৌরব।
২৬।দেশবন্ধু---দেশের বন্ধু ।
২৭।শ্বশুরবাড়ি ---শ্বশুরের বাড়ি ।
২৮।চা-বাগান--চায়ের বাগান ।
২৯।ফুলবাগান--ফুলের বাগান ।
৩০।বটতলা--বটের তলা।
৩১।শহরতলি--শহরের তলি।
৩২।চরণধ্বনি--চরণের ধ্বনি।
৩৩।নদীতট--নদীর তট।
৩৪।আঁখিতারা--আঁখির তারা।
৩৫।ভক্তহৃদয়--ভক্তের হৃদয় ।
৩৬।ভরততনয়---ভরতের তনয় ।
৩৭।গৃহদীপ---গৃহের দীপ।
৩৮।রাজ্যশাসন--রাজ্যের শাসন।
৩৯।গঙ্গাজল--গঙ্গার জল।
৪০।অর্থগৌরব--অর্থের গৌরব।
৪১।পাঠচক্র--পাঠের চক্র ।
৪২।কমলেশ--কমলের ঈশ।(সূর্য অর্থে)
৪৩।কলিঙ্গরাজ--কলিঙ্গের রাজা ।
৪৪।স্বক্ষেত্র--স্ব(নিজের) এর ক্ষেত্র ।
৪৫।গঙ্গাধর--গঙ্গার ধর।
৪৬।পৌরসভা--পৌরর সভা।
৪৭।বন্ধুদ্বয়--বন্ধুর দ্বয়।
৪৮।বিষজ্বালা--বিষের জ্বালা
৪৯।উদয়রবিরশ্মি--উদয়রবির রশ্মি ।
৫০।ঠাকুরবাড়ি--ঠাকুরের বাড়ি ।
৫১।মাধব---মা-এর(লক্ষ্মীর)ধব(স্বামী)।
৫২।ভ্রাতৃদ্বয়---ভ্রাতার দ্বয়।
৫৩।বিদ্বৎসভা--বিদ্বানের সভা ।
৫৪।মহিলামহল--মহিলাদের মহল
৫৫।পণ্ডিতমহল--পণ্ডিতদের মহল।
৫৬।গুণিসমাজ--গুণীদের সমাজ।
৫৭।বসন্তসখ--বসন্তের সখা।
৫৮।যুবসংঘ--যুবাদের সংঘ।
৫৯।স্বাধীন--স্ব(নিজের) এর অধীন।
৬০।মহৎপ্রাণ--মোহের প্লাণ।
৬১।বিদ্বৎসমাজ --বিদ্বানের সমাজ।
৬২।মাতৃভাষা--মায়ের /মাতার ভাষা।
৬৩।যুবসংঘ--যুবাদের সংঘ।
৬৪।সুধাকর--সুধার আকর।
৬৫।রাজধানী--রাজার ধানী।
৬৬।যশোলিপ্সা--যশের লিপ্সা।
৬৭।সুধাকর--সুধার আকর।
৬৮।জগজ্জন--জগতের জন।
৬৯।বিমাতৃনন্দন--বিমাতার নন্দন।
৭০।ঘনঘটা--ঘনের(মেঘ) ঘটা।
৭১।বিদ্যুদদীপ্তি--বিদ্যুতের দীপ্তি ।
৭২।রাজপথ--পথের রাজা।
৭৩।রাজহংস--হংসের রাজা।
৭৪।রাজমিস্ত্রি--মিস্ত্রিদের রাজা।
৭৫।রাজযক্ষ্মা--যক্ষ্মার রাজা।
৭৬।রাজরোগ--রোগের রাজা।
৭৭।রাজসর্প---সর্পের রাজা।
৭৮।রাজসর্ষপ--সর্ষপের রাজা।
৭৯।কালিদাস--কালীর দাস।
৮০।দেবিদাস---দেবীর দাস।
৮১।চণ্ডিদাস---চণ্ডীর দাস।
৮২।মৃগশিশু---মৃগীর শিশু।
৮৩।ছাগদুগ্ধ---ছাগীর দুগ্ধ ।
৮৪।হংসডিম্ব---হংসীর ডিম্ব।
৮৫।শার্দুলশাবক--শার্দুলীর শাবক।
৮৬।মেষশিশু--মেষীর শিশু।
৮৭।পক্ষিশাবক--পক্ষিনীর শাবক।
৮৮।হস্তিশাবক--হস্তিনীর শাবক।
৮৯।কবিকুল--কবিদের কুল।
৯০।মহাত্মগণ--মহাত্মাদের গণ।
৯১।রাজগণ--রাজাদের গণ।
