TjT
অদৃশ্য কালিতে লেখা নাম
__মহাদেব সাহা
লিখেছি তোমার নাম অদৃশ্য কালিতে
মনের কাগজে,
লিখেছি সত্তার শ্লেটে, আকাশে, উদ্যানে
কোন সুদূর প্রস্তরযুগ থেকে বৃক্ষপত্রে, গুহায়, পর্বতে
খোদাই করেছি নাম;
এই অদৃশ্য অক্ষর, এই গোপনীয় শিলালিপি
কখনো পড়বে না কারো চোখে,
কোনো পর্যটক কিংবা এমনকি কোনো প্রত্নতত্ত্ববিদ পারবে না
উদ্ধার করতে এই হস্তাক্ষর
এই হৃদয়-খোদাই হস্তগত করতে পারবে না
কোনো আক্রমনকারী।
খুব যত্নে দিনরাত্রি জেগে অদৃশ্য কালিতে
লিখেছি তোমার নাম
তাই লিখিনি তোমাকে আমি অফসেটে।
তুলোট কাগজে, নোটবুকে;
সঙ্গোপনে খোদাই করেছি মনে,
আপন অন্তরে
এই অদৃশ্য কালিতে লেখা নাম রাত্রি
No comments