সাধারণ জ্ঞান বাংলার মুঘল আমল
বাংলায় মুঘল
আমল
১/ শায়েস্তা খান সুবেদার হয়ে বাংলায় আসেন -- ১৬৬৪ সালে।
২/ শায়েস্তা খান দ্বিতীয়বার ঢাকায় আসেন -- ১৬৮০ সালে।
৩/ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা -- জহিরউদ্দীন মুহাম্মদ বাবর।
৪/ বাবরের মৃত্যু পর বাংলার মসনদে উপবিষ্ট হন -- নাসির উদ্দীন মুহম্মদ হুমায়ুন।
৫/ যে যুদ্ধের ফলে বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অর্ন্তভুক্তি হয় -- রাজমহলের যুদ্ধে।
৬/ শায়েস্তা খানের কন্যা পরিবিবির মৃত্যু হয় - -১৬৮৪ সালে।
৭/ শায়েস্তা খান ছিলেন -- শাহজাহানের প্রধানমন্ত্রী আসক খানের ছেলে।
৮/ শায়েস্তা খানের পূর্ন নাম -- মির্জা আবু তালেব ওরফে শায়েস্তাা খান।
৯/ শায়েস্তা খান মোট কত বছর বাংলায় থাকেন -- মোট ২৪ বছর।
১০/ শায়েস্তা খান ঢাকায় থাকতেন -- মিডর্ফোড হাসপাতাল প্রাঙ্গনে, বুড়িগঙ্গার তীরে।
১১/ চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন - - শায়েস্তা খান।
১২/ লালবাগ কেল্লার সামনের এক গম্বুজওয়ালা কারুকাজ মন্ডিত স্থাপত্য নিদর্শন কি -- পরিবিবির মাজার।
১৩/ লালবাগে পরিবিবির সমাধিসৌধ তৈরী করেন - - শায়েস্তা খান।
১৪/ পরিবিবি ছিলেন -- নবাব শায়েস্তার খানের কন্যা।
১৫/ পরিবিবির আমল নাম -- ইরান দুখত।
১৬/ সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন -- ১৬১০ সালে।
১৭/ লালবাগের শাহী মসজিদ নির্মিত হয় -- যুবরাজ মোহাম্মদ আযম- এর আমলে।
১৮/ শাহ মোহম্মদ আজম ছিলেন -- সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় সন্তান।
১৯/ শাহ মোহম্মদ আজম লালবাগ দুর্গের কাজ আরম্ভ করেন -- ১৬৭৮ সালে।
২০/ শাহ মোহম্মদ আজম প্রথমে লালবাগ কেল্লার নামকরণ করেন - - কিল্লা আওরঙ্গবাদ।
২১/ লালবাগ দুর্গ প্রাঙ্গনের দৈর্ঘ্য -- পূর্ব-পশ্চিমে ১২০০ ফুট ও উত্তর-দক্ষিণে ৮০০ ফুট।
২২/ বিশ্ব বিখ্যাত মসলিন বস্ত্র তৈরী হত - - মুঘল আমলে।
২৩/ ঈসা খানের রাজধানী ছিল - - সোনারগাঁয়ে।
২৪/ রাজস্ব আদায়ের জন্য ইজারাদারী প্রথা প্রবর্তন করেন - - মুর্শিদকুলি খান।
২৫/ সম্রাট আকবর বাংলা জয় করেন - - ১৫৭৬ সালে।
২৬/ শাহবাজ খান বাংলার সুবাদার নিযু্ক্ত হন - - ১৮৫৩ সালে।
২৭/ মীর জুমলা বাংলার সুবেদার ছিলেন - - ১৬৬০-১৬৬৩ সাল পর্যন্ত ৩ বছর।
২৮/ মুঘল সাম্রাজ্যের শৌর্যবীর্যের প্রতীক সম্রাট আকবরের মৃত্যু হয় -- ১৬০৫ সালে।
২৯/ ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন - - রাজমহল থেকে।
৩০/ ঢাকার দোলাই খাল খনন করেন - - সুবেদর ইসলাম খান।
৩১/ পানিপথের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় - - ১৫৫৬ সালে, আকবরের সেনাপতি বৈরাম খান ও হিমুর।
৩২/ পানিপথের তৃতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় কোন সালে -- ১৭৬১ সালে, আহমেদ শাহ আবদালী ও মারাঠাদের।
৩৩/ শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে দিল্লীর সিংহাসন দখল করেন - - কনৌজের যু্দ্ধ।
৩৪/ বাংলাকে জান্নাতাবাদ বলে ঘোষনা করেন - - সম্রাট হুমায়ুন।
৩৫/ ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন - - শেরশাহ।
