TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

কবিতা : মাঝে মাঝে তব দেখা পাই ___রবীন্দ্রনাথ ঠাকুর

মাঝে মাঝে তব দেখা পাই

___রবীন্দ্রনাথ ঠাকুর

মাঝে মাঝে তব দেখা পাই, 

চিরদিন কেন পাই না?

কেন মেঘ আসে হৃদয়-আকাশে, 

তোমারে দেখিতে দেয় না?।

ক্ষণিক আলোকে আঁখির পলকে 

তোমায় যবে পাই দেখিতে

হারাই-হারাই সদা হয় ভয়, 

হারাইয়া ফেলি চকিতে ॥

কী করিলে বলো পাইব তোমারে, 

রাখিব আঁখিতে আঁখিতে।

এত প্রেম আমি কোথা পাব নাথ, 

তোমারে হৃদয়ে রাখিতে?

আর কারো পানে চাহিব না আর, 

করিব হে আমি প্রাণপণ--

তুমি যদি বল এখনি করিব 

বিষয়বাসনা বিসর্জন ॥

No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।