৯২।শিশুগণ---শিশুদের গণ।
৯৩।দ্বিজশ্রেষ্ঠ--দ্বিজের শ্রেষ্ঠ ।
৯৪।গুণিগণ--গুণীদের গণ।
৯৫।মেঘালয়--মেঘের আলয়।
৯৬।মেঘমালা---মেঘের মালা।
৯৭।দেবতুল্য--দেবতার তুল্য ।
৯৮।যমসম---যমের সম।
৯৯।রত্নরাজি---রত্নের রাজি।
১০০।বীরাগ্রগণ্য--বীরদের অগ্রগণ্য ।
১০১।ধনিগণ--ধনীদের গণ।
১০২।পিতৃতুল্য---পিতার তুল্য ।
১০৩।অমৃতসমান--অমৃতের সমান।
১০৪।কবীশদল--কবীশদের দল।
১০৫।ত্বৎসদৃশ--তোমার সদৃশ।
১০৬।তৎতুল্য---তার তুল্য ।
১০৭।রাজকবি---কবিদের রাজা।
১০৮।নরপতি---নরের পতি।
১০৯।মেঘগর্জন--মেঘের গর্জন ।
১১০।চাঁদপানা ----চাঁদের পানা।
১১১।মেষশাবক---মৃগীর শাবক।
১১২।বীরপৃজা---বীরদের পূজা।
১১৩।মাঝপথ---পথের মাঝ।
১১৪।রাজমন্ত্রী ---রাজার মন্ত্রী ।
১১৫।রাজপুত্র---রাজার পুত্র ।
১১৬।বাঁদরনাচ--বাঁদরের নাচ।
১১৭।তালপাতা--তালের পাতা।
১১৮।পরীক্ষার্থী--পরীক্ষার অর্থী।
১১৯।গিরীশ---গিরির ঈশ।
১২০।শ্রীশ---শ্রীর ঈশ।
১২১।দিগন্ত---দিকের অন্ত ।
১২২।বিষজ্বালা--বিষের জ্বালা ।
১২৩।বামুনপাড়া--বামুনদের পাড়া ।
১২৪।রজনীশ---রজনীর ঈশ।
১২৫।বিশ্বামিত্র--বিশ্বের মিত্র ।
১২৬।সায়াহ্ন--অহের সায়।
১২৭।অপরাহ্ণ--অহের অপর।
১২৮।পূর্বকায়--কায়ার পূর্ব ।
১২৯।মাঝগাঙ--গাঙের মাঝ।
১৩০।উত্তরকায়---কায়ার উত্তর ।
১৩১।পূর্বপুরুষ---পুরুষের পূর্ব।
১৩২।উত্তরপুরুষ--পুরুষের উত্তর ।
১৩৩।পূর্বাহ্ণ--অহের পূর্ব।
১৩৪।মধ্যাহ্ন---অহের মধ্য।
১৩৫।মধ্যরাত্র---- রাত্রির মধ্য।
১৩৬।মাঝদরিয়া--দরিয়ার মাঝ।
১৩৭।প্রাহ্ণ--অহের প্র।
১৩৮।পূর্ররাত্র---রাত্রির পৃর্ব।
১৩৯।ত্বাদৃশ---তোমার সদৃশ।
১৪০।অঙ্গরাজ---অঙ্গদেশের রাজা।
ঝ)নঞ্ তৎপুরুষ---
১।অনটন----অটন নয়।/নয় অটন ।
২।না-বলা---বলা নয়। / নয় বলা।
৩।না-দেখা--নয় দেখা ।
৪।না-শোনা--নয় শোনা ।
৫।নারাজ--নয় রাজী।
৬।অনাসৃষ্টি ---নয় সৃষ্টি ।
৭।অনাবাদী--নয় বাদী।
৮।অচল-- নয় চল।
৯।আঘাটা--- নয় ঘাটা।
১০।আগাছা-- নয় আগাছা।
১১।অপয়া--- নয় পয়া।
১২।অকেজো-- নয় কেজো ।
১৩।অজানা-- নয় জানা।
১৪।অচেনা-- নয় চেনা।
১৫।অগোছালো-- নয় গোছালো/গোছানো
১৬।নিখরচা---নয় খরচা।
১৭।নিখোঁজ-- নয় খোঁজ ।
১৮।গরমিল-- নয় মিল।
১৯।বেগতিক-- নয় গতিক।
২০।বেকসুর----নয় সুর।
