TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

সাধারণ জ্ঞান বাংলার মুঘল আমল

বাংলায় মুঘল 

আমল

১/ শায়েস্তা খান সুবেদার হয়ে বাংলায় আসেন -- ১৬৬৪ সালে।

২/ শায়েস্তা খান দ্বিতীয়বার ঢাকায় আসেন -- ১৬৮০ সালে।

৩/ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা -- জহিরউদ্দীন মুহাম্মদ বাবর।

৪/ বাবরের মৃত্যু পর বাংলার মসনদে উপবিষ্ট হন -- নাসির উদ্দীন মুহম্মদ হুমায়ুন।

৫/ যে যুদ্ধের ফলে বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অর্ন্তভুক্তি হয় -- রাজমহলের যুদ্ধে।

৬/ শায়েস্তা খানের কন্যা পরিবিবির মৃত্যু হয় - -১৬৮৪ সালে।

৭/ শায়েস্তা খান ছিলেন -- শাহজাহানের প্রধানমন্ত্রী আসক খানের ছেলে।

৮/ শায়েস্তা খানের পূর্ন নাম -- মির্জা আবু তালেব ওরফে শায়েস্তাা খান।

৯/ শায়েস্তা খান মোট কত বছর বাংলায় থাকেন -- মোট ২৪ বছর।

১০/ শায়েস্তা খান ঢাকায় থাকতেন -- মিডর্ফোড হাসপাতাল প্রাঙ্গনে, বুড়িগঙ্গার তীরে।

১১/ চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন - - শায়েস্তা খান।

১২/ লালবাগ কেল্লার সামনের এক গম্বুজওয়ালা কারুকাজ মন্ডিত স্থাপত্য নিদর্শন কি -- পরিবিবির মাজার।

১৩/ লালবাগে পরিবিবির সমাধিসৌধ তৈরী করেন - - শায়েস্তা খান।

১৪/ পরিবিবি ছিলেন -- নবাব শায়েস্তার খানের কন্যা।

১৫/ পরিবিবির আমল নাম -- ইরান দুখত।

১৬/ সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন -- ১৬১০ সালে।

১৭/ লালবাগের শাহী মসজিদ নির্মিত হয় -- যুবরাজ মোহাম্মদ আযম- এর আমলে।

১৮/ শাহ মোহম্মদ আজম ছিলেন -- সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় সন্তান।

১৯/ শাহ মোহম্মদ আজম লালবাগ দুর্গের কাজ আরম্ভ করেন -- ১৬৭৮ সালে।

২০/ শাহ মোহম্মদ আজম প্রথমে লালবাগ কেল্লার নামকরণ করেন - - কিল্লা আওরঙ্গবাদ।

২১/ লালবাগ দুর্গ প্রাঙ্গনের দৈর্ঘ্য -- পূর্ব-পশ্চিমে ১২০০ ফুট ও উত্তর-দক্ষিণে ৮০০ ফুট।

২২/ বিশ্ব বিখ্যাত মসলিন বস্ত্র তৈরী হত - - মুঘল আমলে।

২৩/ ঈসা খানের রাজধানী ছিল - - সোনারগাঁয়ে।

২৪/ রাজস্ব আদায়ের জন্য ইজারাদারী প্রথা প্রবর্তন করেন - - মুর্শিদকুলি খান।

২৫/ সম্রাট আকবর বাংলা জয় করেন - - ১৫৭৬ সালে।

২৬/ শাহবাজ খান বাংলার সুবাদার নিযু্‌ক্ত হন - - ১৮৫৩ সালে।

২৭/ মীর জুমলা বাংলার সুবেদার ছিলেন - - ১৬৬০-১৬৬৩ সাল পর্যন্ত ৩ বছর।

২৮/ মুঘল সাম্রাজ্যের শৌর্যবীর্যের প্রতীক সম্রাট আকবরের মৃত্যু হয় -- ১৬০৫ সালে।

২৯/ ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন - - রাজমহল থেকে।

৩০/ ঢাকার দোলাই খাল খনন করেন - - সুবেদর ইসলাম খান।

৩১/ পানিপথের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় - - ১৫৫৬ সালে, আকবরের সেনাপতি বৈরাম খান ও হিমুর।

