TjT
সাধু ও চলিত ভাষা সম্পর্কিত প্রশ্নাবলীঃ
ক)নীচের বাক্যগুলি সাধুভাষায় লেখোঃ
১)গাছে গাছে ফুল ফুটেছে,অাকাশে চাঁদ উঠেছে।
উত্তরঃবৃক্ষে বৃক্ষে পুষ্প ফুটিয়াছে,গগনে চন্দ্র উঠিয়াছে।
২)গৌরবী সাত-পাঁচ ভেবে কাপড়খানা কাচতে বসল।
উত্তরঃগৌরবী সাত-পাঁচ ভাবিয়া কাপড়খানা কাচিতে বসিল।
৩)থানায় গিয়ে খবরটা জানিয়ে এলাম।
উত্তরঃথানায় গিয়া সংবাদটা জানাইয়া অাসিলাম।
৪)সেইদিনই রমেনকে নিয়ে সে কলকাতায় রওনা হয়ে গেল।
উত্তরঃউক্ত দিবসেই রমেনকে লইয়া সে কলকাতায় রওনা হইয়া গেল।
৫)খবরটা শুনে নিদারুণ হতাশায় ভেঙে পড়ল শৈলেশ্বর।
উত্তরঃসংবাদটা শুনিয়া নিদারুণ হতাশায় ভাঙিয়া পড়িল শৈলেশ্বর।
৬)ওপারে গিয়েই মোটর গাড়িতে চড়ব বলে বসে অাছি।
উত্তরঃওইপারে গিয়াই মোটর গাড়িতে চড়িব বলিয়া বসিয়া অাছি।
৭)পদ্মায় ইলিশ মাছ ধরার মরসুম চলেছে।
উত্তরঃপদ্মায় ইলিশ মাছ ধরিবার মরসুম চলিতেছে।
৮)লিখব,পড়ব,যাব,করেছিল,খেয়েছে,নাচব,গাব,বেড়াব,চলতে,দেখেছিল,শুনেছিলাম,রাখব,করেছি
হচ্ছে,করছিলাম,যাবে।
উত্তরঃলিখিব,পড়িব,যাইব,করিয়াছিল,খাইয়াছে,
নাচিব,গাহিব/গাইব,বেড়াইব,চলিতে,দেখিয়াছিল,
শুনিয়াছিলাম,রাখিব,করিয়াছি,হইতেছে,করিয়াছি-লাম,যাইবে।
৯)বৃদ্ধ তাঁর চোখদুটি তুলে অামার দিকে চাইলেন।
উত্তরঃবৃদ্ধ তাঁহার চক্ষু দুইটি তুলিয়া অামার দিকে চাহিলেন।
১০)অনেকদিন কেটে গেছে বাপ্পা প্রায় বুড়ো হয়েছেন।
উত্তরঃদীর্ঘদিন কাটিয়া গিয়াছে বাপ্পা প্রায় বৃদ্ধ হইয়াছেন।
১১)অার কোনো অপ্রিয় কাজ করতে অামি তোমাকে বলছি না।
উত্তরঃঅার কোনো অপ্রিয় কাজ করিতে অামি তোমাকে বলিতেছি না।
১২)পার্থিব দ্রব্য মাত্রই মাটি ছুঁতে চায়।
উত্তরঃপার্থিব দ্রব্য মাত্রই ভূমি স্পর্শ করিতে চাহে।
১৩)বাবা ভাত খেতে বসেছেন।
উত্তরঃবাবা ভাত খাইতে বসিয়াছেন।
১৪)অাজ পর্যন্ত যারা এসেছে তাদের মন খুব ছোটো।
উত্তরঃঅদ্যাবধি যাহারা অাসিয়াছে তাহারা সংকীর্ণমনা।
১৫)পর্বতের চূড়া হতে বরফ গলে সাগরের দিকে চলল।
উত্তরঃপর্বতের শিখর হইতে বরফ গলিয়া সাগরাভিমুখে বহিয়া চলিল।
১৬)গাছের উপর হতে পাকা অামটি মাটিতে পড়ল।
উত্তরঃবৃক্ষোপরি পক্ব অাম্র ভূমিতে পতিত হইল।