২১।বেবন্দোবস্ত--- নয় বন্দোবস্ত ।
২২।বেকায়দা--- নয় কায়দা।
২৩।বেমানান ---নয় মানান।
২৪।বেসামাল-- নয় সামাল।
২৫।অনুর্বর---নয় ঊর্বর ।
২৬।অনুদার----- নয় উদার ।
২৭।অনুচিত---নয় উচিত ।
২৮।অনভিপ্রেত---নয় অভিপ্রেত।
২৯।অভাব-- নয় ভাব।
৩০।বিদেশ-- নয় দেশ।
৩১।বিভূঁই---নয় ভূঁই।
৩২।অসাধ্য---নয় সাধ্য।
৩৩।অশুভ---নয় শুভ।
৩৪।অম্লান---নয় ম্লান।
৩৫।অস্থির---নয় স্থির ।
৩৬।অনীহা--- নয় ঈহা ।
৩৭।অগ্রাহ্য--- নয় গ্রাহ্য।
৩৮।অভয়----- নয় ভয়।
৩৯।অক্লান্ত---নয় ক্লান্ত ।
৪০।অধীর---নয় ধীর।
৪১।অস্নাত---নয় স্নাত।
৪২।অনভিজ্ঞ---নয় অভিজ্ঞ।
৪৩।অদৃষ্ট-- নয় দৃষ্ট।
৪৪।অশ্রুত---নয় শ্রুত ।
৪৫।অসুখ-- নয় সুখ।
৪৬।অজ্ঞাত-- নয় জ্ঞাত।
৪৭।অসাধু---নয় সাধু ।
৪৮।অশক্ত---নয় শক্ত।
৪৯।অচেতন---নয় চেতন।
৫০।অভুক্ত---নয় ভুক্ত।
৫১।অধর্ম---নয় ধর্ম ।
৫২।অহিত--- নয় হিত।
৫৩।অনশন ---নয় অশন।
৫৪।অনৈক্য---নয় ঐক্য ।
৫৫।আচান -- নয় চান।
৫৬।আবাচা--- নয় বাচা।
৫৭।আভাঙা---নয় ভাঙা ।
৫৮।বেরসিক---নয় রসিক ।
৫৯।বেঢপ---নয় ঢপ।
৬০।বিজোড়-- নয় জোড়।
৬১।অকাল--নয় কাল।
৬২।নেইমামা -- মামা নয়।
৬৩।বেতাল---তাল নয়।
৬৪।আছোলা-- নয় ছোলা।
৬৫।আধোয়া---নয় ধোয়া ।
৬৬।আফোটা---নয় ফোটা।
৬৭।আকাচা-- নয় কাচা।
৬৮।আখোলা---নয় খোলা।
৬৯।আলুনী---নয় লুনী।
৭০।আবাঁধা---নয় বাঁধা।
৭১।অনবদ্য--- নয় অবদ্য।
৭২।অনেক--- নয় এক।
৭৩।অমোঘ-- নয় মোঘ।
৭৪।অনিয়ম-- নয় নিয়ম ।
৭৫।অনৃত-- নয় ঋত।
৭৬।অনিবার্য-- নয় নিবার্য ।
৭৭।অনাবাদী-- নয় আবাদী।
৭৮।অনাহূত---নয় আহূত।
৭৯।অব্যক্ত---নয় ব্যক্ত।
৮০।অরতি-- নয় রতি।
৮১।অনলস---নয় অলস।
৮২।অননুমোদিত-- নয় অনুমোদিত ।
৮৩।অগণ্য-- নয় গণ্য।
৮৪।নক্ষত্র-- নয় ক্ষত্র।
৮৫।অননুভূত --নয় অনুভূত।
৮৬।অনবনত---নয় অবনত।
৮৭।অননুকূল---নয় অনুকূল।
৮৮।অনৃজু-- নয় ঋজু ।
৮৯।অব্রাহ্মণ---নয় ব্রাহ্মণ ।
৯০।অকুণ্ঠিত-- নয় কুণ্ঠিত ।
৯১।বেসামাল-- নয় সামাল।
৯২।অনাকাঙিক্ষত---নয় আকাঙ্ক্ষিত।
৯৩।অনীপ্সিতা-- নয় ঈপ্সিতা ।
৯৪।নাতিবৃহৎ---নয় অতি বৃহৎ ।
৯৫।নাতিতীক্ষ্ণ--নয় অতি তীক্ষ্ম ।
৯৬।নাতিদীর্ঘ-- নয় অতি দীর্ঘ ।
