TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

সাধারন জ্ঞান MCQ


০১| বর্তমানে বাংলাদেশ করোনায় আক্রান্তে

বিশ্বে___১৬তম ও দ.এশিয়ায় ৩য়০২| দেশের ২য় বৃহত্তম ম্যানগ্রোভঅরণ্য___সাগরপুত্র খ্যাত নিঝুম দ্বীপ(৯১ বর্গকি.মি.)০৩| বাংলাদেশী পণ্যে চীন সরকার শুল্কমুক্তসুবিধা দিয়েছে___৯৭% (৮২৫৬টি পণ্যের)০৪| বিশ্ব শরণার্থী দিবস___২০ জুন০৫| গবেষকদের মতে করোনাভাইরাস টি প্রথমপ্রবেশ করেছিল___বাদুরের শরীরে০৬| বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্রহিসেবে স্বীকৃতি দিয়েছে___ভুটান (প্রথমঅগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি PTA করবেভুটানের সাথে বাংলাদেশ)০৭| বিশ্ব শান্তি সূচক ধারণা প্রকাশকরে___অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিকআন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান "ইনস্টিটিউটফর ইকোনমিকস অ্যান্ড পিস(IEP)০৮| বিশ্ব শান্তি সূচকে ১৬৩টি দেশের মধ্যেবর্তমানে বাংলাদেশ___ ৯৭তম(২০১৯ সালে ছিল১০১তম)০৯| বিশ্ব শান্তি সূচকে শীর্ষ দেশ___আইসল্যান্ড(২০০৮ সাল থেকে)১০| সম্প্রতি ভারত-চীন সংঘর্ষ ঘটে___ভারত-চীন সীমান্তের লাইন অব একচুয়াল কন্ট্রোল(LAC) লাদাখের গালওয়ান উপত্যকায়১১| অষ্টমবারের মতো জাতিসংঘের নিরাপত্তাপরিষদের অস্থায়ী সদস্য (২০২১-২২)নির্বাচিতহয়েছে ____ভারত১২| "দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড" বইটিলিখেছেন__ট্রাম্পের নিরাপত্তাবিষক সাবেকউপদেষ্টা জন বোল্টন১৩| সম্প্রতি বর্ণবিদ্বেষ বিরোধী কমিশন গঠনকরেছে____যুক্তরাজ্য১৪| ভারত-নেপাল সীমান্তবর্তী স্থান"কালাপানি"আয়তন___৪০০ বর্গমাইল১৫| সম্প্রতি(৮ মে)ভারতের প্রতিরক্ষামন্ত্রীরাজনাথ সিং চীনের তিব্বত সীমান্তে যতকিলোমিটার সড়ক উদ্বোধন করেন___৮০ কি.মি.১৬| দ.কোরিয়া ও উত্তর কোরিয়ার আলোচনারজন্য তৈরি অফিসের নাম___লিয়াজোঁ অফিস১৭| উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার যৌথউদ্যোগে তৈরি পার্ক___কায়সং ইন্ডাস্ট্রিয়ালপার্ক১৮| KCN হচ্ছে____উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম।১৯| হন্ডুরাসের প্রেসিডেন্টের নাম___হুয়ানঅরলান্ডো(সম্প্রতি সপরিবারে করোনায়আক্রান্ত)২০| লন্ডনের বর্তমান মেয়রের নাম___ সাদিকখান২১| উইঘুর মুসলমানদের সুরক্ষা বিল "উইঘুরমানবাধিকার অ্যাক্ট-২০২০" পাশ করেছে যেদেশ___যুক্তরাষ্ট্র২২| SDG প্লাটফর্মের তথ্যমতে দেশে চাকরিহারানোর ঝুঁকিতে অাছে__১.৩ কোটি মানুষ২৩| যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতেযাচ্ছে___ওয়াশিংটন ডিসি২৪| ওয়াশিংটন ডিসিতে লোকসংখ্যা___প্রায়৭লাখ।যার অধিকাংসই কৃষ্ণাঙ্গ২৫| সম্প্রতি সুপারসনিক অস্ত্র তৈরি শুরুকরছে____ইরানভালো লাগলে ফল করুন আইডিটি








No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।