সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী
০১. সম্প্রতি কোভিড-১৯ বিষয়ে আয়োজিত World Economic Forum (WEF) এর ভার্চুয়াল আঞ্চলিক সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয় দফা প্রস্তাব পেশ করেন?
উত্তরঃ পাঁচ দফা।
০২. করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশের সাথে প্রায় সব দেশের বিমান চলাচল কবে বন্ধ করা হয়?
উত্তরঃ ২১ মার্চ, ২০২০.
০৩. কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বর্তমান মহাপরিচালকের নাম কী?
উত্তরঃ মো. আবদুল মঈদ।
০৪. ‘তিন পয়সার জ্যোছনা’ বইটি কার লেখা?
উত্তরঃ সৈয়দ শামসুল হক।
০৫. বাংলাদেশে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করান কে?
উত্তরঃ সংসদের স্পিকার।
০৬. রাষ্ট্রপতি আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসবে কবে দায়িত্ব নেন?
উত্তরঃ ২৪ এপ্রিল, ২০১৮.
০৭. রাষ্ট্রায়ত্ত সংস্থা Trading Corporation of Bangladesh (TCB) কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
উত্তরঃ বাণিজ্য মন্ত্রণালয়।
আন্তর্জাতিক বিষয়াবলী
০১. জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থার নাম কী?
উত্তরঃ ইউনেস্কো।
০২. পৃথিবীর মোট জনসংখ্যার কত অংশ মানুষ দক্ষিণ এশিয়ায় বাস করে?
উত্তরঃ এক-পঞ্চমাংশ।
০৩. সিরিয়া যুদ্ধ নিয়ে সম্প্রতি প্রথমবারের মতো কোন দেশে যুদ্ধাপরাধীর বিচার শুরু হয়েছে?
উত্তরঃ জার্মানি।
০৪. World Economic Forum (WEF) এর বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ বোর্গে ব্রেন্ডে, নরওয়ে।
## সদর দপ্তর: কোলগনি, জেনেভা, সুইজারল্যান্ড।
০৫. ‘The Old Man Who Read Love Story’ – এই বিখ্যাত গ্রন্থটি কে লিখেছেন?
উত্তরঃ লুইস সেপুলবেদা, চিলি।
## চিলির এই কিংবদন্তি লেখক গত ১৬ এপ্রিল, ২০২০ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।
০৬. অস্ট্রেলিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ স্কট মরিসন।
বিজ্ঞান ও প্রযুক্তি
০১. আয়ুর্বেদ চিকিৎসার প্রাচীন গ্রন্থ ‘চড়ক সংহিতা’ কবে লেখা হয়েছিল?
উত্তরঃ ৩০০-৪০০ খ্রিস্টাব্দের মধ্যে।
## আয়ুর্বেদ চিকিৎসার অন্যতম সেরা গ্রন্থ – অষ্টাঙ্গহৃদয়।
০২. করোনাভাইরাস চিকিৎসার জন্য ব্রিটেনের তৈরি পরীক্ষামূলক টিকার নাম কী?
উত্তরঃ চ্যাডক্স-১.
#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
২৩ এপ্রিল, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ২৬, ৬৬, ৩৯০ জন (বাংলাদেশে আক্রান্ত – ৪ হাজার ১৮৬ জন)।
মোট মৃত্যু – ১ লাখ ৮৬ হাজার ১৫০ জন (বাংলাদেশে মৃত্যু – ১২৭ জন)।
মোট সুস্থ – ৭, ৩০, ৮৫৫ জন (বাংলাদেশে সুস্থ – ১০৮ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলে।
খেলাধুলা
০১. ছেলেদের টেনিস পরিচালনাকারী সংস্থার নাম কী?
উত্তরঃ Association of Tennis Professionals (ATP).
০২. মেয়েদের টেনিস পরিচালনাকারী সংস্থা Women's Tennis Association (WTA) এর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ বিলি জিন কিং, মার্কিন যুক্তরাষ্ট্র।
## প্রতিষ্ঠিত: জুন, ১৯৭৩.
০৩. ২০২১ সালে নারী ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ নিউজিল্যান্ড (বাছাইপর্ব অনুষ্ঠিত হবে – শ্রীলঙ্কা)।
## ২০২০ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ – অস্ট্রেলিয়া।
০৪. বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্তমান ওয়ানডে অধিনায়কের নাম কী?
উত্তরঃ রুমানা আহমেদ।
০৫. ২০২০ সালের নারী এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ বাংলাদেশ।
## বর্তমান চ্যাম্পিয়ন – বাংলাদেশ।
০৬. দেশের বাইরে বাংলাদেশ ফুটবল দল প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতে কবে?
উত্তরঃ ১৯৯৫ সালে, চার জাতি টুর্নামেন্ট, মিয়ানমার।
#সেরা_উক্তি
“হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপের মধ্য দিয়ে।”
– লাও ঝু (বিখ্যাত চীনা দার্শনিক)।
No comments