৯৭।নাতিশীতোষ্ণ-- নয় অতি শীতোষ্ণ।
৯৮।গরমঞ্জুর---নয় মঞ্জুর ।
৯৯।নির্ঝঞ্ঝাট---নয় ঝঞ্ঝাট ।
১০০।অনায়ত্ত-- নয় আয়ত্ত ।
ঞ)উপপদ তৎপুরুষ----
১।যাদুকর--- যাদু করে যে।
২।সর্বনাশা--সর্বনাশা করে যে।
৩।সত্যবাদী--- সত্য কথা বলে যে।
৪।মিথ্যাবাদী--মিথ্যা কথা বলে যে।
৫।মিষ্টভাষী--মিষ্ট ভাষা বলে যে।
৬।শ্রুতিধর--শ্রুতিতে ধারণ করে যে।
৭।পকেটমার--পকেট মারে যে।
৮।ভূচর--ভূ-তে চরে যে।
৯।ইন্দ্রজিৎ--ইন্দ্রকে জয় করেছেন যিনি ।
১০।ছেলেধরা--- ছেলে ধরে যে।
১১।ঘরভেদী--ঘর ভেদ করে যে।
১২।ধামাধরা---ধামা ধরে যে।
১৩।বিশ্বজিৎ--বিশ্বকে জয় করেছেন যিনি ।
১৪।মনোজিৎ--মনকে জয় করেছেন যিনি।
১৫।অগ্রজ--অগ্রে জন্মেছে যে।
১৬।অনুজ--অনুতে জন্মে যে।
১৭।সরোজ---সরোবরে জন্মে যা/যে।
১৮।বেদজ্ঞ--বেদ জানেন যিনি ।
১৯।শাস্ত্রজ্ঞ--শাস্ত্র জানেন যিনি ।
২০।ধর্মজ্ঞ--ধর্ম জানেন যিনি ।
২১পাদপ--পা দিয়ে পান করে যে।
২২।পঙ্কজ--পঙ্কে জন্মে যে/যা।
২৩।মধুপ--মধুপান করে যে।
২৪।জলচর--জলে চরে যে ।
২৫।গণিতজ্ঞ--গণিত জানেন যিনি
২৬।জলদ --জল দেয় যে। অথবা
জল দান করেন যিনি।
২৭।মানুষখেকো--মানুষ খায় যে।
২৮।ঋত্বিক--ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি।
২৯।সহচর--সঙ্গে চরে যে।
৩০।গৃহস্থ--গৃহে থাকে যে।
৩১।রসজ্ঞ--রস জানেন যিনি ।
৩২।ধীরগামী--ধীরে যায় যে।
৩৩।মৃদুভাষী--মৃদু ভাষে (কথা বলে)যে।
৩৪।বর্ণচোরা--বর্ণ চুরি করে যে।
৩৫।বরদ--বর দান করেন যিনি ।
৩৬।কুম্ভকার--কুম্ভ করে যে।
৩৭।সুখদ--সুখ দেয় যে।
৩৮।একান্নবর্তী--একান্নে বর্তন করে যে।
৩৯।শত্রুঘ্ন--শত্রুকে হনন করেছে যে।
৪০।চিত্রকর--চিত্র করে যে।
৪১।মাছধরা--মাছ ধরে যে।
৪২।পোঁধরা--পোঁ ধরে যে।
৪৩।সূত্রধর--সূত্র ধরে যে।
৪৪।অরিন্দম--অরিকে দমন করে যে।
৪৫।ভাতখেকো--ভাত খায় যে।
৪৬।হালুইকর--হালুই করে যে।
৪৭।খনিজ--খনিতে জন্মে যে।
৪৮।দ্বিজ--দ্বি(দুবার)জন্মে যে।
৪৯।কাঠঠোকরা--কাঠ ঠোকরায় যে।
৫০।সর্বহারা--সর্ব হারিয়েছে যে।
৫১।নিশাকর--নিশা করে যে।
৫২।নাড়িটেপা--নাড়ি টেপে যে।
৫৩।দিবাকর--দিবা করে যে।
৫৪।ছাপোষা--ছা পোষে যে।
৫৫।খেচর--খ-এ(আকাশে)চরে যে।
৫৬।মধুকর--মধু করে যে।
৫৭।বসুন্ধরা--বসু(ধন)ধারণ করে যে।
