TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

চল চল চল কাজী নজরুল ইসলাম---- রণসঙ্গীত

চল চল চল 

কাজী নজরুল ইসলাম 


চল-চল-চল!

ঊর্ধ্ব-গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণি-তল,

অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল।

চল-চল-চল!

উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত,

আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল।

নব নবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান,

আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল।

চল রে নৌ-জোয়ান, শোন রে পাতিয়া কান –

মৃত্যু-তোরণ-দুয়ারে-দুয়ারে জীবনের আহ্বান।

ভাঙরে ভাঙ আগল, চল রে চল রে চল।

চল-চল-চল॥

ঊর্ধ্বে আদেশ হানিছে বাজ –

শহিদি-ইদের সেনারা সাজ,

দিকে দিকে চলে কুচকাওয়াজ

খোল রে নিদ-মহল!

কবে সে খোয়ালি বাদশাহি

সেই সে অতীতে আজো চাহি

যাস মুসাফির গান গাহি

ফেলিস অশ্রুজল।

যাক রে তখ্‌ত-তাউস

জাগরে জাগ বেহুঁশ!

ডুবিল রে দেখ কত পারস্য

কত রোম গ্রিক রুশ,

জাগিল তারা সকল,

জেগে ওঠ হীনবল!

আমরা গড়িব নূতন করিয়া

ধুলায় তাজমহল!

চল-চল-চল॥

No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।