১৭)দেখো শিল্প জিনিসটা কী,তা বুঝিয়ে বলা বড়ো শক্ত।শিল্প হচ্ছে শখ।যার সেই শখ ভিতর থেকে এল সেই পারে শিল্প সৃষ্টি করতে,ছবি অাঁকতে,
বাজনা বাজাতে,নাচতে,গাইতে ও নাটক লিখতে।
উত্তরঃদেখো,শিল্প জিনিসটা কী তাহা বুঝাইয়া বলা বড়ো শক্ত।শিল্প হইতেছে শখ।যাহার সেই শখ ভিতর হইতে অাসে সেই পারে শিল্প সৃষ্টি করিতে,
ছবি অাঁকিতে,বাজনা বাজাইতে,নাচিতে,গাইতে ও
নাটক লিখিতে।
১৮)রবিকাকা একদিন বললেন,অামাদের রাখীবন্ধন উৎসব করতে হবে।সবার হাতে রাখী পরাতে হবে।
উত্তরঃরবিকাকা একদিন বলিলেন,অামাদের রাখীবন্ধন উৎসব করিতে হইবে।সকলের হাতে রাখী পরাইতে হইবে।
১৯)মৃত্যুর অাগে সে বলে গেছিল,তার মৃতদেহকে
মাটির উপর দিয়ে টেনে নিয়ে যেতে হবে।সে দেহ যেখানে যেখানে মাটি স্পর্শ করেছে,সেখানে সেখানে প্রচুর শস্য ফলেছে।
উত্তরঃমৃত্যুর পূর্বে সে বলিয়া গিয়াছিল,তাহার মৃতদেহ মৃত্তিকার উপর দিয়া টানিয়া লইয়া যাইতে হইবে।সেই দেহ যেস্থানে যেস্থানে মৃত্তিকা স্পর্শ করিয়াছে সেইস্থানে সেইস্থানে প্রচুর শস্য ফলিয়াছে।
২০)কুরুক্ষেত্র যুদ্ধে পঁচিশ দিন পূর্বের কথা।যুধিষ্ঠির সকালবেলা তাঁর শিবিরে বসে অাছেন।সহদেব তাঁকে ফর্দ পাঠ করে শোনাচ্ছেন।
উত্তরঃকুরুক্ষেত্র যুদ্ধে পঞ্চবিংশতি দিবস পূর্বের কথা।যুধিষ্ঠির সকালবেলায় তাঁহার শিবিরে উপবিষ্ট অাছেন।সহদেব তাঁহাকে ফর্দ পাঠ করিয়া শুনাইতেছিলেন।
২১)দুদিকে পাহাড়ের দেয়াল বেয়ে জল পড়ছে।
উত্তরঃদুইদিকে পাহাড়ের দেওয়াল বাহিয়া জল পড়িতেছে।
২২)গৌরবী অার হারা গ্রাম ছেড়ে পালিয়ে গেল।
উত্তরঃগৌরবী অার হারা গ্রাম ছাড়াইয়া পলাইয়া গেল।
২৩)জলের ধার পর্যন্ত নেমে এসে রাত থমকে দাঁড়াল।
উত্তরঃজলের ধার পর্যন্ত নামিয়া অাসিয়া রাত থমকাইয়া দাঁড়াইল।
২৪)তারপর কলঘরের তেলে পিছল খেয়ে ভেঙে গেল অামার পায়ের হাড্ডি।
উত্তরঃতাহার পর কলঘরের তেলে পিছল খাইয়া
ভাঙিয়া গেল অামার পায়ের হাড়।
২৫)সমীরুদ্দি মিরকিন মুলুকে ফিরে গিয়ে দশ বছরে অাবার তিরিশ হাজার টাকা কামায়।
উত্তরঃসমীরুদ্দি মার্কিন মুলুকে ফিরিয়া গিয়া দশ বৎসরে অাবার ত্রিশ হাজার টাকা উপার্জন করে।
২৬)একদিন খুব ভোরবেলা ফজরের নামাজের ওজু করতে যাচ্ছি,এমন সয় তাজ্জব মেনে দেখি, বসে রয়েছে সমীরুদ্দি।