৫৮।দিশাহারা--দিশা হারায় যে।
৫৯।বিশেষজ্ঞ--বিশেষ ভাবে জানেন যিনি ।
৬০।অভ্রভেদী--অভ্র ভেদ করে যে।
৬১।বাস্তুহারা--বাস্তু হারিয়েছে যে।
৬২।কর্তাভজা--কর্তা ভজে যে।
৬৩।গঙ্গাধর--গঙ্গাকে ধারণ করে যে।
৬৪।পত্রচর--পত্রে পত্রে চরে যে।
৬৫।ত্রিপথগামী--ত্রি পথে গমন করে যে।
৬৬।লুচিভাজিয়ে--লুচি ভাজে যে।
৬৭।গুপ্তচর--গুপ্ত ভাবে চরে যে।
৬৮।সুখপ্রদ--সুখ প্রদান করে যে।
৬৯।ডানপিটে--ডাইনি পেটায় যে।
৭০।নভেলপড়া--নভেলপড়া পড়ে যে।
৭১।নীরদ--নীর দান করে যে।
৭২।জিতেন্দ্রিয়--ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি।
৭৩।নিশাকর--নিশায় কর দেয় যে।
৭৪।আত্মজ--আত্ম থেকে জন্মেছে যে।
৭৫।পারদর্শী--পরিদর্শন করে যে।
৭৬।লাগামছেঁড়া--লাগাম ছিঁড়েছে যে।
৭৭।অগ্রগামী--অগ্রে গমন করে যে।
৭৮।হাড়ভাঙা--হাড় ভাঙে যাতে।
৭৯।পাড়াবেড়ানি--পাড়া বেড়ায় যে।
৮০।আকাশছোঁয়া--আকাশ ছোঁয় যে।
৮১।ভাতরাঁধা--ভাত রাঁধে যে।
৮২।দিগ্বিজয়--দিক বিজয় করে যে।
৮৩।পাসকরা--পাস করে যে।
৮৪।দৈবজ্ঞ--দেবতা জানেন যিনি ।
৮৫।সত্যজিৎ--সত্যকে জয় করেছেন যিনি।
৮৬।মাছিমারা--মাছি মারে যে।
৮৭।ফেলকরা--ফেল করে যে।
৮৮।বাজিকর--বাজি করে যে।
৮৯।নিমেষহারা--নিমেষে হারায় যে।
৯০।ঘরজ্বালানী--ঘর জ্বালায় যে।
৯১।পথিকৃৎ--পথ দেখান যিনি ।
৯২।মৃত্যুঞ্জয়--মৃত্যুকে জয় করেছেন যিনি ।
৯৩।স্বর্ণগ--স্বর্ণ করে যে।
৯৪।মালাকার--মালা করে যে।
৯৫।প্রভাকর--প্রভা করে যে।
৯৬।শত্রুজিৎ--শত্রুকে জয় করেছেন যিনি।
৯৭।স্থলচর--স্থলে চরে যে।
৯৮।ভূঁইফোড়--ভূঁইকে ফোড়ে যে।
৯৯।রাজ্যপাল---রাজ্যকে পালন করেন যিনি ।
১০০।সব্যসাচী--সব্য (বাম-ডান দুহাত)সচন করেন যিনি ।
চ)অলুক তৎপুরুষ সমাস--
১।ঘিয়েভাজা-- ঘিয়ে ভাজা ।
২।তেলেভাজা--তেলে ভাজা ।
৩।পায়েপড়া---পায়ে পড়া ।
৪।সারাৎসার--সারাৎ সার।
৫।ঘরেপাতা--ঘরে পাতা।
৬।চায়ের পেয়ালা--চায়ের পেয়ালা।
৭।সোনারবাংলা--সোনার বাংলা ।
৮।পেটেরদায়---পেটের দায়।
৯।কলেছাঁটা--কলে ছাঁটা ।
১০।হাতেগরম--হাতে গরম।
১১।হাতেআঁকা--হাতে আঁকা ।
১২।বাপেখেদানো--বাপে খেদানো।
১৩।আলুরচপ--আলুর চপ।
১৪।আমেরআচার--আমের আচার ।
১৫।ঘোড়ারগাড়ি--ঘোড়ার গাড়ি ।
No comments