TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

রাজার রাজ্যে ১ লোক রুটি বিক্রি করতো। তিনি ছিলেন একমাত্র রুটি বিক্রেতা।

 রাজার রাজ্যে ১ লোক রুটি বিক্রি করতো।  তিনি ছিলেন একমাত্র রুটি বিক্রেতা। 

সে একদিন রাজার কাছে যেয়ে বললঃ 'হুজুর, অনেক বৎসর ৫ টাকা করে রুটি বিক্রি করি। এখন দাম বাড়িয়ে ৭ টাকা করতে চাই। আপনি যদি অনুমতি দেন!' 

রাজা বললেন, 'যা, কাল থেকে ২০ টাকা রুটির দাম!' ২০ করেই বিক্রি করবি..

দোকানী বলল, 'না হুজুর, আমার ৭ টাকা হলেই চলবে!' 

রাজা বললেন, 'চুপ করে থাক! আর আমি যে দাম বাড়াতে বলেছি, কাউকে বলবিনা!' তুই ৭ টাকা করে নিবি আর বাকি ১৩ টাকা করে কোষাগারে জমা দিবি।

রুটি ওয়ালা খুশিমনে ফিরে গেল। 

পরদিন থেকে তার রুটির দাম ২০ টাকা!

সারা রাজ্যে প্রতিবাদ! জনগণ ক্ষেপে গিয়ে রাজার কাছে বিচার দিল, 'হুজুর, আমাদের বাঁচান! এ কি অন্যায়! ৫ টাকার রুটি ২০ টাকা হলে আমরা বাচবো কি খেয়ে!'

রাজা হুংকার দিলেন, 'রুটি ওয়ালাকে ধরে আনো! এই অন্যায় মানা যায় না!' 

তারপর ঘোষণা দিলেন কাল থেকে রুটির দাম অর্ধেক (মানে ১০ টাকা!) ৭ টাকা রুটি ওয়ালার আর ৩ টাকা করে রাজার। 

সারা রাজ্যে ধন্য ধন্য পড়ে গেল! শুধু এমন একজন রাজা ছিলো বলে! না হলে জনগণের কি হতো!

রুটি ওয়ালা খুশি! 

জনগণও খুশি!

রাজাও খুশি! 



No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।