জাতীয় বিষয়াবলী
>>জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে কয়টি গণ কবর রয়েছে?
১০টি ।
>>জাতীয় স্মৃতি সৌধের ৭টি ফলক হওয়ার করণ কি?
স্বাধীনতা আন্দোলনের সাতটি পর্যায়ের নিদর্শন স্বরূপ ।
>>জাতীয় স্মৃতি সৌধের উচ্চতা কত?
৪৬.৫ মিনটার বা ১৫০ ফুট ।
>>জাতীয় স্মৃতি সৌধের কয়টি ফলক আছে?
৭টি ।
>>জাতীয় স্মৃতি সৌধ কত জায়গার উপর প্রতিষ্ঠিত?
১০৯ একর ।
>>জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে?
মঈনুল হোসেন ।
>>জাতীয় স্মৃতি সৌধ কে কি বলা হয়?
একটি সম্মিলিত প্রয়াস ।
>>জাতীয় স্মৃতি সৌধ কে উদ্বোধন করেন?
হুসেই মুহম্মদ এরশাদ ।
>>জাতীয় স্মৃতি সৌধ কবে উদ্বোধন করা হয়?
১৬ ডিসেম্বর,১৯৮২ সালে ।
>>জাতীয় স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
>>জাতীয় স্মৃতি সৌধ কোথায় অবস্থিত?
ঢকার সাভারে ।
1. জাতীয় প্রতীক- উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা; শাপলা ফুলের মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা; পাতার দুই পাশে দুটি করে তারকা বা তারা
2. জাতীয় প্রতীকের ডিজাইনার- কামরুল হাসান
3. জাতীয় পাখি- দোয়েল
4. জাতীয় ফুল- শাপলা
5. জাতীয় ফল- কাঁঠাল
6. জাতীয় পশু- রয়েল বেঙ্গল টাইগার
7. জাতীয় মাছ- ইলিশ
8. জাতীয় বন- সুন্দরবন
9. জাতীয় গাছ- আমগাছ
10. জাতীয় মসজিদ- বায়তুল মোকাররম (১৯৮২ সালে ঘোষণা করা হয়)
11. জাতীয় গ্রন্থাগার- গুলিস্তানে
12. জাতীয় যাদুঘর- শাহবাগে
13. জাতীয় উদ্যান- সোহরাওয়ার্দী উদ্যান
14. জাতীয় বিমানবন্দর- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (পুরাতন নাম- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর)
15. জাতীয় খেলা- কাবাডি (হা-ডুডু)
16. জাতীয় কবি- কাজী নজরুল ইসলাম
17. জাতীয় শিশু পার্ক- শাহবাগ শিশু পার্ক
18. জাতীয় উৎসব- বাংলা নববর্ষ/বাংলা বর্ষবরণ
19. জাতীয় দিবস- ২৬ মার্চ (১৯৮০ সালে ঘোষণা করা হয়)
20. রাষ্ট্রীয় মনোগ্রাম- লালবৃত্তের মাঝে হলুদ মানচিত্র; তার উপরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নিচে সরকার; উভয় পাশে ২টি করে মোট ৪টি তারা
21. রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার- এ. এন. এ. সাহা
জাতীয় সঙ্গীত
1. জাতীয় সঙ্গীত- ‘আমার সোনার বাংলা’ গানের প্রথম ১০ চরণ
2. গীতিকার ও সুরকার- রবীন্দ্রনাথ ঠাকুর
3. রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া/বাজানো হয়- প্রথম ৪ চরণ
4. সর্বপ্রথম প্রকাশিত হয়- বঙ্গদর্শন পত্রিকায়
5. স্বরবিতান কাব্যগ্রন্থের অন্তর্গত
6. জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়- ৩ মার্চ, ১৯৭১, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে
রণ সঙ্গীত
1. রণ সঙ্গীত- ‘চল চল চল’ গানের প্রথম ২১ চরণ
2. গীতিকার ও সুরকার- কাজী নজরুল ইসলাম
3. রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া/বাজানো হয়- প্রথম ২১ চরণ
4. প্রথম প্রকাশিত হয়- শিখা পত্রিকায়
5. প্রথম প্রকাশিত হয়- ‘নতুনের গান’ নামে
6. সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত
জাতীয় পতাকা
1. ডিজাইন- গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত
2. ডিজাইনার- কামরুল হাসান
3. মানচিত্রখচিত বাংলাদেশের প্রথম পতাকার ডিজাইনার- শিব নারায়ণ দাশ
4. দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত- ১০:৬ বা ৫:৩
5. লাল বৃত্তের মাপ- পতাকার ৫ ভাগের ১ ভাগ (১/৫ অংশ)
6. পতাকা দিবস- ২ মার্চ
7. প্রথম উত্তোলন করেন- আ স ম আব্দুর রব (ঢাকা বিশ্ববিদ্যালয়েরবটতলায়)
8. বিদেশে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন- ভারতের কলকাতায়, বাংলাদেশ মিশনে
9. বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে মিল আছে- জাপানের পতাকার
প্রথম বাংলাদেশের মানচিত্র আঁকেন- মেজর জেমস রেনেল (বাংলার তথা ভারতবর্ষের প্রথম সার্ভেয়ার)
জাতীয় দিবস সমূহ
1. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারি
2. আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দিয়েছে- ইউনেস্কো (১৯৯৯ সালে)
3.২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম পালিত হয়- ২০০০ সালে
4.২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে- ১৮৮টি দেশ
গুরুত্বপূর্ণ দিবসসমূহ
1. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
১০ জানুয়ারি
2. শহীদ আসাদ দিবস
২০ জানুয়ারি
3. জনসংখ্যা দিবস
২ ফেব্রুয়ারি
4. শহীদ দিবস/আন্তঃ মাতৃভাষা দিবস
২১ ফেব্রুয়ারি
5. জাতীয় পতাকা দিবস
২ মার্চ
6. রাষ্ট্রভাষা দিবস
১১ মার্চ
7. শিশু দিবস
১৭ মার্চ
8. ছয়দফা দিবস
২৩ মার্চ
9. কালোরাত্রি দিবস
২৫ মার্চ
10. স্বাধীনতা দিবস/জাতীয় দিবস
২৬ মার্চ
11. প্রতিবন্ধী দিবস
৫ এপ্রিল
12. মুজিবনগর দিবস
১৭ এপ্রিল
13. পলাশী দিবস
২৩ এপ্রিল
14. শহীদ নূর হোসেন দিবস
১০ নভেম্বর
15. মুক্তিযোদ্ধা দিবস
১ ডিসেম্বর
16. স্বৈরাচার পতন দিবস
৬ ডিসেম্বর
17. বেগম রোকেয়া দিবস
৯ ডিসেম্বর
18. শহীদ বুদ্ধিজীবী দিবস
১৪ ডিসেম্বর
19. বিজয় দিবস
১৬ ডিসেম্বর
No comments