TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

আকাশনীলা __জীবনানন্দ দাশ। --কবিতা

আকাশনীলা

__জীবনানন্দ দাশ


সুরঞ্জনা, 

ওইখানে যেও নাকো তুমি ।

বলো নাকো কথা ওই যুবকের সাথে;

ফিরে এসো সুরঞ্জনা :নক্ষত্রের রূপালি আগুন-ভরা রাতে;


ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে ;

ফিরে এসো হৃদয় আমার;

দূর থেকে দূরে-আরো দূরে

যুবকের সাথে তুমি 

যেয়ো নাকো আর ।


কী কথা তাহার সাথে? 

তার সাথে ।

আকাশের আড়ালে আকাশে

মৃত্তিকার মতো তুমি আজ :

তার প্রেম ঘাস হয়ে আসে ।


সুরঞ্জনা,

তোমার হৃদয় আজ ঘাস : বাতাসের ওপারে বাতাস-

আকাশের ওপারে আকাশ ।


No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।