TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

কবিতা : "সোনার তরী" -রবীন্দ্রনাথ ঠাকুর

"সোনার তরী"

-রবীন্দ্রনাথ ঠাকুর

গগনে গরজে মেঘ ,ঘন বরষা ।

কুলে একা বসে আছি,নাহি ভরসা ।

রাশি রাশি ভারা ভারা

ধান কাটা হল সারা ,

ভরা নদী ক্ষুরধারা

খরপরশা-

কাটিতে কাটিতে ধান এল বরষা॥

গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে !

দেখে যেন মনে হয় চিনি উহারে ।

ভরা পালে চলে যায় ,

কোনো দিকে নাহি চায় ,

ঢেউগুলি নিরুপায়

ভাঙে দু ধারে-

দেখে যেন মনে হয় চিনি উহারে॥

ওগো তুমি কোথা যাও কোন বিদেশে ?

বারেক ভিরাও তরি কুলেতে এসে ।

যেও যেথা যেতে চাও ,

যারে খুশি তারে দাও-

শুধু তুমি নিয়ে যাও

ক্ষনিক হেসে

আমার সোনার ধান কুলেতে এসে॥

ঠাঁই নাই , ঠাঁই নাই-ছোট সে তরী

আমার সোনার ধানে গিয়াছে ভরি ।

শ্রাবণগগণ ঘিরে

ঘন মেঘ ঘুরে ফিরে ,

শুন্য নদীর তীরে

রহিনু পড়ি-

যাহা ছিল নিয়ে গেল সোনার তরী॥


No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।