TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

থাইরয়েড সংক্রান্ত রোগসমূহঃ



থাইরয়েড সংক্রান্ত রোগসমূহঃ 

১. হাইপোথাইরয়েডিজম (Hypothyroidism) 

২. হাইপারথাইরয়েডিজম (Hyperthyroidism) 

৩. থাইরয়েডের সকল প্রকার ক্যান্সার সমূহ 

৪. থাইরয়েডের প্রদাহ সংক্রান্ত রোগ (Thyroiditis) 


রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে তেজস্ক্রিয় ঔষধের ব্যবহারের ব্যাপারে নিষেধাজ্ঞাঃ 

১. গর্ভবতী মহিলা 

২. বুকের দুধ দানকারিনী মা 

৩. কনট্রাষ্ট সিটি স্ক্যান (Contrast CT Scan) হওয়া ও লেভোথাইরক্সিন (levothyroxine) ঔষধ খাওয়া অবস্থায় রেডিও আয়োডিন দিয়ে চিকিৎসা করাতে দুইমাস অপেক্ষা করতে হবে। 


থাইরয়েড রোগ নির্ণয়ের পরীক্ষা সমূহঃ 

১. থাইরয়েড আপটেক (Uptake) পরীক্ষাঃ 

এই পরীক্ষার ন্যূনতম পরিমানে (৫-১০ মাইক্রোকিউরি) রেডিওআয়োডিন রোগীকে মুখে খাওয়ানো হয়। পরবর্তী ২ ঘন্টা ও ২৪ ঘন্টা পর আপটেক যন্ত্রের মাধ্যমে তেজস্ক্রিয়তার মাত্রা গণনা করা হয়। এই পরীক্ষার মাধ্যমে থাইরয়েড গ্রহ্নির কার্যক্ষমতা নির্নয় করা হয়। 


২. থাইরয়েড স্ক্যান (Scan): 

এই পরীক্ষায় ২ মিলিকিউরি টেকনিশিয়াম রোগীর শিরায় ইনজেকশনের মাধ্যমে দেয়া হয এবং ২০ মিনিট পর থাইরয়েড স্ক্যানের মাধ্যমে থাইরয়েডের আকার ও আয়তন, কার্যক্ষমতা, থাইরয়েড জন্মগত সমস্যা এবং অস্ত্রপচারের পর অবশিষ্ট থাইরয়েড টিস্যুর পরিমাণ নির্ণয় করা হয়। প্ল্যানার গামা ক্যামেরার সাহায্য রোগীর থাইরয়েডের ছবি নেয়া হয়। 


৩. আল্ট্রাসনোগ্রাম (Ultrasonogram) থাইরয়েডঃ 

এই পরীক্ষায় ৫-১০ মেগাহার্জ (MHz) প্রবের মাধ্যমে থাইরয়েড গ্রন্থির আকার ও আয়তন বোঝা যায় এবং গ্রহ্নির গঠনগত ত্রুটিগুলো নির্নয় করা হয়। 


৪. থাইরয়েডের হরমোন সমূহের পরীক্ষা: 

থাইরয়েডের হরমোনসমূহের মধ্যে T3, T4, TSH, FT3, FT4, Tg, TPO I AntiTgAb পরীক্ষাগুলো রক্তের মাধ্যমে দেখা হয়। 


থেরাপীর মাধ্যমে চিকিৎসা সেবাঃ 

১) হাইপারথাইরয়েডিসম (Primary Hyperthyroidism) রোগীর I-131 থেরাপীর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান এবং পরবর্তী জীবনব্যাপী এ রোগ সংক্রান্ত পর্যবেক্ষনের দায়িত্ব নেয়া হয়। 

২) থাইরয়েড ক্যান্সার (Thyroid Cancer): রোগীর I-131 থেরাপীর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান এবং পরবর্তী জীবনব্যাপী পর্যবেক্ষণ করা হয়। 

No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।