TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

মারা গেলেন করোনা আক্রান্ত নার্স

সন্তান জন্ম দিয়ে মারা গেলেন করোনা আক্রান্ত নার্স করোনাভাইরাস আক্রান্ত গর্ভবতী একজন নার্স সন্তান জন্ম দেওয়ার পর মারা গেছেন।সম্প্রতি ইংল্যান্ডের লুটন শহরের ডানস্টেবল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ম্যারি আগিএইওয়া আগিয়াপং নামের এই নারী মারা যান।সেবিকা হিসেবে এই হাসপাতালেই ৫ বছর কাজ করেছেন ২৮ বছর বয়সী ওই নার্স।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার ২ দিন পর ৭ এপ্রিল এই সেবিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসোলেশনে থাকা তার স্বামীরও করোনা ধরা পড়েছে।

হাসপাতালটির প্রধান নির্বাহী ডেভিড কার্টার বলেন, তিনি অসাধারণ ভালো সেবিকা ছিলেন এবং এই ট্রাস্টের মানের একজন দুর্দান্ত উদাহরণ। এই সময়ে ম্যারির পরিবার ও বন্ধুদের জন্য আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।
আগিয়াপংয়ের সাবেক এক সহকর্মী বলেন, একজন সেবিকা হিসেবে আগিয়াপং ন্যাশনাল হেলথ সার্ভিসকে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন।

No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।