TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

কবিতা : অদৃশ্য কালিতে লেখা নাম __মহাদেব সাহা

অদৃশ্য কালিতে লেখা নাম

__মহাদেব সাহা

লিখেছি তোমার নাম অদৃশ্য কালিতে

মনের কাগজে,

লিখেছি সত্তার শ্লেটে, আকাশে, উদ্যানে

কোন সুদূর প্রস্তরযুগ থেকে বৃক্ষপত্রে, গুহায়, পর্বতে

খোদাই করেছি নাম;

এই অদৃশ্য অক্ষর, এই গোপনীয় শিলালিপি

কখনো পড়বে না কারো চোখে,

কোনো পর্যটক কিংবা এমনকি কোনো প্রত্নতত্ত্ববিদ পারবে না

উদ্ধার করতে এই হস্তাক্ষর

এই হৃদয়-খোদাই হস্তগত করতে পারবে না

কোনো আক্রমনকারী।

খুব যত্নে দিনরাত্রি জেগে অদৃশ্য কালিতে

লিখেছি তোমার নাম

তাই লিখিনি তোমাকে আমি অফসেটে।

তুলোট কাগজে, নোটবুকে;

সঙ্গোপনে খোদাই করেছি মনে,

আপন অন্তরে

এই অদৃশ্য কালিতে লেখা নাম রাত্রি


No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।