Important Topics For VIVA Preparation:
যাদের VIVA সন্নিকটে এবং যারা ভবিষ্যতে VIVA দেবার ব্যাপার আশাবাদী
উভয়ই একবার চোখ বুলিয়ে নিনঃ
১। Some Common Questions: Introduce yourself. What are the strength and weakness of you? Why do you choose banking as your career? Why do We select/buy you?
২। About the particular Bank (History, Vission, Mission, Management, Board of Directors, Financials, Name of Products, Awards & Special Achievement )
৩। Strong understanding of your Major Subject, Relationship between your subject and day-to-day banking activities.
৪। Some basic terms of Banking, Economics, Accounting, Finance, Statistics. (See Ebook- 'Comparisons For Bank Viva')
৫। Bangladesh Bank, Its functions, Monetary Policy, relation between Monetary Policy & Fiscal Policy.
৬। About your district (History, Famous personalities, Famous places etc.)
৭। Update Information regarding various economic & financial information: Size of GDP, GDP Growth, Contribution of various sectors to GDP, GDP forecast by WB, IMF, ADB & BB, Size of existing & upcoming budget, ADP, Maximum allocation, Revenue, Contribution of Bank to budget, Bank rate, Repo rate, Reverse Repo rate, inflation rate, call money rate, foreign exchange reserve, SLR & CRR rate, Total remittances, Total export, Import, Balance of trade, classified loan to total outstanding, Tax rate, VAT rate, Contribution of Garments sector to export & employment etc.
৮। Nature, Number, Controlling Authority & Controlling Act of Banks, NBFIs, Insurance Companies, Capital Market, FDI, Credit Rating Agencies etc.
৯। About ongoing important issues: Trade War, Padma Rail, Metro Rail, Road & Belt Initiative etc.
১০। Assets, Liabilities, Income sources, expenses of Banks.
১১। Name of some important Act/Law/Regulations/Policy related to banking practices.
১২। History of Banks, About some largest banks, Name of Some Important Central Banks, Chairperson of Central Banks, Currency of different countries.
১৩। About WB, IMF, ADB, AIIB, BRICS Bank, IDB (Functions, Chairperson, Members).
১৪। Calculation of capital requirements aaccording to BASEL I, II & III, Calculation of GDP, Balance of Trade, CAMELS rating etc.
মোটামুটিভাবে নিচের Key Topics গুলা নিয়ে ছোট ছোট করে Note করে ফেলুনঃ
1. Liberation War
2. Banga Bondhu
3. Bangladesh Bank
4. Scheduled Bank
5. Non-Scheduled Bank
6. NBFIs
7. Insurance
8. Rating Agency
9. Stock Exchange
10. Export
11. Import
12. Remittance
13. Inflation
14. Reserve
15. Current Account
16. Income Tax
17. VAT
18. BB Financial Statement
19. Bank Financial Statement
20. Off-Balance Sheet Items
21. World’s Largest Bank
22. World GDP
23. Global Reports
24. Head Of International Organization
25. Central Bank Of Different Countries
26. Credit
27. Currency Of Different Countries
28. Monetary Policy
29. Banking – Green Banking, Mobile Banking, Agent Banking, Online Banking
30. Different Important Laws
31. Business Trend
32. Different Risk
33. Budget
34. Economic Challenges
35. Balance Of Payment
36. Mega Projects
37. Main Sectors
38. International Financial Organization
