TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

ব্যবস্থাপনা কলা না বিজ্ঞান / Is Management an Art or a Science

 

ব্যবস্থাপনা কলা না বিজ্ঞান

Is Management an Art or a Science



ব্যবস্থাপনা কলা না বিজ্ঞান – এ বিষয়ে প্রয়শই প্রশ্ন উত্থাপিত হতে দেখা যায়। এর পেছনে বড় করণ হলো শিপ্লবিপ্লবের  পূর্ব্কাল পর্য্ন্ত ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান ততটা গুরুত্ব লাভ করেনি। ফলে ব্যবস্থাপনা মূলত ব্যবস্থাপকের দক্ষতা, যোগ্যতা ইত্যাদি বিষয়ের ওপর নির্ভ্রশীল থেকেছে। কিন্তু বর্ত্’মানকালে এরূপ দক্ষতা ও যোগ্যতা অর্জ্ন অনেক ক্ষেত্রেই ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান অর্জনের ওপর নির্ভ্শীল । তাই ব্যবস্থাপনা বর্ত্.মানকালে জ্ঞানের পৃথক শাখা বিবেচিত হয়। যে কারণে অনেকেই একে কলার পাশাপাশি বিজ্ঞান বেলেও মনে করেন।

বলা হলো কোন নির্দিষ্ট ফল অর্জনের প্রয়োগিক দক্ষতা (Practical skillness) । এরূপ দক্ষতা ব্যক্তির চিন্তা-ভাবনা, ব্যক্তিগত বিচার –বিশ্লেষণ, ধ্যান-ধারণা ইত্যাদির সঙ্গে সম্পর্ক্’যুক্ত । কোনো কাজ সম্পাদনের পদ্ধতি বা কৌশলও কলা হিসেবে গণ্য। কোনো সুসংবদ্ধ জ্ঞানের প্রয়োগের বিষয়টিও কলার সঙ্গে সম্পর্কিত । অন্যদিকে বিজ্ঞান হলো সংগঠিত জ্ঞান (Organized Knowledge); যা পরীক্ষা ও পর্যবেক্ষণের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় এবং যা সর্র্জনীনভাবে প্রয়োগযোগ্য।

বিজ্ঞানের নিম্নোক্ত বৈশিষ্ট্যাবলি লক্ষণীয় :

১. বিজ্ঞান হলো সংগঠিত বা সুসংবদ্ধ জ্ঞান ;

২. এরূপ জ্ঞান বৈজ্ঞানিক পরীক্ষা – নিরীক্ষা ও বিচার -বিবেচনার মধ্য ‍পরীক্ষীত সত্য হিসেবে প্রতিষ্টিত; ও ৩. এ ধরনের জ্ঞান সর্র্বস্থায় সর্র্জনীনভাবে প্রয়োগযোগ্য।



উপরোক্ত আলোচনাগত বৈশিষ্ট্যর আরোকে বলা যায়, আবহামানকাল থেকে ব্যবস্থাপনা শুধুমাত্র কলা হিসাবে গণ্য হলেও বর্ত্‘মানকালে এ সংক্রান্ত সংঘবদ্ধ জ্ঞান বিজ্ঞানের রূপ পরিগ্রহ করতে চলেছে। য সার্বিকভাবে প্রয়োগ করলে ১০০ ভাগ ফলাফল সর্বক্ষেত্রে প্রত্যাশা করা না গেলেও উচ্চমাত্রায় ফল পাওয়া সম্ভব । তাই “It has been said that management is an art struggling to become a science.” অর্থা্ৎ বলা হয়ে থাকে যে ব্যবস্থাপনা একিটা কলা যা বিজ্ঞান হওয়ার চেষ্টায় রয়েছে।

 

No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।