TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

কবিতা : পাছে লোকে কিছু বলে / কামিনী রায়

 

পাছে লোকে কিছু বলে

কামিনী রায়


কবিতা : পাছে লোকে কিছু বলে / কামিনী রায়




করিতে পারিনা কাজ

সদা ভয় সদা লাজ

সংশয়ে সংকল্প সদাটলে

পছে লোকে কিছু বলে

আড়ালে আড়ালে থাকি

নীরবে আপনা ঢাকি ।

সম্মুখে চরন নাহি চলে ,

পাছে লোকে কিছু বলে।

হৃদয়ে বুদবুদ মতো

উঠে শুভ্র চিন্তা কত

মিশে যায় হৃদয়ের তলে

পাছে লোকে কিছু বলে।

কাঁদে প্রাণ যবে আঁখি

সযতনে শুষ্ক রাখি

নরমল নয়নের জলে

পছে লোকে কিছু বলে।

একটি স্নেহের কথা

প্রশমিতে পারে ব্যাথা

চলে যাই উপেক্ষার ছলে

পাছে লোকে কিছু বলে।

মহৎ উদ্দেশ্যে যবে

এক সাথে মিলে সবে

পারিনা মিলিতে সেই দলে

পাছে লোকে কিছু বলে।

বিধাতা দিয়েছে প্রাণ

থাকি সদ ম্রিয়মান

শক্তি মরে ভীতির কবলে

পাছে লোকে কিছু বলে।





No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।