TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

তৎসম , অর্ধতৎসম, তদ্ভব, বিদেশী ও দেশি শব্দগুলো মনে রাখার সহজ পদ্ধতিঃ-

 তৎসম , অর্ধতৎসম, তদ্ভব, বিদেশী ও দেশি শব্দগুলো মনে রাখার সহজ পদ্ধতিঃ-

---------------------------------------------

★তৎসম শব্দ★

---------------------------------------------

"হস্ত" এ যদি থাকে "শক্তি"

"চন্দ্র" "সূর্য" "নক্ষত্র" করবে "ভক্তি"।

"ভবনের" "পত্র" "ধর্ম",

"লাভ" "ক্ষতি" "মনুষ্য" "পর্বত" এর "কর্ম"।

"সন্ধায়" করো না "ভোজন" "শয়ন" "গমন"।

---------------------------------------------

★ অর্ধতৎসম শব্দ ★

---------------------------------------------

"গিন্নী" "মাগগী" "জ্যোছনা" "কুৎসিত" "গতর" এ "বোষ্টম" এর বাড়ীতে "নেমন্তন" খেতে যান।

"পুরুত" ও "কেষ্ট" "খিদে" পেয়ে "আদা" খান।

---------------------------------------------

★তদ্ভব শব্দ ★

---------------------------------------------

"আখি" "আজ" করেছে "কাজ",

"মৌ" পরেছে "বিয়ে" র "সাজ"।

"বৌমা" এনেছে "মাছ" "ভাত"।

"মাথা" য় "হাত" ''কান" এ "দাত",

"চাঁদ" 'সই" করা "তদ্ভব" এর "কাজ"।

---------------------------------------------

★ পর্তুগিজ শব্দ ★

---------------------------------------------

"পর্তুগাল" এর "পাদ্রী" সাহেব "চাবি" দিয়ে "গীর্জা" খুলল,

তিনি ১ "বালতি" "আটা" "আনারস" "আলপিন" "পেঁপে" "পেঁয়ারা" "পাউরুটি" "আচার" "সাগু" ও "সালসা" "আলমারি" তে রেখে দিলো।

"বিন্তি" "সাবান" ও "তোয়ালে" নিয়ে "কামরা" য় ঢুকলো। সে ঝর্না ছাড়িয়া তার "কামিজ" এর "বোতাম'' ও "ফিতা" খুলিতে লাগলো। এমন সময় "আতা" "জানালা" য় "টোকা" মারিল।

"কেরানী" ও "আয়া" "বারান্দা" র। ''কেদারা" য় বসে ফালতু মস্করা করে একটি গান গাইলো:-

স্বামী আর "ইস্তিরি"

"পেরেক" মারে "মিস্ত্রি"।

---------------------------------------------

★ তুর্কি শব্দ ★

---------------------------------------------

"বিবি" "বেগম" "কোর্মা" খায়,

"বাবা" "বাহাদুর" দেশ চালায়।

"দারোগা" "বাবু" তাকিয়ে দেখে,

"গালিচা" য় "কুলি" র "লাশ"।

"চাকু" হাতে "বাবুর্চি" তাই দেখে হতবাক।

---------------------------------------------

★ দেশি শব্দ ★

-------------------------------------------

এক গঞ্জের কুড়ি ডাগড় টোপর মাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা কুলা ডাব ও ডিংগা নিয়ে টং এর মাচায় উঠল।

*** গঞ্জ , কুড়ি, ডাগড়, টোপর, চোঙ্গা,চুলা, কুলা, ডাব, ডিংগা,টং ,মাচা ইত্যাদি।


No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।