TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

অনুপ্রেরনা

অনুপ্রেরনা
-------------
একজন চা ওয়ালা যদি দেশের প্রধান মন্ত্রি হতে পারে৷(নরেন্দ্র মোদি) হাইস্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ পড়া ছেলেটা যদি পৃথিবির সেরা বাস্কেটবল প্লেয়ার হতে পারে৷(মাইকেল জর্ডান) একটি ছেলে,যার গার্লফ্রেন্ড তাকে ব্রেকাপ করে এবং তাকে সমস্ত Social সাইড থেকে ব্লোক করে দেয়৷ পরবর্তিতে সে যদি পৃথিবীর সবচেয়ে বড় Social নেটওয়ার্ক Facebook তৈরি করতে পারে৷ (মার্ক জুকারবার্গ) এক ব্যাক্তি যার পুরো বডি অচল৷ চলাফেরা তো দুরের কথা যে হাত- পা নাড়াতে ও পারে না৷ সে যদি পৃথিবীর সেরা বিজ্ঞানী হতে পারে৷ (স্টিফেন হকিং) এক ব্যক্তি যে সফল হওয়ার জন্য ৯৯৯ বার ফেল করে ১০০০ বারে বৈদ্যুতিক বাল্প আবিস্কার করতে পারে৷(থমাস আলভা এডিসন) তাহলে আমরা কেন পারব না---? মানুষ নিজেই তার সফলতার নির্মাতা । আর এই সফলতার জন্য সে যে কাজে নিয়জিত আছে সে কাজেই পরিশ্রম করে সফলতা খুজে বের করতে হবে।
ব্যার্থতা আসতেই পারে কিন্তু সে
জন্য থামা যাবে না।
" একটা কথা মনে রাখা দরকার আমরা
হয়ত একটা রাস্তা খুজে নিবো, নয়তো
বানিয়ে নিবে"

No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।