TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

সাহিত্য, সংস্কৃতি ও সম্মাননা, চলচ্চিত্র / সাধারন জ্ঞান

সাহিত্য, সংস্কৃতি ও সম্মাননা, চলচ্চিত্র

>>বাংলা সন চালু করেন?

সম্রাট আকবর,১৫৫৬ ইং সন ।

>>‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?

চাপাইনবাবগঞ্জ ।

>>‘চটকা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?

রংপুর অঞ্চলের ।

>>'ভাটিয়ালী’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?

ময়মনসিংহ ।

>>ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য গীত?

জারি ।

>>‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির গীতিকার?

আবদুল গফ্‌ফার চৌধুরী ।

>>‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির প্রথম সুরকার?

আবদুল লতিফ ।

>>‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির বর্তমান সুরকার?

আলতাফ মাহমুদ ।

>>‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার?

গোবিন্দ্র হাওলাদার ।

>>‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির সুরকার ও শিল্পী?

আপেল মাহমুদ ।

>>বাংলাদশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি অবস্থিত?

সোনারগাঁয়ে ।

>>বাংলাদেশের প্রথম যাদুঘর?

বরেন্দ্র যাদুঘর,রাজশাহী ১০ ডিসেম্বর,১৯১০ ।

>>ঢাকা যাদুঘর কখন প্রতিষ্ঠিত?

০৭ আগষ্ট,১৯১৩ সালে ।

>>ঢাকা যাদুঘর কবে জাতীয় যাদুঘরে রূপান্তরিত?

১৭ নভেম্বর,১৯৮৩ ।

>>মুক্তিযুদ্ধ যাদুঘর অবস্থিত?

ঢাকার সেগুন বাগিচায়,২২ মার্চ,১৯৯৬ ।

>>বিজ্ঞান যাদুঘরটি অবস্থিত?

ঢাকার আগারগাঁয়ে ।

>>‘দুর্ভিক্ষের উপর ম্যাডোনা ৪৩’ ছবিটি একেঁছেন?

শিল্পাচার্য জয়নুল আবেদীন ।

>>প্রখ্যাত ‘তিন কন্যা’ ছবিটি একেঁছেন?

কামরুল হাসান ।

>>বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীতজ্ঞ?

ওস্তাদ আয়াত আলী খান ।

>>বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী?

বুলবুল চৌধুরী ।

>>বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পল্লীগীতি শিল্পী?

আব্বাস উদ্দিন ও আব্দুল আলীম ।

>>বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যাদুকর?

জুয়েল আইচ ।

>>বাংলাদেশের সুর সম্রাট বলে?

ওস্তাদ আলাউদ্দিন খাঁ ।

>>বাংলা একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?

০৩ ডিসেম্বর, ১৯৫৫ ।

>>পূর্বে বাংলা একাডেমীর নামক?

বর্ধমান হাউজ ।

>>শিশু একাডেমী প্রতিষ্ঠিত হয়?

১৯৭৭ সাল ।

চলচ্চিত্র (Film)

>>উপমহাদেশের চলচ্চিত্রের জনক?

হীরালাল সেন ।

>>বাংলাদেশের চলচ্চিত্রের জনক?

আবদুল জব্বার খান ।

>>উপমহাদেশের প্রথম ও বাংলায় সবাক চলচ্চিত্র?

জামাই ষষ্ঠী,১৯৩১ সালে ।

>>উপহমাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম?

আলী বাবা ও চল্লিশ চোর ।

>>বাংলাদেশের প্রথম চলচ্চিত্র?

মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬ ।

>>মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক?

আবদুল জব্বার খান ।

>>অস্কার পুরস্কার প্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র?

পথের পাঁচালী, ১৯৯১ সাল ।

>>পথের পাঁচালী চলচ্চিত্রটির পরিচালক?

সত্যজিৎ রায় ।

>>পথের পাঁচালী চলচ্চিত্রটির প্রথম প্রদর্শিত হয়?

১৯৫৫ সালে ।

>>সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি?

পথের পাঁচালী ।

>>সত্যজিৎ রায় অস্কার পুরষ্কার পান?

