TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমার তালিকা




মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমার তালিকা

১। অরুণোদয়ের অগ্নিসাক্ষী : সুভাষ দত্ত; (১৯৭৪)

২। ওরা ১১ জন : চাষী নজরুল ইসলাম; (১৯৭২)

৩। আবার তোরা মানুষ হ : খান আতাউর রহমান (ফারুক,ববিতা)

৪। রক্তাক্ত বাংলা (কবরী,বিশ্বজিৎ)

৫। বাঘা বাঙ্গালি : আনন্দ

৬। একাত্তরের যীশু : নাসিরুদ্দিন ইউসুফ; (১৯৯৫);(শাহরিয়ার কবিরের উপন্যাস থেকে)

৭। ধীরে বহে মেঘনা : আলমগীর কবীর; (১৯৭৩)

৮। আগুনের পরশমনি : হুমায়ুন আহমেদ; (১৯৯৫)

৯। শ্যামল ছায়া : হুমায়ুন আহমেদ; (২০০৬)

১০। মুক্তির গান : তারেক মাসুদ

১১। মুক্তির কথা : তারেক মাসুদ

১২। জয়যাত্রা : তৌকির আহমেদ

১৩। মাটির ময়না : তারেক মাসুদ; (২০০২)

১৪। সেই রাতের কথা বলতে এসেছি : কাওসার আহমেদ চৌধুরী; (২০০৪)

১৫। Stop Genocide : জহির রায়হান; (১৯৭১)

১৬। Let There Be Light : জহির রায়হান; (১৯৭১)

১৭। জীবন থেকে নেয়া : জহির রায়হান

১৮। সংগ্রাম : চাষী নজরুল ইসলাম; (খালেদ মোশাররফের ডায়েরি অবলম্বনে)

১৯। আলোর মিছিল

২০। কলমীলতা (সোহেল রানা,কাজরী)

২১। হাঙ্গর নদী গ্রেনেড : চাষী নজরুল ইসলাম; (১৯৯৭);(সেলিনা হোসেন এর উপন্যাস থেকে)

২২। শিলালিপি(শর্ট ফিল্ম) : শামীম আখতার; (শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের জীবনী অবলম্বনে)

২৩। হৃদয়ে আমার দেশ (বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক)

২৪। Nine Months to Freedom: The Story of Bangladesh; ডকুমেন্টারি : এস সুখদেব

২৫। War crimes file : বিবিসি ডকুমেন্টারি (৩ কুখ্যাত ব্রিটেন প্রবাসী রাজাকারের উপর) : গীতা সায়গল ও ডেভিড বার্গম্যান

২৬। Liberation Fighters : ডকুমেন্টারি; আলমগীর কবির; (১৯৭১)

২৭। Innocent Millions : ডকুমেন্টারি; বাবুল চৌধুরী; (১৯৭১)

২৮। আগামী : মোরশেদুল ইসলাম; (১৯৮৪)

২৯। শরৎ ১৯৭১ : শর্ট ফিল্ম; মোরশেদুল ইসলাম (২০০০); (শিশু একাডেমী)

৩০। নদীর নাম মধুমতি : তানভীর মোকাম্মেল; (১৯৯০)

৩১। নিঃসঙ্গ সারথী : তানভীর মোকাম্মেল (২০০৭); (মরহুম তাজউদ্দীন আহমদের জীবনীভিত্তিক)

৩২। সূচনা : মোরশেদুল ইসলাম

৩৩। খেলাঘর : মোরশেদুল ইসলাম

৩৪। A State is Born : ডকুমেন্টারি; (১৯৭১)

৩৫। স্বাধীনতা : ইয়াসমিন কবির

৩৬। জয়বাংলা : (জাপান সরকারের সহায়তায় নির্মিত)

৩৭। হুলিয়া : তানভীর মোকাম্মেল; (নির্মলেন্দু গুণের 'হুলিয়া' কবিতা অবলম্বনে শর্টফিল্ম)

৩৮। ইতিহাসকন্যা : শামীম আখতার; (একজন যুদ্ধশিশুর জীবন নিয়ে)

৩৯। মেঘের অনেক রঙ : হারুনুর রশীদ; (মাথিন); (১৯৭৯)

৪০। আমরা তোমাদের ভুলবো না : হারুনূর রশীদ; (শিশু একাডেমী)

৪১। দুর্জয় : জাঁনেসার ওসমান; (শিশু একাডেমী)

৪২। বাংলা মায়ের দামাল ছেলে : রফিকুল বারী চৌধুরী; (শিশু একাডেমী)

৪৩। শোভনের একাত্তর : দেবাশীষ সরকার; (শিশু একাডেমী)

৪৪। একাত্তরের রঙপেন্সিল : মান্নান হীরা; (শিশু একাডেমী)

৪৫। একাত্তরের মিছিল : কবরী সারোয়ার; (শিশু একাডেমী)

৪৬। জয় বাংলাদেশ : আই এস জোহর

৪৭। জয় বাংলা : উমা প্রসাদ

৪৮। দুরন্ত পদ্মা : দুর্গাপ্রসাদ

৪৯। ডেটলাইন বাংলাদেশ : গীতা মেহতা

৫০। বাংলাদেশ স্টোরি : নগিসা ওশিমা

৫১। রহমান: দি ফাদার অফ দি নেশন : নগিসা ওশিমা

৫২। মেজর খালেদস ওয়ার : গ্রানাডা টেলিভিশন

No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।