৩২/ পানিপথের তৃতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় কোন সালে -- ১৭৬১ সালে, আহমেদ শাহ আবদালী ও মারাঠাদের।

৩৩/ শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে দিল্লীর সিংহাসন দখল করেন - - কনৌজের যু্‌দ্ধ।

৩৪/ বাংলাকে জান্নাতাবাদ বলে ঘোষনা করেন - - সম্রাট হুমায়ুন।

৩৫/ ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন - - শেরশাহ।

৩৬/ গ্রান্ড ট্রাঙ্ক রোড নির্মান করেন - - শেরশাহ।

৩৭/ দাম নামক মুদ্রা দিল্লীর যে সুলতানের সময় প্রচলিত ছিল - - শেরশাহ।

৩৮/ আকবর দিল্লীর সিংহাসনে বসার সময় তার বয়স ছিল - - ১৩ বছর।

৩৯/ সম্রাট আকবরের প্রবর্তিত ধর্মের নাম -- দীন-ই-ইলাহী।

৪০/ যার আমলে সমগ্র বাংলা সুবহ-ই-বাঙ্গালাহ নামে পরিচিত ছিল -- সম্রাট আকবর।

>>প্রথম বাংলা বিজয়- ইখতিয়ার উদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজী ।
>>বখতিয়ার খিলজী পরাজিত করেন- লক্ষণ সেন ।
>>বখতিয়ার খিলজী বাংলা বিজয় করেন- ১২০৪ সালে ।
>>সোমনাথ মন্দির আক্রমণ করেন- সুলতান মাহমুদ (১০২৬ খ্রিস্টাব্দ) ।
>>লতান মাহমুদের সভাকবি- ফেরদৌসী ।
>>ফেরদৌসীর অমর কাব্যগ্রন্থ- শাহনামা ।
>>ফেরদৌসীকে বলা হয়- প্রাচ্যের হোমার ।
>>সুলতান মাহমুদের দার্শনিক ও জ্যোতির্বিদ- আল বেরুনী ।
>>ফখরুদ্দিন মোবারক শাহ --১ম স্বাধীন সুলতান ==ইবনে বতুতা আসেন ইবনে বতুতা মরক্কোর অধিবাসী ।
>>শামসুদ্দীন ইলিয়াস শাহ-- বাংলার ১ম মুসলিম সুলতান==সকল জনপদ একত্রে ‘বাংলা/বাঙ্গালা’ অধিবাসী- ‘শাহ-ই-বাঙ্গালা’ আশ্রয় নেন- একডালা দূর্গে ।
>>সুলতান সিকান্দার শাহ-- নির্মাণ করেন- পাণ্ডুয়ার আদিনা মসজিদ ফিরোজ শাহের সঙ্গে যু্দ্ধ করেন- একডালা দূর্গে ।
>>গিয়াসউদ্দীন আযম শাহ-- পারস্যের কবি হাফিজের সঙ্গে সুসম্পর্ক কবি হাফিজকে আমন্ত্রণ জানান চিনের সঙ্গে বাংলার সুসম্পর্ক ছিল (রাজা গণেশ; মাঝের কিছু সময় রাজা গণেশ ও তার বংশধররা শাসন করেন) ।
>>নাসিরউদ্দীন মাহমুদ শাহ ---নির্মাণ করেন- গৌড়ের ছোট সোনা মসজিদ ।
>>আলাউদ্দীন হুসেন শাহ নির্মাণ করেন- গৌড়ের ছোট সোনা মসজিদ ।
>>নাসিরউদ্দীন নুসরাত শাহ --গৌড়ের বড় সোনা মসজিদ কদম রসুল ।
>>গিয়াসউদ্দীন মাহমুদ শাহ --- শেষ স্বাধীন সুলতান ।

No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।