TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠার সময়

গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠার সময়

১ ) ঢাকা বিশ্ববিদ্যালয় : ১৯২১ সাল।

২) শিশু একাডেমী : ১৯৭৭ সাল।

৩) শিল্পকলা একাডেমী : ১৯৭৪ সাল।

৪) বাংলা একাডেমী : ১৯৫৫ সাল।

৫) এশিয়াটিক সোসাইটি : ১৯৫২ সাল।

৬) বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি : ১৯১১ সাল।

৭) মোহামেডান লিটারেরি সোসাইটি : ১৮৬৩ সাল।

৮) কলকাতা বিশ্ববিদ্যালয় : ১৮৫৭ সাল

৯) কাউন্সিল অব এডুকেশন : ১৮৪২ সাল।

১০) ত্তত্ববোধিনী সভা : ১৮৩৯ সাল।

১১) জেলা স্কুল প্রতিষ্ঠা : ১৮৩৫ সাল।

১২) অ্যাংলো ইন্ডিয়ান হিন্দু অ্যাসোসিয়েশান : ১৮৩০ সাল।

১৩) ব্রহ্ম মন্দির : ১৮২৮ সাল।

১৪) গৌড়ীয় সমাজের প্রতিষ্ঠা : ১৮২৩ সাল।

১৫) বিশপাস : ১৮১৮ সাল।

১৬) আরপুলি কলেজ : ১৮১৮ সাল।

১৭) শ্রীরামপুর কলেজ : ১৮১৮ সাল।

১৮) কলকাতা স্কুল বুক সোসাইটি : ১৮১৭ সাল।

১৯) ব্যাপিষ্ট মিশন ও ছাপাখানা : ১৭৯৯ সাল।

২০) ফোর্ট উইলিয়াম কলেজ : ১৮০০ সাল।

২১) সংস্কৃত কলেজ : ১৭৯১ সাল।

২২) কলকাতা মাদ্রাসা : ১৭৮১ সাল।

২৩) স্কুল-কলেজ ও স্কুল সোসাইটি : ১৮১৮ সাল।

২৪) হিন্দু কলেজ : ১৮১৭ সাল।

No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।