TjT

করনা প্রতিরোধে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ্ করা থেকে বিরত থাকুন। অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার হাতের তালুতে নিয়ে ( 20 সেকেন্ড ) ভাল করে পরিষ্কার করুন। ব্যবহৃত টিস্যু ঢাকনা যুক্ত ডাস্টবিনে ফেলুন। পরিচিত বা অপরিচিত ব্যক্তির সাথে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন। আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দূরত্বে থাকুন।

কবিতা : একবার ভালোবেসে দেখো ____মহাদেব সাহা


তুমি যদি আমাকে না ভালোবাসো আর

এই মুখে কবিতা ফুটবে না,

এই কণ্ঠ আবৃতি করবে না কোনো প্রিয় পঙ্ক্তিমালা

তাহলে শুকিয়ে যাবে সব আবেগের নদী।

আমি আর পারবো না লিখতে তাহলে

...অনবদ্য একটি চরণ, একটিও ইমেজ হবে না রচিত,

তুমি যদি আমাকে না ভালোবাসো তবে

কবিতার পান্ডুলিপি জুড়ে দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি, খরা।

তুমি যদি না তাকাও এই চোখ দেখবে না কিছু

উজ্জ্বল আলোর ভোর ঘন অন্ধকারে ঢেকে যাবে,

সন্ধ্যাতারা মনে হবে মৃত নিষ্পলক চোখ

যদি ফিরে না তাকাও মর্মে আর পল্লবিত হবে না কবিতা।

তুমি যদি না দাও চুম্বন এই মুখে ফুটবে না ভাষা

মরা গাঙে জাগবে না ঢেউ, দুই তীরে প্রাণের স্পন্দন,

হবে না শস্যের মাঠে শ্রাবণের ব্যাপক বর্ষণ

হৃদয়ে হৃদয়ে আর অঙ্কুরিত হবে না কবিতা, বাজবে না গান।

তুমি যদি আমাকে না ভালোবাসো আর

প্রকৃতই আমি আগের মতন পারবো না লিখতে কবিতা

আমার আঙুলে আর খেলবে না জাদুর ঝিলিক,

এই শাদা পৃষ্ঠা জুড়ে ফুটবে না জুঁই আর চাঁপা।

একবার ভালোবেসে দেখো, একবার কাছে ডেকে দেখো

আবার আগের মতো কীভাবে ফুটাই এক লক্ষ একটি গোলাপ

অনায়াসে কীভাবে আবার অনুভূতি করি সঞ্চারিত,

একবার ভালোসেবে দেখো আবার কীভাবে লিখি দুহাতে কবিতা।


No comments

Powered by Blogger.

আসুন করনা সম্পর্কে সচেতন হই সুস্থ থাকি ।