39. International Report
40. Current Affairs
১৬। 'VIVA VOCE' এর অর্থ হলো 'With Living Voice'. তাই VIVA তে কত টুকু জানেন তার থেকে বেশি Important হলো আপনি কিভাবে নিজের সীমিত জ্ঞান কে সুন্দর ভাবে তাঁদের সাথে Communicate করছেন। আপনি সবকিছু জানবেন বা সবকিছু গড়গড় করে বলে দেবেন VIVA Board কখনোই তা মনে করে না। আপনি খুব সাবলীল ভাবে কথা বলবেন। যেমনটা আপনি আপনার পরিচিত জনদের সাথে বলেন। আপনার Voice টা যেন জীবন্ত থাকে, ভয়ে ভয়ে মৃতপ্রায় না হয়ে যায়।
চাকরি টা আপনার অনেক দরকার! আপনি অনেক হতাশ হয়ে পড়েছেন বা আপনার সংসারের হাল ধরার মত আপনি ছাড়া আর কেউ নেই। চাকরিটা আসলেই আপনার অনেক দরকার!! তারপরেও এমন কোন কথা বলবেন না, এমন কোন প্রকাশভঙ্গী করবেন না যেটা দিয়ে বোঝা যায় আপনি তাদের করুনার পাত্র হতে চাচ্ছেন। আপনাকে আমি Technical হতে বলছি না, শুধু নিজের স্বাভাবিকভাবে কথা বলার ধরনটাই বজায় রাখুন।
অনেকদিন বেকার আছেন কিভাবে আপনার এতদিনের বেকারত্ব কে justify করবেন তা নিয়ে চিন্তা করার দরকার নেই। একজন মানুষ বেকার থাকতেই পারে তাই সত্যটাই বলুন কেন আপনি বেকার ছিলেন।
আবার আপনি কোথাও চাকরি করছেন, বর্তমান চাকরি করার কথা বললে চাকরি হবে কি না হবে না এইসব জটিল চিন্তাভাবনার ভিতর যাওয়ার দরকার নেই। আপনার কাছে যদি মনে হয় আপনার বলা উচিত তাহলে কেন Job/Institute Switch করতে চাচ্ছেন তার জন্য কিছু যুক্তি সাজিয়ে রাখবেন। তবে justify করতে গিয়ে বর্তমান Job/Institute এর খুব বেশি সমালোচনা করার দরকার নেই।
Dress Up এর ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। ছেলেদের জন্য Black Shoe, Black Pant, Black Suite & White Shirt পরিধান করা ভাল। Tie একটু Dark Colour এর হলেই ভাল। মেয়েদের Dress Up এর ব্যাপারে Fixed কিছু নেই তবে অবশ্যই মার্জিত হতে হবে।
বিঃ দ্রঃ যারা এই ব্যাপারে জানতে চেয়ে inbox করেছেন সময় মত reply না দেবার জন্য তাদের কাছে আন্তরিক ভাবে দুঃখিত। VIVA-র কোন Syllabus নেই। Confidently বলাটাই প্রধান, তারপরেও এমনি এমনি Confidence আসবে না, এর জন্য Information জানা এবং এর proper utilization দরকার। কখনোই ভাববেন না Written Qualified হবার পর VIVA preparation নেওয়া শুরু করবেন। তাহলে হয়তো যথেষ্ট সময় নাও পেতে পারেন।আর একদমই সময় না পেলেও অন্তত ১ নং, ৩ নং এবং ৯ নং এ যেন ঘাটতি না থাকে।
- Hemal Jamiul Hasan
পরীক্ষার প্রস্তুতিমূলক বিভিন্ন PDF এবং অন্যান্য বিষয়ে আপডেট থাকতে আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন- fb.com/groups/CareerGuideBD
অথবা ফেসবুক পেজে লাইক দিন- fb.com/BDCareerGuide
Comments (6)
Sort by: Date Rating Last Activity
0
md kayum · 33 weeks ago
something tell you yourself একটু ইংরেজিতে উত্তরগুলো দেন স্্যারর
Report
Reply
+1
Hojaib ahmed · 58 weeks ago
Intervewer somoy muk shave kore jabo ki na janaben plz
Report
Reply
+2
SANOWAR · 65 weeks ago
Thanks
Report
Reply
+2
Mahanaz khanom · 81 weeks ago
Thank you so much & I will waiting in your next suggeste.
Report
Reply1 reply · active 80 weeks ago
+2
Tareq · 80 weeks ago
je topics gula deya ace, eigula ki english ei as dite hobe???
Report
Reply
+1
nasrin akter · 81 weeks ago
Thanks
Report
Reply
Post a new comment
Enter text right here!
NameEmail
Submit Comment
চাকরি ও ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্নের উত্তর দ্রুত পেতে Career Forum/Discussion (প্রশ্নোত্তর সেকশন) এ কমেন্ট করুন। পাবলিক Place এর কোথাও আপনার ব্যক্তিগত তথ্য প্রকাশ করবেন না।
No comments