সংযুক্ত ছক অনুযায়ী নন-এমপিও শিক্ষকদের তালিকা প্রেরণ - নোটিশ
তারিখঃ ৮ই জুলাই ২০২০
প্রাপক
অধ্যক্ষ
অধিভূক্ত সকল ডিগ্রি, অনার্স/মাস্টার্স কলেজ
জাতীয় বিশ্ববিদ্যালয়
বিষয় : সংযুক্ত ছক অনুযায়ী নন-এমপিও তালিকা প্রেরণ
মহোদয়,
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডিগ্রি, অনার্স/মাস্টার্স কলেজ সমুহে নিয়োগপ্রাপ্তদের মধ্যে বর্তমানে
পাঠদানরত নন-এমপিও শিক্ষকদের একটি তালিকা (সংযুক্ত ছক মোতাবেক) আগামী ১১.০৭.২০২০
তারিখের মধ্যে অনলাইনে প্রেরণের জন্য অনুরোধ করা হলো | বিশেষভাবে উল্লেখ্য যে, বর্তমানে
পাঠদানরত নয় এমন শিক্ষকের নাম কোনোভাবেই প্রেরণ করা যাবে না ।
যথাযথভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে পাঠদানরত নিয়মিত এসকল শিক্ষকদের তালিকা প্রেরণে কোনো প্রকার
মিথ্যা তথ্য যেন পরিবেশন না করা হয়, সে বিষয়ে পুনরায় আপনার দৃষ্টি আকর্ষণ করা হলো ।
নন-এমপিও শিক্ষকদের তালিকা প্রেরণের অনলাইন ফরম পূরণের লিঙ্কঃ
http://www.nubd.info/college/login.php
বিষয়টি অতীব জরুরি ।
উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে
প্রফেসর ড. মো. মনিরুজ্জামান
কলেজ পরিদর্শক ভোরপ্রাপ্ত)
জাতীয় বিশ্ববিদ্যালয়
প্রাপক
অধ্যক্ষ
অধিভূক্ত সকল ডিগ্রি, অনার্স/মাস্টার্স কলেজ
জাতীয় বিশ্ববিদ্যালয়
বিষয় : সংযুক্ত ছক অনুযায়ী নন-এমপিও তালিকা প্রেরণ
মহোদয়,
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডিগ্রি, অনার্স/মাস্টার্স কলেজ সমুহে নিয়োগপ্রাপ্তদের মধ্যে বর্তমানে
পাঠদানরত নন-এমপিও শিক্ষকদের একটি তালিকা (সংযুক্ত ছক মোতাবেক) আগামী ১১.০৭.২০২০
তারিখের মধ্যে অনলাইনে প্রেরণের জন্য অনুরোধ করা হলো | বিশেষভাবে উল্লেখ্য যে, বর্তমানে
পাঠদানরত নয় এমন শিক্ষকের নাম কোনোভাবেই প্রেরণ করা যাবে না ।
যথাযথভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে পাঠদানরত নিয়মিত এসকল শিক্ষকদের তালিকা প্রেরণে কোনো প্রকার
মিথ্যা তথ্য যেন পরিবেশন না করা হয়, সে বিষয়ে পুনরায় আপনার দৃষ্টি আকর্ষণ করা হলো ।
নন-এমপিও শিক্ষকদের তালিকা প্রেরণের অনলাইন ফরম পূরণের লিঙ্কঃ
http://www.nubd.info/college/login.php
বিষয়টি অতীব জরুরি ।
উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে
প্রফেসর ড. মো. মনিরুজ্জামান
কলেজ পরিদর্শক ভোরপ্রাপ্ত)
জাতীয় বিশ্ববিদ্যালয়
No comments