TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

স্থাপত্য, ভাস্কর্য ম্যুরাল / সাধারন জ্ঞান

স্থাপত্য, ভাস্কর্য 

ম্যুরাল

১. স্থাপত্য কর্মঃ দোয়েল চত্বর । 

স্থপতিঃ আজিজুল হক পাশা। 

অবস্থানঃ কার্জন হল, ঢা. বি.।

২. স্থাপত্য কর্মঃ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ । 

স্থপতিঃ মোস্তফা হারুন কুদ্দুস হিলি। 

অবস্থানঃ মিরপুর, ঢাকা।

৩. স্থাপত্য কর্মঃ কেন্দীয় শহীদ মিনার । 

স্থপতিঃ হামিদুর রহমান। 

অবস্থানঃ ঢাকা মেডিক্যাল কলেজ।

৪. স্থাপত্য কর্মঃ স্বোপার্জিত স্বাধীনতা । 

স্থপতিঃ শামীম শিকদার । 

অবস্থানঃ টি এস সি, ঢা. বি.।

৫. স্থাপত্য কর্মঃ মিশুক । 

স্থপতিঃ হামিদুজ্জামান খান। 

অবস্থানঃ শাহবাগ, ঢাকা।

৬. স্থাপত্য কর্মঃ সংশপ্তক। 

স্থপতিঃ হামিদুজ্জামান খান। 

অবস্থানঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ।

৭. স্থাপত্য কর্মঃ জাগ্রত চৌরঙ্গী । 

স্থপতিঃ আব্দুর রাজ্জাক। 

অবস্থানঃ গাজীপুর চৌরাস্তা।

৮. স্থাপত্য কর্মঃ স্বাধীনতার সংগ্রাম । 

স্থপতিঃ শামীম শিকদার। 

অবস্থানঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ।

৯. স্থাপত্য কর্মঃ সংগ্রাম । 

স্থপতিঃজয়নুল আবেদিন । 

অবস্থানঃ সোনারগাঁও।

১০. স্থাপত্য কর্মঃ মুক্ত বাংলা । 

স্থপতিঃ রশিদ আহমেদ 

অবস্থানঃ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ।

১১. স্থাপত্য কর্মঃঅমর একুশে । 

স্থপতিঃ জাহানারা পারভীন । 

অবস্থানঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ।

১২. স্থাপত্য কর্মঃ সার্ক ফোয়ারা । 

স্থপতিঃ নিতুন কুন্ডু। 

অবস্থানঃ পান্থ পথ, ঢাকা।

১৩. স্থাপত্য কর্মঃ বিজয় স্বরণী ফোয়ারা। 

স্থপতিঃ আব্দুর রাজ্জাক । 

অবস্থানঃ তেজগাঁও, ঢাকা।

১৪. স্থাপত্য কর্মঃ >দুরন্ত । 

স্থপতিঃ সুলতানুর ইসলাম। 

অবস্থানঃ >শিশু একাডেমি, ঢাকা।

১৫. স্থাপত্য কর্মঃ রাজারবাগ স্মৃতিসৌধ । 

স্থপতিঃমোস্তফা হারুন কুদ্দুস হিলি । 

অবস্থানঃ রাজারবাগ, ঢাকা।

১৬. স্থাপত্য কর্মঃ বলাকা । 

স্থপতিঃমৃণাল হক । 

অবস্থানঃ মতিঝিল, ঢাকা।

১৭. স্থাপত্য কর্মঃ স্মৃতির মিনার। 

স্থপতিঃ হামিদুজ্জামান খান । 

অবস্থানঃ জাতীয় বিশ্ববিদ্যালয় ।

১৮. স্থাপত্য কর্মঃ স্বাধীনতা স্তম্ভ। 

স্থপতিঃ মেরিনা তাবাস্সুম ও কাশেফ মাহবুব চৌধুরী। 

অবস্থানঃ সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।

১৯. স্থাপত্য কর্মঃ বঙ্গবন্ধু মনুমেন্ট। 

স্থপতিঃ সিরাজুল ইসলাম। 

অবস্থানঃ গুলিস্তান, ঢাকা।

২০. স্থাপত্য কর্মঃ স্মৃতি অম্লান। 

স্থপতিঃ রাজিউদ্দিন আহমেদ । 

অবস্থানঃ রাজশাহী শহর।

২১. স্থাপত্য কর্মঃ শাপলা । 

স্থপতিঃ আজিজুল হক পাশা । 

অবস্থানঃ মতিঝিল, ঢাকা।

২২. স্থাপত্য কর্মঃ সাবাস বাংলাদেশ। 

স্থপতিঃ নিতুন কুন্ডু। 

অবস্থানঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় ।



No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।