TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

Windows কি


Windows কি




tjt79.blogspot.com


Windows একটি অপারেটিং সিষ্টেম । হার্ড্ওয়্যার ক্রয়ের পর প্রথমেই অপারেটিং সিষ্টেম ইনষ্টল করতে হয়। এপ্লিকেশন সফট্ওয়ারগুলোকে পরিচালনার জন্য কম্পিউটারে যে কোন ধরণের অপারেটিং সিষ্টেম প্রয়োজন হয়। বর্ত মান পৃথিবিতে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিষ্টেম Windows তৈরী করে মাইক্রোসফট কর্পোরেশন। এটির জনপ্রিয়তার কারণ হল এর সুন্দর প্রাফিকেল ইন্টারফেস এবং ব্যবহারকারীর সাথে বন্ধুভাবাপন্ন (User Friendly) । প্রথমে এটি MS-DOS- এর অধীনে ছিল। মাইক্রোসফট কর্পোরেশন ১৯৯৫ সালের ২৪ শে আগষ্ট Windows কে স্বয়ংসম্পূর্ণ্ অপারেটিং সিষ্টেম হিসেবে বাজারজাত করে। ১৯৯৮ সালে Windows 98 এবং ২০০০ সালে Windows 2000 চালু করা হয়। বর্ত্’মানে Windows- এর সর্বশেষ সংস্করন হচ্ছে Windows XP ।





No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।