TjT
"সোনার তরী"
-রবীন্দ্রনাথ ঠাকুর
গগনে গরজে মেঘ ,ঘন বরষা ।
কুলে একা বসে আছি,নাহি ভরসা ।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হল সারা ,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা-
কাটিতে কাটিতে ধান এল বরষা॥
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে !
দেখে যেন মনে হয় চিনি উহারে ।
ভরা পালে চলে যায় ,
কোনো দিকে নাহি চায় ,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু ধারে-
দেখে যেন মনে হয় চিনি উহারে॥
ওগো তুমি কোথা যাও কোন বিদেশে ?
বারেক ভিরাও তরি কুলেতে এসে ।
যেও যেথা যেতে চাও ,
যারে খুশি তারে দাও-
শুধু তুমি নিয়ে যাও
ক্ষনিক হেসে
আমার সোনার ধান কুলেতে এসে॥
ঠাঁই নাই , ঠাঁই নাই-ছোট সে তরী
আমার সোনার ধানে গিয়াছে ভরি ।
শ্রাবণগগণ ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে ,
শুন্য নদীর তীরে
রহিনু পড়ি-
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী॥
No comments