TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

কবিতা--খোকার সাধ --কাজী নজরুল ইসলাম

খোকার সাধ 

কাজী নজরুল ইসলাম

আমি হব সকাল বেলার পাখি

সবার আগে কুসুম-বাগে উঠব আমি ডাকি।

সূয্যিমামা জাগার আগে উঠব আমি জেগে,

‘হয়নি সকাল, ঘুমো এখন’- মা বলবেন রেগে।

বলব আমি, ‘আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাক,

হয়নি সকাল- তাই বলে কি সকাল হবে না ক?

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?

তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে!’

ঊষা দিদির ওঠার আগে উঠব পাহাড়-চূড়ে,

দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে,

ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়,

বলব আমি ‘ভোর হল যে, সাগর ছুটে আয়!

ঝর্ণা মাসি বলবে হাসি’, ‘খোকন এলি নাকি?’

বলব আমি নই কো খোকন, ঘুম-জাগানো পাখি!’

ফুলের বনে ফুল ফোটাব, অন্ধকারে আলো,

সূয্যিমামা বলবে উঠে, ‘খোকন, ছিলে ভাল?’

বলব ‘মামা, কথা কওয়ার নাই ক সময় আর,

তোমার আলোর রথ চালিয়ে ভাঙ ঘুমের দ্বার।’

রবির আগে চলব আমি ঘুম-ভাঙা গান গেয়ে,

জাগবে সাগর, পাহাড় নদী, ঘুমের ছেলেমেয়ে!

No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।