উত্তরঃএকদিন খুব ভোরবেলায় ফজরের নমাজের ওজু করিতে যাইতেছি,এমন সময়
তাজ্জব মানিয়া দেখি,বসিয়া রহিয়াছে সমীরুদ্দি।
২৭)বুঝিলাম কিছু একটা হয়েছে।তখনকার মতো তাকে অার কথা কওয়াবার চেষ্টা না করে ঠেলেঠুলে কোনো গতিকে তাকে নিয়ে গেলাম অামার কেবিনে।
উত্তরঃবুঝিলাম কিছু একটা হইয়াছে।তখনকার মতো তাহাকে অার কথা কওয়াইবার চেষ্টা না করিয়া ঠেলিয়া-ঠুলিয়া কোনো গতিকে তাহাকে লইয়া গেলাম অামার কেবিনে।
২৮)রমা তাকে ডেকে এনে বাঁধ পাহারা দেবার জন্যে পাঠিয়ে দিয়েছিল।
উত্তরঃরমা তাহাকে ডাকাইয়া অানিয়া বাঁধ পাহারা দিবার জন্য পাঠাইয়া দিয়াছিল।
২৯)বিবরণ শুনে সকলেই কন্টকিত হয়ে উঠলেন।
উত্তরঃবিবরণ শুনিয়া সকলেই কণ্টকিত হইয়া উঠিলেন।
৩০)সে অামাকে ঘরের একটা নির্দিষ্টস্থানে বসিয়ে
অামার চারদিকে খড়ি দিয়ে গণ্ডী কেটে দিত।
উত্তরঃসে অামাকে ঘরের একটি নির্দিষ্টস্থানে বসাইয়া অামার চারিদিকে খড়ি দিয়া গণ্ডী কাটিয়া দিত।
নির্দেশ অনুসারে সাধু অথবা চলিত রীতিতে পরিবর্তন করঃ
১)সন্ধ্যার কিছু পরেই মেয়েটি চোখ খুলেছিল।(সাধু ভাষায়)
উত্তরঃসন্ধ্যার কিছু পরেই মেয়েটি চোখ খুলিয়াছিল।
২)অামার কথাটি সে শুনল।(সাধু)
উত্তরঃঅামার কথাটি সে শুনিল।
৩)তিনি সভায় উপস্থিত হইলেন।(চলিত)
উত্তরঃতিনি সভায় উপস্থিত হলেন।
৪)তুমি কি ভাবছ?(সাধু)
উত্তরঃতুমি কি ভাবিতেছ?
৫)তিনি চলিয়া গেলেন।(চলিত)
উত্তরঃতিনি চলে গেলেন।
৬)সে বোকার মতো দাঁড়িয়েছিল।(সাধু)
উত্তরঃসে বোকার মতো দাঁড়াইয়াছিল।
৭)আমার ঘড়িটা চুরি হয়ে গেছে ।(সাধু)
উত্তরঃ আমার ঘড়িটা চুরি হইয়া গিয়াছে ।
৮)পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিল।(চলিত)
উত্তরঃ পরক্ষণে বাঁশি বাজিয়ে গাড়ি ছেড়ে দিল ।
৯)সারা বাড়িতে শোরগোল পড়ে যাওয়ায় সে পালাল।(সাধু)
উত্তরঃ সারা বাড়িতে চেঁচামেচি /সমস্ত গৃহে শোরগোল /পড়িয়া যাওয়ায় সে পলাইল।
১০)রামদাস চুপ করিয়া রহিল ।(চলিত)
উত্তরঃ রামদাস চুপ করে রইল ।
১১)কথায় কথায় আলোবাবুর কথা উঠে পড়ল ।(সাধু)
উত্তরঃ কথায় কথায় আলোবাবুর কথা উঠিয়া পড়িল।(সাধু)
১২)ছুটি উপলক্ষে অমর বাড়ি আসবার কথা জানিয়ে দিল।(সাধু)
উত্তরঃ ছুটি উপলক্ষে অমর বাড়ি আসিবার কথা জানাইয়া দিল।
No comments