TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

সংযুক্ত ছক অনুযায়ী নন-এমপিও শিক্ষকদের তালিকা প্রেরণ - নোটিশ

তারিখঃ ৮ই জুলাই ২০২০

প্রাপক

অধ্যক্ষ

অধিভূক্ত সকল ডিগ্রি, অনার্স/মাস্টার্স কলেজ

জাতীয় বিশ্ববিদ্যালয়

বিষয় : সংযুক্ত ছক অনুযায়ী নন-এমপিও  তালিকা প্রেরণ

মহোদয়,

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডিগ্রি, অনার্স/মাস্টার্স কলেজ সমুহে নিয়োগপ্রাপ্তদের মধ্যে বর্তমানে
পাঠদানরত নন-এমপিও শিক্ষকদের একটি তালিকা (সংযুক্ত ছক মোতাবেক) আগামী ১১.০৭.২০২০
তারিখের মধ্যে অনলাইনে প্রেরণের জন্য অনুরোধ করা হলো | বিশেষভাবে উল্লেখ্য যে, বর্তমানে
পাঠদানরত নয় এমন শিক্ষকের নাম কোনোভাবেই প্রেরণ করা যাবে না ।

যথাযথভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে পাঠদানরত নিয়মিত এসকল শিক্ষকদের তালিকা প্রেরণে কোনো প্রকার
মিথ্যা তথ্য যেন পরিবেশন না করা হয়, সে বিষয়ে পুনরায় আপনার দৃষ্টি আকর্ষণ করা হলো ।
নন-এমপিও শিক্ষকদের তালিকা প্রেরণের অনলাইন ফরম পূরণের লিঙ্কঃ
http://www.nubd.info/college/login.php
বিষয়টি অতীব জরুরি ।

উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে

প্রফেসর ড. মো. মনিরুজ্জামান

কলেজ পরিদর্শক ভোরপ্রাপ্ত)

জাতীয় বিশ্ববিদ্যালয়





National university notice

National university of Bangladesh notice


No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।