সাধারণ জ্ঞান // বাংলাদেশ বিষয়াবলী
বাংলাদেশ বিষয়াবলী
০১. চলতি ২০১৯-২০ অর্থবছরে জিডিপির কী পরিমাণ লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল?
উত্তরঃ ২৮ লাখ ৮৫ হাজার ৮৭২ কোটি টাকা।
## জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা – ৮.২০ শতাংশ।
০২. দেশের সবচেয়ে বড় হাসপাতাল কোনটি?
উত্তরঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
## শয্যা সংখ্যা – ২ হাজার ৬০০টি।
## বর্তমান পরিচালক – ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
০৩. দেশের সবচেয়ে বড় আম বাজার কোনটি?
উত্তরঃ কানসাট, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
০৪. বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিউট (বারি) এর বর্তমান মহাপরিচালকের নাম কী?
উত্তরঃ মো. আবদুল ওহাব।
০৫. করোনাভাইরাসের ফলে আরোপিত লকডাউনের মধ্যেই কৃষকের উৎপাদিত পণ্য ঢাকায় পৌঁছাতে সরকারের চালু করা পরিষেবার নাম কী?
উত্তরঃ কৃষক বন্ধু ডাক সেবা।
## চালু করেছে – ডাক অধিদপ্তর।
০৬. মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ কে নির্মাণ করেন?
উত্তরঃ হুমায়ূন আহমেদ।
আন্তর্জাতিক বিষয়াবলী
০১. ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭৫ বছর পূর্তি উদযাপন করা হয় কবে?
উত্তরঃ ৮ মে, ২০২০.
০২. বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থার নাম কী?
উত্তরঃ এয়ার ভিজ্যুয়াল।
০৩. কারা হায়ারোগ্লিফিক লিপি (ছবির মতো দেখতে) উদ্ভাবন করেছিল?
উত্তরঃ প্রাচীন মিসরীয়রা।
০৪. যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ মাইক পেন্স।
০৫. সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সম্প্রতি কোন দেশ ‘স্পট’ নামের একটি রোবট মোতায়েন করেছে?
উত্তরঃ সিঙ্গাপুর।
বিজ্ঞান ও প্রযুক্তি
০১. Geopraphy শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তরঃ ইরাটসথেনিস।
০২. যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন তাকে কী বলা হয়?
উত্তরঃ নিয়মতান্ত্রিক রাজতন্ত্র।
০৩. পাতার কোন অংশে সালোকসংশ্লেষণ বেশি হয়?
উত্তরঃ প্যালিসেড প্যারেনকাইমা।
করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
০৯ মে, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ৪০, ৬৭, ০৮৮ জন (বাংলাদেশে আক্রান্ত – ১৩ হাজার ৭৭০ জন)।
মোট সুস্থ – ১৪, ১৫, ৩৩৩ জন (বাংলাদেশে সুস্থ – ২ হাজার ৪১৪ জন)।
মোট মৃত্যু – ২ লাখ ৭৮ হাজার ৪৪৫ জন (বাংলাদেশে মৃত্যু – ২১৪ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলে।
খেলাধুলা
০১. বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠনের নাম কী?
উত্তরঃ কোয়াব।
সেরা_উক্তি
“নিজের ওপর বিশ্বাস রাখার মানেই একজন মানুষ আত্মবিশ্বাসী। সে বিশ্বাস করে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তার আছে।”
– কেভিন ম্যাকোমাস, বেস্ট সেলিং লেখক ও সেলফ ডেভেলপমেন্ট কোচ।
No comments