৩৬/ গ্রান্ড ট্রাঙ্ক রোড নির্মান করেন - - শেরশাহ।
৩৭/ দাম নামক মুদ্রা দিল্লীর যে সুলতানের সময় প্রচলিত ছিল - - শেরশাহ।
৩৮/ আকবর দিল্লীর সিংহাসনে বসার সময় তার বয়স ছিল - - ১৩ বছর।
৩৯/ সম্রাট আকবরের প্রবর্তিত ধর্মের নাম -- দীন-ই-ইলাহী।
৪০/ যার আমলে সমগ্র বাংলা সুবহ-ই-বাঙ্গালাহ নামে পরিচিত ছিল -- সম্রাট আকবর।
>>প্রথম বাংলা বিজয়- ইখতিয়ার উদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজী ।
>>বখতিয়ার খিলজী পরাজিত করেন- লক্ষণ সেন ।
>>বখতিয়ার খিলজী বাংলা বিজয় করেন- ১২০৪ সালে ।
>>সোমনাথ মন্দির আক্রমণ করেন- সুলতান মাহমুদ (১০২৬ খ্রিস্টাব্দ) ।
>>লতান মাহমুদের সভাকবি- ফেরদৌসী ।
>>ফেরদৌসীর অমর কাব্যগ্রন্থ- শাহনামা ।
>>ফেরদৌসীকে বলা হয়- প্রাচ্যের হোমার ।
>>সুলতান মাহমুদের দার্শনিক ও জ্যোতির্বিদ- আল বেরুনী ।
>>ফখরুদ্দিন মোবারক শাহ --১ম স্বাধীন সুলতান ==ইবনে বতুতা আসেন ইবনে বতুতা মরক্কোর অধিবাসী ।
>>শামসুদ্দীন ইলিয়াস শাহ-- বাংলার ১ম মুসলিম সুলতান==সকল জনপদ একত্রে ‘বাংলা/বাঙ্গালা’ অধিবাসী- ‘শাহ-ই-বাঙ্গালা’ আশ্রয় নেন- একডালা দূর্গে ।
>>সুলতান সিকান্দার শাহ-- নির্মাণ করেন- পাণ্ডুয়ার আদিনা মসজিদ ফিরোজ শাহের সঙ্গে যু্দ্ধ করেন- একডালা দূর্গে ।
>>গিয়াসউদ্দীন আযম শাহ-- পারস্যের কবি হাফিজের সঙ্গে সুসম্পর্ক কবি হাফিজকে আমন্ত্রণ জানান চিনের সঙ্গে বাংলার সুসম্পর্ক ছিল (রাজা গণেশ; মাঝের কিছু সময় রাজা গণেশ ও তার বংশধররা শাসন করেন) ।
>>নাসিরউদ্দীন মাহমুদ শাহ ---নির্মাণ করেন- গৌড়ের ছোট সোনা মসজিদ ।
>>আলাউদ্দীন হুসেন শাহ নির্মাণ করেন- গৌড়ের ছোট সোনা মসজিদ ।
>>নাসিরউদ্দীন নুসরাত শাহ --গৌড়ের বড় সোনা মসজিদ কদম রসুল ।
>>গিয়াসউদ্দীন মাহমুদ শাহ --- শেষ স্বাধীন সুলতান ।
>>বখতিয়ার খিলজী পরাজিত করেন- লক্ষণ সেন ।
>>বখতিয়ার খিলজী বাংলা বিজয় করেন- ১২০৪ সালে ।
>>সোমনাথ মন্দির আক্রমণ করেন- সুলতান মাহমুদ (১০২৬ খ্রিস্টাব্দ) ।
>>লতান মাহমুদের সভাকবি- ফেরদৌসী ।
>>ফেরদৌসীর অমর কাব্যগ্রন্থ- শাহনামা ।
>>ফেরদৌসীকে বলা হয়- প্রাচ্যের হোমার ।
>>সুলতান মাহমুদের দার্শনিক ও জ্যোতির্বিদ- আল বেরুনী ।
>>ফখরুদ্দিন মোবারক শাহ --১ম স্বাধীন সুলতান ==ইবনে বতুতা আসেন ইবনে বতুতা মরক্কোর অধিবাসী ।
>>শামসুদ্দীন ইলিয়াস শাহ-- বাংলার ১ম মুসলিম সুলতান==সকল জনপদ একত্রে ‘বাংলা/বাঙ্গালা’ অধিবাসী- ‘শাহ-ই-বাঙ্গালা’ আশ্রয় নেন- একডালা দূর্গে ।
>>সুলতান সিকান্দার শাহ-- নির্মাণ করেন- পাণ্ডুয়ার আদিনা মসজিদ ফিরোজ শাহের সঙ্গে যু্দ্ধ করেন- একডালা দূর্গে ।
>>গিয়াসউদ্দীন আযম শাহ-- পারস্যের কবি হাফিজের সঙ্গে সুসম্পর্ক কবি হাফিজকে আমন্ত্রণ জানান চিনের সঙ্গে বাংলার সুসম্পর্ক ছিল (রাজা গণেশ; মাঝের কিছু সময় রাজা গণেশ ও তার বংশধররা শাসন করেন) ।
>>নাসিরউদ্দীন মাহমুদ শাহ ---নির্মাণ করেন- গৌড়ের ছোট সোনা মসজিদ ।
>>আলাউদ্দীন হুসেন শাহ নির্মাণ করেন- গৌড়ের ছোট সোনা মসজিদ ।
>>নাসিরউদ্দীন নুসরাত শাহ --গৌড়ের বড় সোনা মসজিদ কদম রসুল ।
>>গিয়াসউদ্দীন মাহমুদ শাহ --- শেষ স্বাধীন সুলতান ।
No comments