কবিতা : সিঁদুর বেসাতি / জসীম উদদীন
সিঁদুর বেসাতি
জসীম উদদীন
বেনে।
ওলো সোনার বরনী !
তোমরা সিঁদুর নি নিবারে সজনি !
রাঙা তোমার ঠোঁটরে কন্যা, রাঙা তোমার গাল,
কপল খানি রাঙাও
নইলে লোকে পাড়ব গালরে-
তোমরা সিঁদুর নিবানি সজনি !
সাঁঝের কোলে মেঘরে, তাতে রঙের চূড়া,
সেই মেঘ ঘষিয়া সিঁদুর করছি গুঁড়া গুঁড়া।
এইনা সিঁদুর পরিয়া নামে আহাশেতে আড়া,
এই সিঁদুর বেসাতি করতে হইছি ঘরছাড়া।
কানা দ্যাওয়ায় জিলিক মারে কালা ম্যাঘায় ফাড়ি ,
তোমার জন্য আনাছি কন্যা মেঘ ডুমার শাড়ী।
শাড়ি খানি পর কন্যা সিঁদুর খানি পর,
আঙ্খের পলক দেইখা আমি যাই হাপন ঘর।
কন্যা।
থাক থাক বনিয়ারে নিরালে বসিয়া,
জননীরে আগে আমি আসি জিজ্ঞাসিয়া।
শোন শোন ওহে মা ধন ! শুনিয়া ল তোর কানে,
আমিত যাব মা ধন ! বনিয়ার
দোকানে।
এক ধামা দাও ধান, আমি কিনিব পুঁতির মালা,
আরও ধামা দাও ধান, আমি কিনিব হাতের বালা।
বিদেশি বনিয়ারে। বোঝা তোমার মাথে,
দেখাও দেখি কি কি জিনিস আছে তোমার সাথে।
বেনে
আমার কাছে সিঁদুর আছে ওইনা ভালের শোভা,
তোমার রাঙা ঠোঁটের মত দেখতে মনোলোভা।
কন্যা।
আমরাতো নাহি জানি সিন্দুর কেমনে পরে,
আমরা ত দেখি নাই সিন্দুর কাহারও ঘরে
বেনে।
সোনার বরন কন্যারে ! দীঘল মাথার ক্যাশ,
সিন্দুর পরাইতে পারি যাও যদি মোর দ্যাশ।
কন্যা
শোন শোন বনিয়ারে ! কই তোমারে আগে,
তেমার না সিন্দুর লইতে কত দাম লাগে ?
বেনে।
আমার না সিন্দুর লইতে লগে হাসি মুখ,
আমার না সিন্দুর লইতে লাগে খুশী বুক।
কন্যা
নিলাম নিলাম সিন্দুর নিলাম হাসি মুখে কিনি,
আরও কি ধন আছে তোমার আমরা নি তা চিনি !
বেনে।
আরও আছে হাতের শাঁখা, আছে গলার হার,
নাকের বেশর নথও আছে সোনায় বাঁধা তার।
কন্যা।
আমরা তো নাহি জানি শাঁখা বলে সে কারে,
দেখি নাই তো নথের শোভা সোনাবান্ধা তারে ।
বেনে।
সোনার বরন কন্যা তুমি সোনার হাত পাও,
শাঁখা যদি না পরিলে কিসের সুখ পাও !
সাত ভাই এর সাত বউ সাত নথ নাকে,
পূব দুয়ইরা বাড়ি মোদের উজার কইরা থাকে।
কন্যা
শোন শোন বনিয়ারে কই তোমারে আগে,
তোমার ওনা নথ ও শাঁখা কত দাম লাগে ?
বেনে।
আমার না শাঁখা লইতে লাগে হাসি মুখ,
আমার না নথা লইতে লগে খুশী বুক !
কন্যা
নিলাম নিলাম নথও নিলাম, নিলাম তোমার শাখা,
তোমার কথা বনিয়ারে হৃদয়ে রইল আঁকা।
ওই বিদেশী বনিয়া মোরে পাগল কইরা গেছে
আমার মন কাড়িয়া নেছে রে সজনি !
শাঁখা না কিনিতে আমি হাতে বান্ধলাম ডোর,
সিঁথির সিন্দুর কিনে চক্ষে দেখি ঘোর।
নথ না কিনিয়া আমি পথে করনু বাসা,
একেলা কাঁদিয়া ফিরি লয়ে তারি আশা।
No comments