অনুপ্রেরনা
অনুপ্রেরনা
-------------
একজন চা ওয়ালা যদি দেশের প্রধান মন্ত্রি হতে পারে৷(নরেন্দ্র মোদি) হাইস্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ পড়া ছেলেটা যদি পৃথিবির সেরা বাস্কেটবল প্লেয়ার হতে পারে৷(মাইকেল জর্ডান) একটি ছেলে,যার গার্লফ্রেন্ড তাকে ব্রেকাপ করে এবং তাকে সমস্ত Social সাইড থেকে ব্লোক করে দেয়৷ পরবর্তিতে সে যদি পৃথিবীর সবচেয়ে বড় Social নেটওয়ার্ক Facebook তৈরি করতে পারে৷ (মার্ক জুকারবার্গ) এক ব্যাক্তি যার পুরো বডি অচল৷ চলাফেরা তো দুরের কথা যে হাত- পা নাড়াতে ও পারে না৷ সে যদি পৃথিবীর সেরা বিজ্ঞানী হতে পারে৷ (স্টিফেন হকিং) এক ব্যক্তি যে সফল হওয়ার জন্য ৯৯৯ বার ফেল করে ১০০০ বারে বৈদ্যুতিক বাল্প আবিস্কার করতে পারে৷(থমাস আলভা এডিসন) তাহলে আমরা কেন পারব না---? মানুষ নিজেই তার সফলতার নির্মাতা । আর এই সফলতার জন্য সে যে কাজে নিয়জিত আছে সে কাজেই পরিশ্রম করে সফলতা খুজে বের করতে হবে।
ব্যার্থতা আসতেই পারে কিন্তু সে
জন্য থামা যাবে না।
" একটা কথা মনে রাখা দরকার আমরা
হয়ত একটা রাস্তা খুজে নিবো, নয়তো
বানিয়ে নিবে"
-------------
একজন চা ওয়ালা যদি দেশের প্রধান মন্ত্রি হতে পারে৷(নরেন্দ্র মোদি) হাইস্কুলের বাস্কেটবল টিম থেকে বাদ পড়া ছেলেটা যদি পৃথিবির সেরা বাস্কেটবল প্লেয়ার হতে পারে৷(মাইকেল জর্ডান) একটি ছেলে,যার গার্লফ্রেন্ড তাকে ব্রেকাপ করে এবং তাকে সমস্ত Social সাইড থেকে ব্লোক করে দেয়৷ পরবর্তিতে সে যদি পৃথিবীর সবচেয়ে বড় Social নেটওয়ার্ক Facebook তৈরি করতে পারে৷ (মার্ক জুকারবার্গ) এক ব্যাক্তি যার পুরো বডি অচল৷ চলাফেরা তো দুরের কথা যে হাত- পা নাড়াতে ও পারে না৷ সে যদি পৃথিবীর সেরা বিজ্ঞানী হতে পারে৷ (স্টিফেন হকিং) এক ব্যক্তি যে সফল হওয়ার জন্য ৯৯৯ বার ফেল করে ১০০০ বারে বৈদ্যুতিক বাল্প আবিস্কার করতে পারে৷(থমাস আলভা এডিসন) তাহলে আমরা কেন পারব না---? মানুষ নিজেই তার সফলতার নির্মাতা । আর এই সফলতার জন্য সে যে কাজে নিয়জিত আছে সে কাজেই পরিশ্রম করে সফলতা খুজে বের করতে হবে।
ব্যার্থতা আসতেই পারে কিন্তু সে
জন্য থামা যাবে না।
" একটা কথা মনে রাখা দরকার আমরা
হয়ত একটা রাস্তা খুজে নিবো, নয়তো
বানিয়ে নিবে"
No comments