TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

এ পারে মুখর হল কেকা ওই--রবীন্দ্র সঙ্গীত

এ পারে মুখর হল কেকা ওই
,     ও পারে নীরব কেন কুহু হায়।

এক কহে, 'আর-একটি একা কই,   শুভযোগে কবে হব দুঁহু হায়।'

          অধীর সমীর পুরবৈয়াঁ   নিবিড় বিরহব্যথা বইয়া

                        নিশ্বাস ফেলে মুহু মুহু হায়॥

আষাঢ় সজলঘন আঁধারে   ভাবে বসি দুরাশার ধেয়ানে--

'আমি কেন তিথিডোরে বাঁধা রে,   ফাগুনেরে মোর পাশে কে আনে

     ঋতুর দু ধারে থাকে দুজনে,   মেলে না যে কাকলি ও কূজনে,

              আকাশের প্রাণ করে হূহু হায়॥

No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।