বিশ্বে___১৬তম ও দ.এশিয়ায় ৩য়০২| দেশের ২য় বৃহত্তম ম্যানগ্রোভঅরণ্য___সাগরপুত্র খ্যাত নিঝুম দ্বীপ(৯১ বর্গকি.মি.)০৩| বাংলাদেশী পণ্যে চীন সরকার শুল্কমুক্তসুবিধা দিয়েছে___৯৭% (৮২৫৬টি পণ্যের)০৪| বিশ্ব শরণার্থী দিবস___২০ জুন০৫| গবেষকদের মতে করোনাভাইরাস টি প্রথমপ্রবেশ করেছিল___বাদুরের শরীরে০৬| বাংলাদেশকে প্রথম স্বাধীন রাষ্ট্রহিসেবে স্বীকৃতি দিয়েছে___ভুটান (প্রথমঅগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি PTA করবেভুটানের সাথে বাংলাদেশ)০৭| বিশ্ব শান্তি সূচক ধারণা প্রকাশকরে___অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিকআন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান "ইনস্টিটিউটফর ইকোনমিকস অ্যান্ড পিস(IEP)০৮| বিশ্ব শান্তি সূচকে ১৬৩টি দেশের মধ্যেবর্তমানে বাংলাদেশ___ ৯৭তম(২০১৯ সালে ছিল১০১তম)০৯| বিশ্ব শান্তি সূচকে শীর্ষ দেশ___আইসল্যান্ড(২০০৮ সাল থেকে)১০| সম্প্রতি ভারত-চীন সংঘর্ষ ঘটে___ভারত-চীন সীমান্তের লাইন অব একচুয়াল কন্ট্রোল(LAC) লাদাখের গালওয়ান উপত্যকায়১১| অষ্টমবারের মতো জাতিসংঘের নিরাপত্তাপরিষদের অস্থায়ী সদস্য (২০২১-২২)নির্বাচিতহয়েছে ____ভারত১২| "দ্য রুম হোয়ার ইট হ্যাপেন্ড" বইটিলিখেছেন__ট্রাম্পের নিরাপত্তাবিষক সাবেকউপদেষ্টা জন বোল্টন১৩| সম্প্রতি বর্ণবিদ্বেষ বিরোধী কমিশন গঠনকরেছে____যুক্তরাজ্য১৪| ভারত-নেপাল সীমান্তবর্তী স্থান"কালাপানি"আয়তন___৪০০ বর্গমাইল১৫| সম্প্রতি(৮ মে)ভারতের প্রতিরক্ষামন্ত্রীরাজনাথ সিং চীনের তিব্বত সীমান্তে যতকিলোমিটার সড়ক উদ্বোধন করেন___৮০ কি.মি.১৬| দ.কোরিয়া ও উত্তর কোরিয়ার আলোচনারজন্য তৈরি অফিসের নাম___লিয়াজোঁ অফিস১৭| উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার যৌথউদ্যোগে তৈরি পার্ক___কায়সং ইন্ডাস্ট্রিয়ালপার্ক১৮| KCN হচ্ছে____উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম।১৯| হন্ডুরাসের প্রেসিডেন্টের নাম___হুয়ানঅরলান্ডো(সম্প্রতি সপরিবারে করোনায়আক্রান্ত)২০| লন্ডনের বর্তমান মেয়রের নাম___ সাদিকখান২১| উইঘুর মুসলমানদের সুরক্ষা বিল "উইঘুরমানবাধিকার অ্যাক্ট-২০২০" পাশ করেছে যেদেশ___যুক্তরাষ্ট্র২২| SDG প্লাটফর্মের তথ্যমতে দেশে চাকরিহারানোর ঝুঁকিতে অাছে__১.৩ কোটি মানুষ২৩| যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতেযাচ্ছে___ওয়াশিংটন ডিসি২৪| ওয়াশিংটন ডিসিতে লোকসংখ্যা___প্রায়৭লাখ।যার অধিকাংসই কৃষ্ণাঙ্গ২৫| সম্প্রতি সুপারসনিক অস্ত্র তৈরি শুরুকরছে____ইরানভালো লাগলে ফল করুন আইডিটি
No comments