পথের পাঁচালী চলচ্চিত্রের জন্য।

>>জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র?

কখনো আসেনি ।

>>জীবন থেকে নেয়া চলচ্চিত্রের নির্মাতা?

জহির রায়হান ।

>>বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক / চলচ্চিত্রকার?

জহির রায়হান ।

>>কাঁচের দেয়াল বিখ্যাত চলচ্চিত্র?

জহির রায়হানের ।

>>Stop Genocide প্রামাণ্য চলচ্চিত্রের পরিচালক?

জহির রায়হান ।

>>‘চিত্রা নদীর পাড়ে’ ও ‘লালসালু’ চলচ্চিত্রের নির্মাতা?

তানভীর মোকাম্মেল ।

>>‘মুক্তির গান’, ‘অগ্রযাত্রা’ ও ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা?

তারেক মাসুদ ।

>>স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’ ও ‘আগামী’ এর নির্মাতা কে?

মোরশেদুল ইসলাম ।

>>‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রটির নির্মাতা কে?

গৌতম ঘোষ ।

>>বাংলা সিনেমার কোন অভিনেত্রী ‘ডক্টরেট’ ডিগ্রী লাভ করেছেন?

ববিতা ।

>>বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী কে?

পূর্নিমা সেনগুপ্তা ।

>>বাংলা সিনেমার প্রথম মুসলিম অভিনেত্রী কে?

বনানী চৌধুরী ।

>>এফডিসি /BFDC কবে প্রতিষ্ঠিত হয়?

১৯৫৮ সালে ।

>>এফডিসিতে নির্মিত প্রথম ছবি কোনটি?

আছিয়া ।

>>এফডিসির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি?

আকাশ ও মাটি ।

>>বাংলাদেশের কোন চলচিত্রটি প্রথম কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়?

মাটির ময়না ।

>> সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রের পরিচালক – শেখ নেয়ামত আলী

‘Let there be light’ চলচ্চিত্রের পরিচালক - - জহির রায়হান।

‘সব কটা জানালা খুলে দাও না’ গানটির গীতিকার - - নজরুল ইসলাম বাবু।

বাংলাপিডিয়া’ প্রকাশ করে - - এশিয়াটিক সোসাইটি।

‘আমার ভাইয়ের রক্ত রাঙ্গানো’ গানটির সুরকার - - আলতাফ মাহমুদ।

‘গম্ভীরা’ লোকসঙ্গীত - - রাজশাহী অঞ্চলের।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ এর পরিচালক - - চাষী নজরুল ইসলাম।

‘সূর্যদীঘল বাড়ি’ চলচ্চিত্রের পরিচালক - - মসিউদ্দিন ও শেখ নিয়ামত শাকের।

বিখ্যাত মনিপুরী নাচ হচ্ছে - - সিলেট অঞ্চলের।

ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নাচ হচ্ছে - - জারি।

সুর সম্রাট নামে খ্যাত - - ওস্তাদ আলাউদ্দিন খাঁ।

বাংলাদেশে চলচ্চিত্রের জনক - - আব্দুল জব্বার।

আন্তার্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশী চিত্রশিল্পী – জয়নুল আবেদিন।

বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট - - রফিকুন্নবী (রণবী)।

আন্তার্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতজ্ঞ - - ওস্তাদ আয়েত আলী খাঁ।

‘বল নৃত্য’ বাংলাদেশের - - যশোর অঞ্চলের।

প্রথম মুসলমান চলচ্চিত্রকার - - কাজী নজরুল ইসলাম।

বাংলাদেশের শ্রেষ্ঠ লালনগীতি শিল্পী - - ফরিদা পারভীন।

বাংলাদেশের শ্রেষ্ঠ ভাওয়াইয়া শিল্পী - - ফেরদৌস রহমান।

ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় - - ১৮০০ সালে।

ভারতীয় উপমহাদেশের নোবেল পুরস্কার জয়ী সাহিত্যিক - - রবীন্দ্রনাথ ঠাকুর।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’ এর পরিচালক - - মোরশেদুল ইসলাম।

‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রের পরিচালক - - গৌতম ঘোষ।


No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।