TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

৭ জন বীরশ্রেষ্ঠ

৭ জন বীরশ্রেষ্ঠ

১/ মুন্সি আব্দুর রউফ। 

জন্মস্থানঃ জেলা: ফরিদপুর, উপজেলা: মধুখালী, গ্রাম: সালামতপুর। 

জন্মঃ মে, ১৯৪৩ । 

পদবিঃ ল্যান্স নায়েক , কর্মস্থলঃ ইপিআর । 

সেক্টরঃ ১ নং। 

শহীদ হনঃ ০৮/০৪/১৭৯১ তারিখে।

২/ মোঃ মোস্তফা কামাল। 

জন্মস্থানঃ জেল: ভোলা,উপজেলা: দৌলতপুর, গ্রাম: মৌটুপী। 

জন্মঃ ১৬/১২/১৯৪৭। 

পদবিঃ সিপাহী , কর্মস্থলঃ সেনাবাহীনি । 

সেক্টরঃ ২ নং। 

শহীদ হনঃ ১৪/০৪/১৯৭১ তারিখে।

৩/ মতিউর রহমান।

জন্মস্থানঃ জেলা: নরসিংদী, উপজেলা: রায়পুরা, গ্রাম: রামনগর।

জন্মঃ ২৯/১১/১৯৪২।

পদবিঃ ফ্লাইট লেফটেন্যান্ট , কর্মস্থলঃ বিমানবাহিনী ।

শহীদ হনঃ ২০/০৮/১৯৭১ তারিখে।

৪/ নূর মোহাম্মদ শেখ। 

জন্মস্থানঃ জেলা: নড়াইল, গ্রাম: মহিষখোলা। 

জন্মঃ ২৬/০২/১৯৩৬ । 

পদবিঃ ল্যান্স নায়েক , কর্মস্থলঃ ইপিআর ।

সেক্টরঃ ৮ নং। শহীদ হনঃ ০৫/০৯/১৯৭১ তারিখে।

৫/ হামিদুর রহমান। 

জন্মস্থানঃ জেলা: ঝিনাইদহ,উপজেলা: মহেশপুর, গ্রাম: খোর্দ্দ খালিশপুর।

জন্মঃ ০২/০২/১৯৩৪ ।

পদবিঃ সিপাহী, কর্মস্থলঃ সেনাবাহিনী ।

সেক্টরঃ ৪ নং। শহীদ হনঃ ১০/১২/১৯৭১ তারিখে।

৬/ রুহুল আমীন। 

জন্মস্থানঃ জেলা: নোয়াখালী,উপজেলা: সোনাইমুড়ি, গ্রাম: বাঘপাঁচড়া।

জন্মঃ ১৯৩৪ ।

পদবিঃ স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার , কর্মস্থলঃ নৌবাহিনী।

সেক্টরঃ ১০ নং। শহীদ হনঃ ১০/১২/১৯৭১ তারিখে।

৭/ মহিউদ্দিন জাহাঙ্গীর। 

জন্মস্থানঃ জেলা: বরিশাল, উপজেলা: বাবুগঞ্জ, গ্রাম: রহিমগঞ্জ।

জন্মঃ ১৯৪৮ । 

পদবিঃ ক্যাপ্টেন , কর্মস্থলঃ সেনাবাহিনী। 

সেক্টরঃ ৭ নং। 

শহীদ হনঃ ১৪/১২/১৯৭১ তারিখে।

No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।